জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২৩ শিগ্রই প্রকাশিত হবে। আজকে আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২২ অনুযায়ী বিস্তারিত আলোচনা করব।
গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু : আবেদনের শেষ : প্রবেশপত্র ডাউনলোড : ভর্তি পরীক্ষা : আবেদন ফি : ১৫০০আবেদনের ঠিকানা : gstadmission.ac.bd/
জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ২০২৩
জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ২০২৩ এখনো প্রকাশিত হয়নি।। ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এর সার্কুলার দিলে এই অংশে তারিখ জানানো হবে।
ইউনিট | পরীক্ষার তারিখ |
এ ইউনিট (বিজ্ঞান) | |
বি ইউনিট (মানবিক) | |
সি ইউনিট (বাণিজ্য) |
গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা ২০২৩
২০১৮,২০১৯ ও ২০২০ সালের এসএসসি/সমমান এবং ২০২১ ও ২০২২ সালের এইচএসসি/সমমান উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক অনলাইন আবেদন করতে পারবেন। বিভিন্ন বিভাগের জন্য আলাদা আলাদা যোগ্যতা নির্ধারণ করা হয়েছে ।
A ইউনিট – বিজ্ঞান
- এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয় সহ) সর্বমােট জিপিএ ৮.০০ থাকতে হবে।
- এসএসসি ও এইচএসসি আলাদাভাবে নূন্যতম ৩.৫০ থাকতে হবে।
- সাধারন শিক্ষাবাের্ডের বিজ্ঞান শাখাসহ ভােকেশনাল (এইচএসসি) এবং মাদ্রাসা বাের্ড (বিজ্ঞান) বিজ্ঞান শাখা হিসাবে বিবেচিত হবে।
B ইউনিট – মানবিক
- এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয় সহ) সর্বমােট জিপিএ ৬.০০ থাকতে হবে।
- এসএসসি ও এইচএসসি আলাদাভাবে নূন্যতম ৩.০০ থাকতে হবে।
- সাধারন শিক্ষাবাের্ডের মানবিক শাখাসহ মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা বাের্ড (সাধারন, মুজাব্বিদ) মানবিক শাখা হিসাবে বিবেচিত হবে।
C ইউনিট – ব্যবসায় শিক্ষা
- এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয় সহ) সর্বমােট জিপিএ ৬.৫০ থাকতে হবে।
- এসএসসি ও এইচএসসি আলাদাভাবে নূন্যতম ৩.০০ থাকতে হবে।
- সাধারন শিক্ষাবাের্ডের বাণিজ্য শাখাসহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিস, ব্যবসায় ব্যবস্থাপনা (এইচএসসি) এবং ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসাবে বিবেচিত হবে।
জিএসটি গুচ্ছ পরীক্ষার মানবন্টন ২০২৩
GST ভর্তি পরীক্ষা মোট ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে । সকল ইউনিটের পরীক্ষার ১.০০ ঘন্টায় হবে । নিচে সকল ইউনিটের মানবন্টন দেওয়া হল –
বিজ্ঞান শাখা ( এ ইউনিট)
বিজ্ঞানের শিক্ষার্থীদের পদার্থ এবং রসায়ন বিষয়ের বাধ্যতামূলক উত্তর দিতে হবে। গণিত এবং জীববিজ্ঞানের যেকোন একটি বিষয়ের উত্তর করতে হবে। তবে কেউ চাইলে গণিত এবং জীববিজ্ঞান দুটো বিষয়েরই উত্তর করতে পারবে। জীববিজ্ঞান ও গণিতের মধ্যে যেকোন একটি বিষয়ের উত্তর করলে তাকে বাংলা অথবা ইংরেজি বিষয়ের উত্তর করতে হবে।
বিষয় | নম্বর | |
পদার্থ | অবশ্যই উত্তর করতে হবে | ২৫ |
রসায়ন | অবশ্যই উত্তর করতে হবে | ২৫ |
গণিত | গনিত যদি চতুর্থ বিষয় হয় এবং তুমি যদি গনিত না দাগাতে চাও তবে এর পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোন একটি বিষয় দাগাতে পারবে। | ২৫ |
জীববিজ্ঞান | জীববিজ্ঞান যদি চতুর্থ বিষয় হয় এবং তুমি যদি জীববিজ্ঞান না দাগাতে চাও তবে এর পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোন একটি বিষয় দাগাতে পারবে। | ২৫ |
বাংলা অথবা ইংরেজি | শুধুমাত্র ৪র্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোন একটি বিষয় দাগাতে পারবে। | ২৫ |
মোট | ১০০ |
মানবিক শাখা ( বি ইউনিট )
মানবিকের পরীক্ষা হবে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়ের ওপর।
বিষয় | নম্বর |
বাংলা | ৩৫ |
ইংরেজী | ৩৫ |
সাধারণ জ্ঞান ( বাংলাদেশ ও আন্তর্জাতিক, পৌরনীতি ও সুশাসন, সমাজবিজ্ঞান্ম অর্থনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) | ৩০ |
মোট | ১০০ নম্বর |
বাণিজ্য শাখা ( সি ইউনিট)
ব্যবসায় শিক্ষা শাখার ক্ষেত্রে হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, বাংলা এবং ইংরেজি বিষয়ের উত্তর করতে হবে।
বিষয় | নম্বর |
হিসাববিজ্ঞান | ৩৫ |
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা | ৩৫ |
বাংলা | ১৫ |
ইংরেজী | ১৫ |
মোট | ১০০ নম্বর |
