ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২১-২২ প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী আজকে আমরা বিস্তারিত খুটিনাটি বিষয় আলোচনা করবো। মূলত ঢাবি ঘ ইউনিট মানবন্টন, আবেদন যোগ্যতা, পাস নম্বর, মেধাক্রম ইত্যাদি নিয়েই আজকের এই লেখা। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২ দেখতে এখানে ক্লিক কর।
ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
একনজরে গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু : ২০ এপ্রিল
আবেদনের শেষ তারিখ : ১০ মে
প্রবেশপত্র ডাউনলোড :
ভর্তি পরীক্ষা : ১১ জুন ২০২২
ভর্তি পরীক্ষার সময় : সকাল ১১ঃ০০ – ১২ঃ৩০ পর্যন্ত
ফলাফল : ৪ সপ্তাহের মাঝে
আবেদন ফি: ১,০০০/-
আসন সংখ্যা: ১৩৩৬
আবেদনের লিংক: admission.eis.du.ac.bd
আবেদন যোগ্যতা
- প্রার্থীকে অবশ্যই ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২১ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, কৃষি বিজ্ঞান এর যেকোন একটি থেকে উত্তীর্ণ হতে হবে ।
- উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কোন বিষয়ে ‘বি’ গ্রেড (গ্রেড পয়েন্ট ৩.০)-এর নিচে পেলে আবেদন গ্রহণযােগ্য হবে না।
- মানবিক শাখা (মাদ্রাসা শিক্ষা বাের্ডসহ) থেকে আগত ছাত্র/ছাত্রীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (৪র্থ বিষয়সহ) পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৭.৫০ হতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ ৩.০ এর কম হতে পারবে না । এইচএসসিতে অর্থনীতিতে বি গ্রেড অথবা গনিতে এ গ্রেড বা এর উপরে থাকতে হবে।
- ব্যবসায় শিক্ষা, ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা-ইন-কমার্স ও বিজনেস ম্যানেজমেন্ট শাখা থেকে আগত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৮.০ হতে হবে । মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আলাদাভাবে জিপিএ ৩.৫ থাকতে হবে ।
- বিজ্ঞান, মাদ্রাসা শিক্ষা বাের্ডের বিজ্ঞান, কৃষি বিজ্ঞান এবং গার্হস্থ্য অর্থনীতি শাখা থেকে আগত ছাত্র/ছাত্রীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (৪র্থ বিষয়সহ) পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৮.০ হতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ ৩.৫ এর কম হতে পারবে না ।
ভর্তি পরীক্ষার মান বন্টন
ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট ভর্তি পরীক্ষা লিখিত ও এমসিকিউ পদ্ধতি অনুষ্ঠিত হবে ।
- ভর্তি পরীক্ষার মোট নম্বরঃ ১০০।
- সময় ১ ঘন্টা ৩০ মিনিট
- MCQ -৬০ নম্বর। যেখানে প্রতিটা প্রশ্নের মান ১ এবং প্রতিটা ভুল উত্তরে জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। সময় ৪৫ মিনিট।
- লিখিত পরীক্ষা ৪০ নম্বরের হবে এবং সময় থাকবে ৪৫ মিনিট।
বহুনির্বাচনী (MCQ) এর নম্বর বন্টন
বিষয় | প্রশ্ন সংখ্যা | নম্বর |
বাংলা / Advanced English* | ১৫ | ১৫ |
ইংরেজি | ১৫ | ১৫ |
সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক + মাধ্যমিক পর্যায়ের গনিত ও আইসিটি বিষয়ে প্রশ্ন করা হবে) | ৩০ | ৩০ |
মোট | ৬০টি | ৬০ নম্বর |
* যারা A-Level পাশ করেছে কেবল তারাই Advanced English উত্তর দিবে।
লিখিত পরীক্ষার নম্বর বন্টন
বাংলা/ Advanced English* | ১৫ |
ইংরেজি | ১৫ |
সাধারণ জ্ঞান (বিশ্লেষণধর্মী) | ১০ |
মোট | ৪০ নম্বর। |
* যারা A-Level পাশ করেছে কেবল তারাই Advanced English উত্তর দিবে।
