ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট রেজাল্ট ২০২১-২২ | ঢাবি ঘ ইউনিট রেজাল্ট ২০২২ প্রকাশিত হয়েছে। আজকের এই লেখায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট ফলাফল ২০২২ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
ঢাবি ঘ ইউনিট রেজাল্ট প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাসের হার ৮ দশমিক ৫৮ শতাংশ।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ‘ঘ’ ইউনিটের ফল ঘোষণা করেন।
ঢাবির ঘ ইউনিটের রেজাল্ট দেখার লিংক
এই যুগের প্রায় অধিকাশ শিক্ষা কার্যক্রম অনলাইনে সম্পন্ন হয়। তাই তুমি ঘরে বসেই বিভিন্ন উপায়ে মোবাইল ফোন দিয়ে ঢাবি ঘ ইউনিট রেজাল্ট ২০২২ দেখতে পারবে।
রেজাল্ট ঢাবির অফিসিয়াল ওয়েবসাইট www.admission.eis.du.ac.bd -এ পাওয়া যাবে।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের রেজাল্ট দেখার লিংক – https://adma394c127769905e430433c93686fab3a.eis.du.ac.bd/bn/b45de047fde9788cadae3cfe8e88dcc2
ঢাবি ঘ ইউনিট রেজাল্ট ২০২২
২ টি উপায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট এর রেজাল্ট দেখা যাবে।
- অনলাইন ওয়েবসাইট এর মাধ্যমে।
- এসএমএস এর মাধ্যমে।
অনলাইনের মাধ্যমে ঢাবি রেজাল্ট দেখার নিয়ম
অনেক শিক্ষার্থী জানেনা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলাফল অনলাইনের মাধ্যমে দেখা যায়। শিক্ষার্থীদের কষ্ট কমাতে এবং খুব সহজে যাতে তারা ফলাফল পায়, এর জন্য রেজাল্ট দেখার সকল নিয়ম নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। তুমি যদি ঢাবি ভর্তি পরীক্ষার্থী হয়ে থাক তাহলে নিচের নিয়মগুলো অনুসরণ করুন এবং তোমার ভর্তির ফলাফল দেখে নাও।
- প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যাও।
- এরপর লগইন অপশনে ক্লিক করে তোমার এসএসসি এবং এইচএসসি তথ্য প্রদান করে লগইন কর।
- এরপর তুমি যে ইউনিটের ফলাফল দেখতে চাও সে ইউনিটের ‘ফলাফল’ বিভাগটিতে ক্লিক করে ফলাফল দেখে নাও।
এসএমএস এর মাধ্যমে ঘ ইউনিট রেজাল্ট দেখার নিয়ম
ফলাফল প্রকাশিত হবার সময় ওয়েবসাইটগুলো অনেক ব্যস্ত থাকে। যার ফলে শিক্ষার্থীরা অনলাইনে তাদের ফলাফল দেখতে ব্যর্থ হন। যারা অনলাইনে ফলাফল দেখতে ব্যর্থ হয়েছে তাদের চিন্তার কোন কারণ নেই । এসএমএস এর মাধ্যমে tuতত্মি তোমার রেজাল্ট দেখে নিতে পারবে। কিন্তু তোমার মনে প্রশ্ন জাগতে পারে । কিভাবে এসএমএস এর মধ্যে রেজাল্ট দেখতে হয়। তাই আমরা এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম প্রকাশ করেছি। নিজে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম অনুসরণ করে ফলাফল দেখে নাও।
- প্রথমে মেসেজ অপশনে গিয়ে DU লিখে স্পেস দিয়ে GHA লিখে পুনরায় স্পেস দিয়ে ঢাবির এডমিট কার্ডে দেয়া ROLL লিখতে হবে।
- এরপর মেসেজটি ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে।
- রেজাল্ট প্রকাশিত হওয়ার পর ফিরতি এসএমএস এ তোমার ফলাফল দেখানো হবে।
DU <space> GHA <space> Admission Test Roll and Send to 16321.
Example: DU GHA 456789 and Send it to 16321.