২০ এপ্রিল ২০২২ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া শুরুর হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার পূর্বে ঢাবি আবেদন প্রক্রিয়া ২০২২ সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। তাই আজকের পোস্টে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনের নিয়ম সম্পর্কে বিস্তারিত জানবো। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২২ দেখতে এখানে ভিজট কর।
আবেদনের টুকিটাকি
ঢাকা বিশ্ববিদ্যালয় আবেদন লিংক
ঢাবি (ঢাকা বিশ্ববিদ্যালয়) তাদের নিজেস্ব ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে থাকে। তাদের ভর্তি বিষয়ক অফিশিয়াল ওয়েবসাইট admission.eis.du.ac.bd , এই ওয়েবসাইট থেকেই রেজিস্ট্রেশন, লগইন, প্রবেশপত্র, রেজাল্ট সহ ভর্তি বিষয়ক সকল তথ্য পাওয়া যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন ফি
এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন ফি আবারও বাড়ানো হয়েছে। এবার ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ৩৫০ টাকা বাড়িয়ে ১ হাজার টাকা করার সিদ্ধান্ত হয়েছে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় আবেদন ফি ১০০০ টাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন আবেদন ২০২২
২০২১-২২ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরুর তারিখ ২০ এপ্রিল ২০২২ দুপুর ৩ ঘটিকা থেকে । আবেদন চলবে ১০ মে ২০২২ পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে ভর্তি আবেদন সম্পন্ন করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনের নিয়ম ২০২২
- প্রথমে আপনাকে বিশ্ববিদ্যালয়ে অফিসিয়াল ওয়েবসাইট https://admission.eis.du.ac.bd এ প্রবেশ করতে হবে।
- ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরে তুমি “লগ ইন” বোতামটি দেখতে পাবে।
- ভর্তি জন্য আবেদন করতে প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন বাটন চাপতে হবে।
- তুমি ইনপুট বক্স দেখতে পাবে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে এই ফর্মটি পূরণ করবে।
- সব তথ্য দেয়ার পর “SUBMIT” বোতামটিতে করতে চাপতে হবে।
- এখন আবেদন করার জন্য একটি ইউনিট সিলেক্ট কর এবং এপ্লাই বোতামে ক্লিক কর।
- এপ্লাই বোতামে ক্লিক করার পর তোমার সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি ছবি এবং ফোন নম্বর আপলোড করতে হবে। ছবির দৈর্ঘ্য অবশ্যই ৩৬০-৫৪০ পিক্সেল হতে হবে। প্রস্থ ৫৪০-৭২০ পিক্সেল। ছবির সাইজ ৩০ থেকে ২০০ কেবির মাঝেই হতে হবে। ছবির ফরমেট .jpg or .jpeg হতে হবে।
- কোটা প্রার্থী হলে ,কোটা সম্পর্কিত তথ্য জমা দিতে হবে।
- এরপর তোমার দেয়া মোবাইল নম্বরে একটি পাসওয়ার্ড চলে যাবে।
- এই থাপে মোবাইল বা ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ড কিংবা ব্যাংকের মাধ্যমে ভর্তি ফি ১০০০ টাকা জমা দিতে হবে।
- সমস্ত পদ্ধতির পরে, ওয়েবসাইটটি স্বয়ংক্রিয়ভাবে একটি ফর্ম তৈরি করবে এবং তুমি তা প্রিন্ট করতে পারবে।

আবেদনের ধাপসমূহ
০১ লগইন
প্রয়োজনীয় তথ্য
- উচ্চ মাধ্যমিক: রোল, বোর্ড
- মাধ্যমিক: রোল
০২. বিস্তারিত
প্রয়োজনীয় তথ্য
- প্রশ্ন ও উত্তরপত্রের ভাষা (যে ভাষায় পরীক্ষা দিতে ইচ্ছুক)
- বর্তমান ঠিকানা
- মোবাইল নম্বর, ই-মেইল
- পিতার জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক), মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক)
- কোটা
- যে বিভাগে পরীক্ষা দিতে ইচ্ছুক
০৩. ছবি
প্রয়োজনীয় তথ্য
- দৈর্ঘ্যঃ ৩৬০-৫৪০ পিক্সেল
- প্রস্থঃ ৫৪০-৭২০ পিক্সেল
- সাইজঃ ৩০-২০০ কেবি
- টাইপঃ .jpg or .jpeg
০৪. পাসওয়ার্ড
যে সকল মোবাইল অপারেটর থেকে SMS করা যাবে
- টেলিটক
- বাংলালিংক
- রবি
- এয়ারটেল
*** অবশ্যই আবেদনকারীর ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
০৫. ফি প্রদান
যে সকল মাধ্যমে আবেদন ফী প্রদান করা যাবে
- মোবাইল ব্যাংকিং
- ইন্টারনেট ব্যাংকিং
- ডেবিট/ক্রেডিট কার্ড
- ব্যাংক: সোনালী, অগ্রণী, জনতা, রুপালী
DU Admission Online Application 2022-21
Eligible & Interested Candidates, Who Want to Apply DU Honors Admission Online They have To Apply Through admission.eis.du.ac.bd site. To Apply Go to admission.eis.du.ac.bd site and Click login/ Apply Bottom and give Your HSC Roll, Passing Year & Board and Also give Your SSC Roll and Click Submit Bottom.

After Click Submit Bottom You Will Find Your Details and Eligible Application Unit. Now Click Confirm Bottom.

Now give Your Scanned Photo, Personal Mobile Number and Others Information. and Click Confirm. To Confirm Your Application You Have to Send a SMS to 16321 Number.

After Send SMS, Candidates Will Get a confirm SMS Mention 7/8 Digit Confirm Code. Then, give The Code and Click Confirm.

Now You Will Get a pay Slip For Complete Payment. Then, Download and Print This Copy For Submit
DU Payment Instruction
Payment Slip Will be found at the end of Application. Download the Payment Slip and Print for Bank use. Just Deposit The Amount of any Schedule Online Branch of Sonali, Janata, Agrani and Rupali Bank.
Application fees can be paid through bKash, Rocket, SureCash and Nagad. Follow the steps below to pay the application fee.
- Select Mobile Banking as payment option.
- Select the Mobile Banking System (bKash / Rocket / Nagad / SureCash).
- A separate payment gateway will open.
- Provide your mobile banking wallet number.
- Provide security code / OTP sent to your mobile number.
- Complete the payment by providing the secret PIN number of your mobile banking.