২০২০-২১ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিট অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ০৪ জুন অনুষ্ঠিত হবে । পরীক্ষায় অংশগ্রহণের পূর্বেট আসন বিন্যাস জেনে নেওয়া প্রয়োজন। তাই আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট আসন বিন্যাস ২০২২ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সকল ইউনিটের আসন বিন্যাস দেখতে এখানে ভিজিট কর।
ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট আসন বিন্যাস জানার নিয়ম
ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের সিট প্লান সাধারণত ২ টি উপায়ে দেখা যায়।
- অনলাইনের মাধ্যমে
- এসএমএস এর মাধ্যমে
অনলাইনের মাধ্যমে ঢাবি খ ইউনিট আসন বিন্যাস দেখার নিয়ম
২০২০-২১ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট আসন বিন্যাস অনলাইনে admission.eis.edu.bd ওয়েবসাইটের মাধ্যমে দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় আসন বিন্যাস ২০২১-২০২২ জানার জন্য নিচে উল্লেখিত পদক্ষেপ অনুসরণ কর-
- প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষা সম্পর্কিত ওয়েবসাইট admission.eis.edu.bd এ প্রবেশ কর।
- এবার ওয়েবসাইট এর উপরে বাম পাশে লগইন বাটনে ক্লিক কর।
- তারপর তোমার এইচএসসি রোল নাম্বার, এইচএসসি বোর্ড, এইচএসসি পাসের সন এবং এসএসসি রোল প্রদানের মাধ্যমে ওয়েবসাইট এ প্রবেশ কর।
- লগইন করার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় এর কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আসন বিন্যাস অপশন পেয়ে যাবে।
এসএমএস এর মাধ্যমে ঢাবি খ ইউনিট আসন বিন্যাস দেখার নিয়ম
নিচের ফরমেট অনুযায়ী এসএমএস করলে সহজেই ঢাবি খ ইউনিট আসন বিন্যাস দেখতে পারবে। এসএমএস করার পর ফরতি এসএমএস এ আসন বিন্যাস পাঠানো হয়।
‘খ’ ইউনিট এর আসন বিন্যাস
DU <space>KHA<space> ভর্তি পরীক্ষার রোল (ইংরেজিতে)। তারপর ১৬৩২১ নাম্বারে পাঠিইয়ে দাও।
যেমন – DU KHA 456789 and Send it to 16321.
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কেন্দ্র তালিকা
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২২ এর কেন্দ্র তালিকা সম্পর্কিত একটি ছক নিচে প্রকাশ করা হলো। এসকল কেন্দ্রের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের আসন বিন্যাস তালিকা প্রকাশ করা হবে।
স্থান | কেন্দ্রের নাম |
ঢাকা | ঢাকা বিশ্ববিদ্যালয় |
রাজশাহী | রাজশাহী বিশ্ববিদ্যালয় |
সিলেট | শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
বরিশাল | বরিশাল বিশ্ববিদ্যালয় |
খুলনা | খুলনা বিশ্ববিদ্যালয় |
রংপুর | বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় |
ময়মনসিংহ | বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় |
উল্লেখ্য যে, বিভাগ ভিত্তিক উল্লেখিত কেন্দ্রসমূহ ছাড়াও এর পার্শ্ববর্তী স্কুল ও কলেজকে পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতে পারে।