গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২২ আগামী ৩০ জুলাই শুরু হবে। এখন সবার মাঝে একটাই প্রশ্ন, কবে গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে? তাই আজকে আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ নিয়ে আলোচনা করব।
- আবেদন শুরু : ১৫ জুন
- আবেদন শেষ : ২৫ জুন
গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রস্তুতি আরো মজবুত করতে ১৫ জুন থেকে শুরু হচ্ছে গুচ্ছ এক্সাম ব্যাচ। এক্সাম ব্যাচে ভর্তি সম্পর্কিত তথ্য জানতে হোয়াটসঅ্যাপ এ এসএমএস করতে পার। নম্বর – ০১৭৭৮৩২৭৯৫৬
গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ ২০২২
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন আগামী ১৫ জুন থেকে শুরু হবে। চলবে ২৫ জুন পর্যন্ত। চলতি শিক্ষাবর্ষের ভর্তি আবেদনে নির্দিষ্ট তারিখ শেষে আর অতিরিক্ত সময় বাড়ানো হবে না। রবিবার (০৫ জুন) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূর এসব তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক মুনাজ আহমেদ বলেন, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে আগামী ৯ জুন আরও একটি সভা হবে। ওই সভায় চলতি বছরের ভর্তি বিজ্ঞপ্তি চূড়ান্ত করা হবে। এরপর এটি সংবাদমাধ্যমে দেয়া হবে।
আবেদনের তারিখ সম্পর্কিত আপডেট
গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ২০২২
- ক ইউনিট (বিজ্ঞান) : ৩০ জুলাই
- খ ইউনিট (মানবিক) : ১৩ আগস্ট
- গ ইউনিট (বাণিজ্য) : ২০ আগস্ট
GST Warrior Exam Batch
ভর্তির শেষ তারিখ : ১৪ জুন
পরীক্ষা শুরু : ১৫ জুন
এক্সাম ব্যাচে যা যা থাকছে:
✔ অধ্যায়ভিত্তিক পরীক্ষা।
✔ সাপ্তাহিক রিভিশন মডেল টেস্ট।
✔ পেপার ফাইনাল।
✔ সাবজেক্ট ফাইনাল।
✔ চূড়ান্ত মডেল টেস্ট
যে কারণে এই এক্সাম ব্যাচে ভর্তি হবে-
✔ প্রতিদিন পরীক্ষা।
✔ প্রশ্ন মানসম্মত, গুচ্ছ অনুরুপ।
✔ গুচ্ছের সিলেবাস অনুযায়ী পরীক্ষা।
✔ থাকছে নেগেটিভ মার্কস।
✔ মেরিট লিস্ট প্রদান।
✔ বাধ্যতামূলক পরীক্ষা।
✔ মূল কথা, পড়তে না চাইলেও পড়তে বাধ্য করানো আমাদের দায়িত্ব।
রেজিষ্ট্রেশন সম্পর্কিত তথ্যঃ
▪ রেজিষ্ট্রেশনের শেষ সময় : ১৪ জুন
▪ রেজিস্ট্রেশন ফি : ৫০০ টাকা
▪ রেজিষ্ট্রেশন সম্পর্কিত যোগাযোগ নম্বর : 01778327956
যেভাবে ভর্তি হবে-
▪ প্রথমে ৫০০ টাকা 01778327956 (Personal) বিকাশ নম্বরে পাঠাতে হবে।
▪ এরপর আমাদের হোয়াটসঅ্যাপ (01778327956) নম্বরে নিচের ফরমেট অনুযায়ী SMS করতে হবে।
Name :
Personal Number :
WhatsApp Number:
Bkash Number :
Group :
যারা 2017 সালে এস এস সি ও 2019 সালে এইচ এসসি পরীক্ষা দিচে তারা কি এবারের 2022 সালের গুচ্ছ পরীক্ষা দিতে হবে ?