ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২১-২২ প্রকাশির হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী আজকে আমরা বিস্তারিত খুটিনাটি আলোচনা করবো। মূলত ঢাবি গ ইউনিট মানবন্টন, আবেদন যোগ্যতা, পাস নম্বর, মেধাক্রম ইত্যাদি নিয়েই আজকের এই লেখা। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২ দেখতে এখানে ক্লিক কর।
ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
একনজরে গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু : ২০ এপ্রিল
আবেদনের শেষ তারিখ : ১০ মে
প্রবেশপত্র ডাউনলোড : ১৬ মে থেকে ৩ জুন
ভর্তি পরীক্ষা : ৩ জুন ২০২২
ভর্তি পরীক্ষার সময় : সকাল ১১ঃ০০ – ১২ঃ৩০ পর্যন্ত
আবেদন ফি: ১,০০০/-
আসন সংখ্যা: ৯৩০
আবেদনের লিংক: admission.eis.du.ac.bd
ঢাবি গ ইউনিট আবেদন যোগ্যতা
- প্রার্থীকে অবশ্যই ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২১ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখা থেকে উত্তীর্ণ হতে হবে ।
- ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৭.৫০ থাকতে হবে। তবে উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.০ থাকতে হবে ।
গ ইউনিট ভর্তি পরীক্ষার মান বন্টন
মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধা তালিকা তৈরা করা হবে। MCQ ও লিখিত পরীক্ষা মিলে ১০০ নম্বর নির্ধারিত থাকবে এবং অবশিষ্ট ২০ নম্বর মাধ্যমিক পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ ২ দিয়ে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ ২ দিয়ে গুন করে এই দুয়ের যোগ ফল ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে যোগ করে মোট ১২০ নম্বরের উপর শিক্ষার্থীদের মেধা তালিকা তৈরী করা হবে। প্রতিটি MCQ ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।
HSC ও SSC/O Level ও A Level জিপিএ | ২০ নম্বর |
বহুনির্বাচনী (MCQ) | ৬০ নম্বর |
লিখিত পরীক্ষা | ৪০ নম্বর |
মোট | ১২০ নম্বর |
ঢাবি গ ইউনিট মানবন্টন (এমসিকিউ)
- বাংলা = ১২ নম্বর
- ইংরেজি = ১২ নম্বর
- হিসাব বিজ্ঞান = ১২ নম্বর
- ব্যাবসায় নীতি ও প্রয়োগ = ১২ নম্বর
- মার্কেটিং / ফিন্যান্স এন্ড ব্যাংকিং = ১২ নম্বর
ঢাবি গ ইউনিট মানবন্টন (লিখিত)
- অনুবাদ বাংলা থেকে ইংরেজি = ৫ নম্বর
- অনুবাদ ইংরেজি থেকে বাংলা = ৫ নম্বর
- বিষয় ভিত্তিক সংক্ষিপ্ত প্রকাশ (ইংরেজি) = ৫ নম্বর
- Precis writing = ৫ নম্বর
- সংক্ষিপ্ত রচনা (বাংলা) = ৫ নম্বর
- ৫ টি আবশ্যিক বিষয় থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর = ১৫ নম্বর
ঢাবি গ ইউনিট ভর্তি পরীক্ষার পাশ নম্বর
ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ১,২৫০ জন প্রার্থীকে ভর্তির জন্য বিবেচনা করা হবে। তবে MCQ অংশে ইংরেজিতে ন্যূনতম ০৫ এবং সর্বমোট ২৪ নম্বর পেতে হবে। এছাড়া লিখিত অংশের ন্যূনতম গ্রহণযোগ্য নম্বর ১১। তবে MCQ এবং লিখিত উভয় অংশ মিলে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে।
ভর্তির উপরোক্ত শর্তসমূহ কোটাসহ সকল পরীক্ষার্থীর ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হবে। MCQ পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মেধাক্রমানুসারে আসন সংখ্যার ন্যূনতম ৩ গুন প্রার্থীদের লিখিত উত্তর পত্র মূল্যায়ণ করা হবে।
বিষয়ভিত্তিক আসন সংখ্যা
ভর্তির জন্য নির্বাচিত মােট ১২৫০ জনকে মেধা অনুসারে নিম্নলিখিত ৯ (নয়) টি বিভাগে ভর্তির জন্য বিবেচনা করা হবে:
সাবজেক্ট | মূল আসন | কোটা |
ম্যানেজমেন্ট | ১২৩ | ১২ |
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস | ১২৩ | ১২ |
মার্কেটিং | ১২৩ | ১২ |
ফিন্যান্স | ১২৩ | ১২ |
ব্যাংকিং এন্ড ইস্যুরেন্স | ৮২ | ৮ |
ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম্স | ৮২ | ৮ |
ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট | ৮২ | ৮ |
ইন্টারন্যাশনাল বিজনেস | ৮২ | ৮ |
অর্গানাইজেশন স্ট্রেটেজি এন্ড লিডারশীপ | ২৭ | ৩ |
মোট আসন সংখ্যা | ৮৪৯ | ৮৩ |
ঢাবি গ ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০২২



