গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৩ আগামী ২০ মে থেকে শুরু হবে। ইতোমধ্যে গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা গুচ্ছের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এখন সবার মাঝে একটাই প্রশ্ন, কবে গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে? তাই আজকে আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ নিয়ে আলোচনা করব।

গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ ২০২৩
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হবে আগামী মঙ্গলবার (১৮ এপ্রিল)। আবেদনগ্রহণ চলবে ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আবেদন শুরু : ১৭ এপ্রিল
আবেদন শেষ : ৩০ এপ্রিল
ফি : ১৫০০/-
আবেদনের লিংক : https://gstadmission.ac.bd/
জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজম শান্তনু বলেন, আগামী মঙ্গলবার থেকে শুরু হয়ে ৩০ এপ্রিল পর্যন্ত গুচ্ছ ভর্তির আবেদন গ্রহণ চলবে। ভর্তি পরীক্ষা শুরু হবে ২০ মে।
রআগামী ২০ মে মানবিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা হবে ২৭ মে। আর ৩ জুন ব্যবসায় শিক্ষা শাখা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৮ জুনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। এই সমন্বিত ভর্তি পরীক্ষায় সুযোগ পাওয়াদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন ২০ জুন থেকে শুরু হয়ে চলবে ৩০ জুন পর্যন্ত।
জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন ২০২৩
২০২২-২৩ শিক্ষাবর্ষে GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্নের ধাপগুলাে অনুসরণ করে আবেদন সম্পন্ন করতে হবে। চলো সহজেই জেনে নেই গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন পদ্ধতি :
ধাপ-১
Start Application বাটনে ক্লিক করে চুড়ান্ত আবেদন শুরু করুন।

ধাপ-২
নিচের পেজটি প্রদর্শিত হবে। ইতিমধ্যে Applicant ID ও Password সঠিকভাবে প্রদান করে নিচের Login বাটনে ক্লিক করুণ। অন্যথায় New Application বাটনে ক্লিক করে নতুন আবেদন শুরু করুন।

ধাপ-৩
নিচের পেজটি প্রদর্শিত হবে। আপনার এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষা সংক্রান্ত প্রয়ােজনীয় তথ্য সমূহ (রােল নম্বর, পাশের সাল, বাের্ড) সঠিকভাবে প্রদান করে Submit বাটনে ক্লিক করুন।

ধাপ-৪
আপনার এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষা সংক্রান্ত এবং অন্যান্য তথ্য প্রদর্শিত হবে যা মনােযােগ সহকারে যাচাই করার জন্য অনুরােধ করা হলাে। তথ্যসমূহ নির্ভুল থাকলে Mobile No. Verification বাটনে ক্লিক করে আপনার মােঃবাইল নম্বর ভেরিফাই করুন। আবেদনের জন্য অগ্রসর হতে না চাইলে Exit বাটনে কিক করুন।

ধাপ-৫
নিচের পেজটির প্রদর্শিত হবে। আপনার (আবেদনকারীর নিজের অথবা অভিভাবকের) ১১ ডিজিটের মােবাইল নম্বরটি সঠিকভাবে প্রদান করুন। Submit বাটনে ক্লিক করুন।
আবেদনকারীর সঙ্গে সকল প্রকার যােগাযােগের জন্য প্রদত্ত মােবাইল নম্বর ব্যবহার করা হবে। মােবাইল নম্বরটি সতর্কতার সাথে নির্ভুলভাবে প্রদান করার জন্য অনুরােধ করা যাচ্ছে। ভুল মােবাইল নম্বর প্রদানকারী প্রার্থীর সাথে পরবর্তীতে যােগাযােগ করা সম্ভব হবে না এবং এজন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ধাপ-৬
নিচের পেজটির প্রদর্শিত হবে। আপনার মােবাইলে ৪ ডিজিটের ভেরিফিকেশন কোড পাঠানাে হয়েছে। কোডটি সঠিকভাবে লিখে Verify বাটনে ক্লিক করুন। মােবাইল নম্বর পরিবর্তন করতে চাইলে Edit বাটনে ক্লিক করে তা পরিবর্তন করা যাবে।

