ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্নব্যাংক এর পিডিএফ ভার্সন আমাদের ওয়েবসাইট এডুকেশন লাইভ বিডিতে প্রকাশিত হয়েছে । তুমি যদি বিশ্বাবদ্যালয় ভর্তিচ্ছু হয়ে থাকো তবে ঢাাবি খ ইউনিট প্রশ্নব্যাংকটি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারো । ভর্তি পরীক্ষার্থীদের প্রস্তুতি আরো মজবুত করতে আমরা একদম ফ্রিতে পিডিএফ ভার্সন প্রদান করছি। এই পোস্টে তোমরা Dhaka University B Unit Question Bank pdf পাবা।
কেন করবে ঢাবি প্রশ্নব্যাংক সমাধান?
বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে বিগত বছরের প্রশ্ন সমাধানের বিকল্প নেই। বিগত বছরগুলোতে কি প্রশ্ন এসেছিলো, কোন কোন জায়গা থেকে এসেছিল, এগুলো পূর্ণাঙ্গরূপে বিশ্লেষণ করা জরুরী। কারণ, প্রতিটি বিশ্ববিদ্যালয়েরই নিজস্ব প্রশ্ন কাঠামো রয়েছে । তুমি এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছো, অথচ প্রশ্ন প্যার্টাার্ন কেমন হবে, তা জানো না। যদি এমনটা হয়ে থাকে, তাহলে তোমার বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি সম্পূর্ণ বলা চলে না।
বিগত বছরের প্রশ্নগুলো বিচার বিশ্লেষণ না করলে তোমার ভর্তি প্রস্তুতি বিফলে যাবে। তাই শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ই না, তুমি যে বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে প্রস্তুতি নেবে, সেখানকার পূর্বের বছরের প্রশ্ন ব্যাংক ঘাটাঘাটি করা তোমার জন্য অত্যাবশকীয় জরুরি কাজ। কারণ, একটি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্নের সাথে অন্য বিশ্ববিদ্যালয়ের সাথে তেমন একটা মিল নেই । তাই তুমি যেসকল বিশ্ববিদ্যালয় টার্গেট করবে, সেসব বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নগুলো ফলো করবে । এতে করে প্রশ্নের প্যাটার্ন ও মানবন্টন সম্পর্কে ভাল ধারণা পাবে ।
ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্নব্যাংক
আজকাল এমন অনেক শিক্ষার্থী আছে যারা কিনা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য বইয়ের কোন অভাব আবার এমনও অনেক শিক্ষার্থ আছে যাদের বিশ্ববিদ্যালয়ে পড়ার অদম্য ইচ্ছাশক্তি আছে কিন্তু বই কেনার সামর্থ্য নেই । আর বাস্তব চিত্র হল যাদের পড়ার মত বই থাকে না বিশ্ববিদ্যালয় ভর্তি প্রতিযোগিতায় টিকে থাকে। আর তাদের মত অদম্য মেধাবীদের জন্য আমরা প্রদান করছি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক । আজকে থাকছে ঢাবি খ ইউনিট প্রশ্ন ব্যাংক (Dhaka University B Unit Question Bank PDF )
কি আছে এই পিডিএফ এ?
- বিগত বছরের প্রশ্ন
- প্রশ্নের সমাধান
- কঠিন প্রশ্নের ব্যাখ্যা
সাল ভিত্তিক ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্নব্যাংক পিডিএফ
- ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন ও সমাধান ২০০৭-২০০৮
- ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন ও সমাধান ২০০৮-২০০৯
- ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন ও সমাধান ২০০৯-২০১০
- ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন ও সমাধান ২০১০-২০১১
- ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন ও সমাধান ২০১১-২০১২
- ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন ও সমাধান ২০১২-২০১৩
- ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন ও সমাধান ২০১৩-২০১৪
- ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন ও সমাধান ২০১৪-২০১৫
- ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন ও সমাধান ২০১৫-২০১৬
- ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন ও সমাধান ২০১৬-২০১৭
- ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন ও সমাধান ২০১৭-২০১৮
- ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন ও সমাধান ২০১৯-২২
Dhaka University UCC Question Bank pdf
ইউসিসি কোচিং তাদের দক্ষ শিক্ষক দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের প্রশ্ন সমাধান করেছে। নিচের পিডিএফ থেকে একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের প্রশ্নব্যাংক ডাউনলোড করে নাও।
- প্রশ্নব্যাংকটি ইউসিসি কর্তৃক তৈরি।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্ন নির্ভুল সমাধান।
- ঢাকা বিশ্ববিদ্যালয় খ-ইউনিটের গত ১০ বছরের প্রশ্ন ও উত্তর।
- এই প্রশ্নব্যাংকটি বুঝে সমাধান করলে ১৫ থেকে ২০ শতাংশ প্রশ্ন কমন পাওয়া সম্ভব।
দৃষ্টি আকর্ষণ
বিঃদ্রঃ এই পিডিএফ ফাইলটি তৈরি করা হয়েছে গরীব মেধাবী শিক্ষার্থীদের সাহায্য করার জন্য। অন্যের বই এর পিডিএফ এভাবে দেয়াকে আমরাও সমর্থন করি না। কোন ব্যবসায়িক উদ্দেশ্য নয়,শুধুমাত্র সাহায্য করার উদ্দেশ্যে এই ফাইলটি আপলোড করা হয়েছে। তবুও মূল লেখকের বা প্রকাশকের কোন প্রকার সমস্যা থাকলে আমাদের মেইলে (educationlivebd@gmail.com) যোগাযোগ করতে পারেন। আমরা ফাইলটি সরিয়ে নেবো।
- আমরা সবাইকে মূল বই কিনতে উৎসাহ করব। একজন লেখক অনেক কষ্ট করে বই লেখেন। তাদের এই পরিশ্রমের মূল্য দেয়া উচিৎ।
- মূল বই পেতে অনলাইনে কিংবা সরাসরি দেশের সকল লাইব্রেরিতে যোগাযোগ করুন।