গুচ্ছ ভর্তি পরীক্ষার সিলেবাস ২০২৩
এবছরের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টনে যেসব সাবজেক্ট রয়েছে তার সিলেবাস এইচএসসি ২০২১ এর সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী হবে।
এ ইউনিট
বিষয় | ১ম পত্র | ২য় পত্র |
পদার্থ | ২,৪,৫,৮,১০ অধ্যায় | ১,৩,৭,৮,১০ অধ্যায় |
রসায়ন | ২,৩,৪,৫ অধ্যায় | ১,২,৩,৪ অধ্যায় |
গনিত | ১,৩,৯,১০ অধ্যায় | ৪,৬,৭,৮ অধ্যায় |
জীববিজ্ঞান | ২,৭,৮,৯,১০ অধ্যায় | ১,২,৩,৪,১১ অধ্যায় |
বাংলা | অপরিচিতা, আমার পথ, বায়ন্নর দিনগুলো, রেইনকোট, নেকলেস, ঐকতান, সাম্যবাদী, তাহারই পড়ে মনে, সেই অস্ত্র, ফেব্রুয়ারি ১৯৬৯ | বানান শুদ্ধি, প্রয়োগ-অপপ্রোয়গ, বাক্য, সমাস, উপসর্গ, পারিভাষিক শব্দ, অনুবাদ, উচ্চারণ, পদ, শব্দ |
ইংরেজি | 1,2,3,4,5,6,7,12 Unit | Modifier, Punctuation, Vocabulary, Phrase, Clause, Preposition, Right from of verb, Adverb, Tense, Narration, Noun |
বি ইউনিট
বিষয় | ১ম পত্র | ২য় পত্র |
বাংলা | অপরিচিতা, আমার পথ, বায়ন্নর দিনগুলো, রেইনকোট, নেকলেস, ঐকতান, সাম্যবাদী, তাহারই পড়ে মনে, সেই অস্ত্র, ফেব্রুয়ারি ১৯৬৯ | বানান শুদ্ধি, প্রয়োগ-অপপ্রোয়গ, বাক্য, সমাস, উপসর্গ, পারিভাষিক শব্দ, অনুবাদ, উচ্চারণ, পদ, শব্দ |
ইংরেজি | 1,2,3,4,5,6,7,12 Unit | Modifier, Punctuation, Vocabulary, Phrase, Clause, Preposition, Right from of verb, Adverb, Tense, Narration, Noun |
সাধারণ জ্ঞান | বাংলাদেশ ও আন্তর্জাতিক, পৌরনীতি ও সুশাসন, সমাজবিজ্ঞান্ম অর্থনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি |
সি ইউনিট
বিষয় | ১ম পত্র | ২য় পত্র |
বাংলা | অপরিচিতা, আমার পথ, বায়ন্নর দিনগুলো, রেইনকোট, নেকলেস, ঐকতান, সাম্যবাদী, তাহারই পড়ে মনে, সেই অস্ত্র, ফেব্রুয়ারি ১৯৬৯ | বানান শুদ্ধি, প্রয়োগ-অপপ্রোয়গ, বাক্য, সমাস, উপসর্গ, পারিভাষিক শব্দ, অনুবাদ, উচ্চারণ, পদ, শব্দ |
ইংরেজি | 1,2,3,4,5,6,7,12 Unit | Modifier, Punctuation, Vocabulary, Phrase, Clause, Preposition, Right from of verb, Adverb, Tense, Narration, Noun |
একাউন্টিং | ২,৩,৪,৮,৯ অধ্যায় | ২,৪,৫,৬,৮ অধ্যায় |
ম্যানেজমেন্ট | ১,২,৩,৪,৫,১২ অধ্যায় | ১,২,৩,৪,৫,৬,১০ অধ্যায় |
গুচ্ছ ভর্তি পরীক্ষার আসন সংখ্যা
Name | Science | Arts | Commerce | Total |
---|---|---|---|---|
JnU | 1245 | 850 | 520 | 2765 |
IU | 1210 | 550 | 450 | 2305 |
SUST | 1210 | 310 | 83 | 1703 |
KU | 615 | 435 | 91 | 1217 |
HSTU | 1360 | 365 | 280 | 2005 |
MBSTU | 733 | 28 | 54 | 815 |
NSTU | 970 | 186 | 129 | 1285 |
KU | 515 | 273 | 252 | 1190 |
JKKNIU | 272 | 540 | 248 | 1060 |
JUST | 685 | 100 | 140 | 910 |
BRUR | 692 | 398 | 281 | 1315 |
PUST | 650 | 145 | 125 | 920 |
BSMRSTU | 1600 | |||
BU | 649 | 463 | 302 | 1440 |
RMSTU | 75 | 75 | – | 150 |
PSTU | 730 | |||
RUB | – | 120 | 35 | 155 |
BDU | 100 | – | – | 100 |
SHU | 30 | 30 | 30 | 90 |
BSFMSTU | 90 | 30 | 30 | 150 |
গুচ্ছ বিশ্ববিদ্যালয় তালিকা ২০২৩
প্রথমবারের মতো ২০২০-২১ সেশনে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ২০২১-২২ সেশনে এই গুচ্ছে যুক্ত হচ্ছে আরও দুটি বিশ্ববিদ্যালয়। এগুলো হচ্ছে-চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি) এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার জন্য যে ২২ টি পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলোর মধ্যে সাধারণ বিশ্ববিদ্যালয় ১০ টি এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদালয় ১২ টি ।
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়
- ইসলামী বিশ্ববিদ্যালয়
- খুলনা বিশ্ববিদ্যালয়
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
- বরিশাল বিশ্ববিদ্যালয়
- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
- কুমিল্লা বিশ্ববিদ্যালয়
- শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা)
- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ
- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়
- রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি)
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ।


