ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট আসন সংখ্যা নিয়ে আজকের এই পোস্টে আমরা বিস্তারিত আলোচনা করবো। ঢাকা বিশ্ববিদ্যালয় সকল ইউনিট আসন সংখ্যা জানতে এখানে ক্লিক কর ।
ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট আসন সংখ্যা
গ ইউনিটে শুধুমাত্র বানিজ্য বিভাগের শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেইন চার ইউনিটের মধ্যে গ ইউনিটে ভর্তি পরীক্ষা দেয় কম। কিন্তু গ ইউনিটে আসন সংখ্যাও অন্যান্য ইউনিটের চেয়ে কম। গ ইউনিটে আসন সংখ্যা ১২৫০ টি।
গ ইউনিট ব্যবসা শিক্ষা অনুষদে মোট সাবজেক্ট আছে মাত্র ৯ টি। কিন্তু ৮ টি সাবজেক্টেই আসন সংখ্যা ১০০ এর উপরে। শুধুমাত্র অর্গানাইজেশন স্ট্র্যেটেজি এন্ড লিডারশীপ বিষয়ে আসন সংখ্যা তুলনামূলক কম, মাত্র ৩৫ টি।
বিষয় | আসন |
---|---|
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস | ১৮০ |
ফিন্যান্স | ১৮০ |
ম্যানেজমেন্ট | ১৮০ |
মার্কেটিং | ১৮০ |
ব্যাংকিং এন্ড ইন্সুইরেন্স | ১৫০ |
ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস | ১১৫ |
ইন্টারন্যাশনাল বিজনেস | ১১৫ |
টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট | ১১৫ |
অর্গানাইজেশন স্ট্র্যেটেজি এন্ড লিডারশীপ | ৩৫ |
মোট | ১২৫০ |