ঢাবি ঘ ইউনিট ভর্তি পরীক্ষার সিলেবাস
এমসিকিউ সিলেবাস
বিষয় | সিলেবাস |
বাংলা ও ইংরেজি | উচ্চ মাধ্যমিক/সমমান পর্যায়ে বাংলা ও ইংরেজি বিষয়ের প্রশ্ন জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড নির্ধারিত শিক্ষাত্রমের পাঠ্যসূচির আলোকে প্রণীত হবে। |
Advanced English* | “ও লেভেল এবং *এ’ লেভেল এর ইংরেজি বিষয়ে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে । |
সাধারণ জ্ঞান | বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি এবং মাধ্যমিক পর্যায়ে পঠিত গণিত ও আইসিটি বিষয়ক প্রশ্ন প্রণয়ন করা হবে। |
লিখিত সিলেবাস
বিষয় | সিলেবাস |
বাংলা ও ইংরেজি | বাংলা ও ইংরেজি বিষয়ের লিখিত অংশে মূলত পরীক্ষার্থীদের লিখন দক্ষতা যাচাই করা হবে। এই লক্ষ্যে উচ্চ মাধ্যমিক/সমমান পর্যায়ে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড নির্ধারিত বাংলা ও ইংরেজি গ্রন্থের পাঠ্যসূচির আলোকে বাংলা ও ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। |
Advanced English* | “ও লেভেল এবং *এ’ লেভেল এর ইংরেজি বিষয়ে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে । |
সাধারণ জ্ঞান | বাংলা ও ইংরেজিতে দুইটি সাধারণ জ্ঞান সংশ্লিষ্ট বিশ্লেষণধর্মী প্রশ্ন প্রণয়ন করা হবে । |
ঢাবি ঘ ইউনিট আসন সংখ্যা
বিভাগ | আসন |
বিজ্ঞান শাখার আসন | ৯০৫ টি |
ব্যবসায় শাখার আসন | ২৬৫ টি |
মানবিক শাখার আসন | ২৫ টি |
কোটার আসন | ১৪১ টি |
মোট আসন | ১৩৩৬ টি |
ঢাবি ঘ ইউনিট পাশ নম্বর
ক) MCQ পরীক্ষায় বাংলায়/ Advance English ন্যূনতম -০৬ নম্বর, ইংরেজী ন্যূনতম -০৬ নম্বর, সাধারণ জ্ঞানে ন্যূনতম -১২ নম্বর এবং সর্বমোট ২৪ নম্বর পেলে উত্তীর্ণ বলে বিবেচিত হবে। MCQ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে প্রাপ্ত নম্বরের ক্রম অনুযায়ী প্রত্যেক গ্রুপের (বিজ্ঞন, ব্যবসায় ও মানবিক শাখার) মোট আসন সংখ্যার কমপক্ষে পাঁচ (০৫) গুন লিখিত উত্তরপত্র মূল্যায়ন করা হবে।
খ) লিখিত পরীক্ষার অংশে ন্যূনতম ১২ নম্বর পেতে হবে। MCQ ও লিখিত উভয় পরীক্ষা মিলিয়ে সর্বমোট পাশ নম্বর ৪০ হবে।
গ) উল্লেখিত (ক) ও (খ) নং বিধি সকল কোটার (ওয়ার্ড, মুক্তি্যোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠি, হরিজন ও দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী ও খেলোয়ার) ক্ষেত্রে প্রযোজ্য হবে।
মেধাতালিকা
- ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং মাধ্যমিক/সমমানের পরীক্ষায় ও উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মােট ১২০ নম্বরের মেধাস্কোর তৈরী করা হবে।
- মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ ১০ + ১০ = ২০ নম্বর ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে যােগ করা হবে। সেক্ষেত্রে ছাত্র/ছাত্রীদের মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএকে (৪র্থ বিষয়সহ) ২ দিয়ে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-কে (৪র্থ বিষয়সহ) ২ দিয়ে গুণ করে ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের সাথে যােগ করা হবে।
ইউনিট ভিত্তিক বিস্তারিত তথ্য
ইউনিট | বিস্তারিত সার্কুলার |
ক ইউনিট সকল তথ্য | বিস্তারিত |
খ ইউনিট সকল তথ্য | বিস্তারিত |
গ ইউনিট সকল তথ্য | বিস্তারিত |
ঘ ইউনিট সকল তথ্য | বিস্তারিত |
চ ইউনিট সকল তথ্য | বিস্তারিত |
ঢাবি ঘ ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২






