ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট রেজাল্ট ২০২১-২২
ঢাকা ভর্তি পরীক্ষা ফলাফল পরীক্ষা শেষ হওয়ার ৪ থেকে ৫ সপ্তাহ পর প্রকাশিত হয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ডি ইউনিট ভর্তি পরীক্ষা আগামী ১১ জুন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট রেজাল্ট ২০২১-২২ আগামী ১০ থেকে ২০ জুলাইয়ের মাঝে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে আমরা ঢাবি ডি ইউনিট এর রেজাল্ট নিয়ে আলোচনা করব।
ঢাবি ঘ ইউনিট রেজাল্ট ২০২১-২২
ঢাকা বিশ্ববিদ্যালয় এ ইউনিট রেজাল্ট ২০২০-২১
ঢাবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২১-২২
২ টি উপায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ডি ইউনিট এর রেজাল্ট দেখা যাবে।
- অনলাইন ওয়েবসাইট এর মাধ্যমে।
- এসএমএস এর মাধ্যমে।
অনলাইনের মাধ্যমে ঢাবি ডি ইউনিট রেজাল্ট দেখার নিয়ম
- প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যাও।
- এরপর লগইন অপশনে ক্লিক করে তোমার এসএসসি এবং এইচএসসি তথ্য প্রদান করে লগইন কর।
- এরপর তুমি যে ইউনিটের ফলাফল দেখতে চাও সে ইউনিটের ‘ফলাফল’ বিভাগটিতে ক্লিক করে ফলাফল দেখে নাও।
এসএমএস এর মাধ্যমে ঢাবি ঘ ইউনিট রেজাল্ট দেখার নিয়ম
- প্রথমে মেসেজ অপশনে গিয়ে DU লিখে স্পেস দিয়ে KA লিখে পুনরায় স্পেস দিয়ে ঢাবির এডমিট কার্ডে দেয়া ROLL লিখতে হবে।
- এরপর মেসেজটি ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে।
- রেজাল্ট প্রকাশিত হওয়ার পর ফিরতি এসএমএস এ তোমার ফলাফল দেখানো হবে।
DU <space> unit <space> roll send: 16321
Exp: DU <space>GHA <space> roll send: 16321