ধাপ-৭
মােবাইল নম্বর ভেরিফিকেশন সম্পন্ন হলে SMS-এর মাধ্যমে ভেরিফাইড মােবাইলে Applicant ID ও Password পাঠানাে হবে যা পরবর্তীতে Login সহ অন্যান্য কাজে প্রয়ােজন হবে। নিচের পেজটির প্রদর্শিত হবে। Apply বাটনে ক্লিক করুন।।


ধাপ-৮
নিচের পেজটিতে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করে সঠিকভাবে ছবি আপলােড করতে হবে।। ছবি আপলােডের পর নিচের পেজটি প্রদর্শিত হবে। প্রয়ােজনে একাধিকবার ছবি আপলােড করা যাবে। ছবি আপলােডের পর নিচের Next বাটনে ক্লিক করতে হবে।

ধাপ-৯
এরপর নিচের পেজটি পাওয়া যাবে। যেখানে পছন্দের পরীক্ষাকেন্দ্র সিলেক্ট করা সহ নির্দেশনা অনুসারে অন্যান্য তথ্য প্রদান করতে হবে।

ধাপ-১০
উপরের Next বাটনে ক্লিক করলে নিচের পেজটি প্রদর্শিত হবে। এখানে ছবিসহ সংশ্লিষ্ট সকল তথ্য পাওয়া যাবে। তথ্যসমূহ মনােযােগ সহকারে যাচাই করার জন্য অনুরােধ করা হলাে। সকল তথ্য নির্ভুল থাকলে submit Application বাটনে ক্লিক করুন। ভুল তথ্য প্রদান করে থাকলে Back বাটন ক্লিকের মাধ্যমে তা সংশােধন করতে পারবেন। আবেদনের জন্য অগ্রসর হতে না চাইলে Exit বাটনে ক্লিক করুন।

ধাপ-১১
নিচের পেজটি প্রদর্শিত হবে। দরখাস্তটি দাখিল করা হয়েছে তবে নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশােধ না করলে দাখিলকৃত দরখাস্ত বাতিল হবে। Make Payment বাটনে ক্লিক করে নির্দেশিত প্রক্রিয়ায় বিল পরিশােধ করা যাবে। Download Acknowledgement Slip বাটনে ক্লিকের মাধ্যমে আবেদনকারীর ছবি সম্বলিত স্লিপ ডাউনলােড করতে পারবেন। স্টুডেন্ট প্যানেল থেকেও পরবর্তীতে Acknowledgement Slip ডাউনলােড করা যাবে।

ধাপ-১২
বিল পরিশােধের জন্য Make Payment বাটনে ক্লিক নিচের পেজটি দেখা যাবে। নির্দেশিত প্রক্রিয়ায় বিল পরিশােধ করা যাবে।

ধাপ-১৩
বিল পরিশােধ সম্পন্ন হলে নিচের পেজটি দেখা যাবে। নির্দেশিত প্রক্রিয়ায় বিল পরিশােধ করা যাবে। Download Acknowledgement slip বাটনে ক্লিকের মাধ্যমে আবেদনকারীর ছবি সম্বলিত স্লিপ ডাউনলােড করতে পারবেন। স্টুডেন্ট প্যানেল থেকেও পরবর্তীতে Acknowledgement Slip ডাউনলােড করা যাবে।

এরপর Back to student Panel বাটনে ক্লিক নিচের পেজটি দেখা যাবে। যেখানে দরখাস্ত সম্পন্ন হওয়ার স্ট্যাটাস পরিলক্ষিত হয়।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের তালিকা
- জগন্নাথ বিশ্ববিদ্যালয় (গুচ্ছ থেকে বের হওয়ার পথে)
- ইসলামী বিশ্ববিদ্যালয় (গুচ্ছ থেকে বের হয়ে আলাদা সার্কুলার প্রকাশ)
- খুলনা বিশ্ববিদ্যালয়
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
- বরিশাল বিশ্ববিদ্যালয়
- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
- কুমিল্লা বিশ্ববিদ্যালয়
- শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা)
- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ (গুচ্ছ থেকে বের হতে কমিটি গঠন)
- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়
- রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি)
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ।