এইচএসসি পরীক্ষার পর লাখো শিক্ষার্থীর স্বপ্ন থাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার । সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে কঠোর পরিশ্রম করতেও পিছপা হয়না ভর্তি যোদ্ধারা। কিন্তু পরিশ্রম করলেও সঠিক দিকনির্দেশনার অভাবে হাজারো শিক্ষার্থী তাদের স্বপ্নের দূয়ারে পৌঁছাতে পারেনা। তাই তোমাদের সঠিক দিকনির্দেশনা ও বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে সহায়তা করার জন্য আজকে আমরা জিএসটি গুচ্ছ বি ইউনিট ভর্তি প্রস্তুতি ২০২২ নিয়ে বিস্তারিত আলোচনা করব।
তবে ভর্তি প্রস্তুতি সম্পর্কে জানার পূর্বে ভর্তি সার্কুলার সম্পর্কে জানাটা জরুরি। জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২২ দেখো এখানে।
জিএসটি বি ইউনিট মানবটন
গুচ্ছ ভর্তি প্রস্তুতি নেয়ার আগে একজন পরীক্ষার্থীকে অবশ্যই জানতে হবে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে এবং কত নম্বরের উপর। চলো প্রথমেই দেখে নেয়া যাক জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন।
বিষয় | মান |
বাংলা | ৪০ |
ইংরেজী | ৩৫ |
আইসিটি | ২৫ |
মোট | ১০০ নম্বর |
মানবণ্টন জানলাম, এবার জানা প্রয়োজন উক্ত সাবজেক্ট গুলোর মাঝে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে। কার্বন এবছর গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। চলো দেখে নেয়া যাক কোন কোন অধ্যায় তোমাকে পড়তে হবে –
বিষয় | ১ম পত্র | ২য় পত্র |
বাংলা | অপরিচিতা, আমার পথ, বায়ন্নর দিনগুলো, রেইনকোট, নেকলেস, ঐকতান, সাম্যবাদী, তাহারই পড়ে মনে, সেই অস্ত্র, ফেব্রুয়ারি ১৯৬৯ | বানান শুদ্ধি, প্রয়োগ-অপপ্রোয়গ, বাক্য, সমাস, উপসর্গ, পারিভাষিক শব্দ, অনুবাদ, উচ্চারণ, পদ, শব্দ |
ইংরেজি | 1,2,3,4,5,6,7,12 Unit | Modifier, Punctuation, Vocabulary, Phrase, Clause, Preposition, Right from of verb, Adverb, Tense, Narration, Noun |
আইসিটি | ১,২,৩,৪ অধ্যায় |
যেভাবে পড়লে চান্স সম্ভব
- বিগত সালের প্রশ্নব্যাংক ব্যাখ্যা সহ সমাধান করতে হবে।
- নিজে নিজে প্রশ্ন এনালাইসিস করে এমন কিছু টপিক নির্ধারণ করতে হবে যেগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে। এবং সেই টপিক গুলো জোর দিয়ে পড়তে হবে।
- নিয়মিত ১০ ঘন্টা রুটিন মাফিক পড়াশোনা করতে হবে। পড়ার সময় হিসেবে সকালে ৪ ঘন্টা , বিকেলে ২ ঘন্টা ও রাতে ৪ ঘন্টা ভাগ করে পড়তে পার।
জিএসটি গুচ্ছ বি ইউনিট ভর্তি প্রস্তুতি ২০২২
ভর্তি প্রস্তুতির সবচেয়ে কার্যকারী টেকনিক বিগত সালের প্রশ্ন এনালাইসিস করে টপিক খুঁজে বের করা, যেগুলো থেকে প্রশ্ন আসে। এরপর সেই টপিকগুলোই বেশি গুরুত্ব সহকারে পড়া। তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা শত গুন বেড়ে যায়। আজকে আমরা প্রশ্ন এনালাইসিস করেই দেখায় দিব কোন কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ এবং ভালো করে পড়তে হবে।
জিএসটি গুচ্ছ বাংলা প্রস্তুতি
বাংলা থেকে মোট ৪০ টি প্রশ্ন থাকবে, তাই বাংলায় আলাদাভাবে বেশি গুরুত্ব দিতে হবে। চলো এবার দেখে নেই কিভাবে পড়লে আমরা বাংলায় ৪০ এ নূন্যতম ৩২/৩৫ পেতে পারি।
যেভাবে প্রস্তুতি নেবে –
- বাংলা মূলত ২ টি অংশে বিভক্ত । বাংলা ১ম পত্র ও বাংলা ২য় পত্র। ২০১৯-২০ সেশনে বাংলা ৪০ টি প্রশ্নের মাঝে ১ম পত্র থেকে ১১ টি এবং বাকি ২৯ টি প্রশ্ন এসেছে বাংলা ২য় পত্র থেকে। সুতরাং গতবছরের সালে তূলনা করলে প্রায় ৩০% প্রশ্ন আসবে বাংলা ১১ম পত্র থেকে , ৭০% আসবে ২য় পত্র থেকে। সে অনুযায়ী তোমাকে পড়তে হবে।
- ১ম পত্রের জন্য মেইন বইয়ের কবির পরিচিতি, শব্দার্থ, প্রথম-শেষ লাইন সহ অন্যান্য বিষয় ভালোভাবে পড়তে হবে। পাশাপাশি জয়কলি বাংলা বিচিত্রা থেকে অধ্যায়ের পড়াগুলো সহ প্রশ্ন সমাধান করবে।
- বাংলা ২য় এর ক্ষেত্রে কিছু টপিক খুবই গুরুত্বপূর্ণ । নিচের ছকে আমরা সে নিয়ে বিস্তারিত আলোচনা করব।
- অবশ্যই বাংলা ভালো প্রস্তুতির জন্য বিগত সালের সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করতে হবে।প্রশ্নব্যাংক কিংবা বিভিন্ন বইয়ের অধ্যায়ের শেষে পাবে।
যে বইগুলো পড়বে –
- বাংলা বোর্ড বই (১ম পত্র)
- ৯ম-১০ম এর বাংলা ব্যকরণ বই।
- বাংলা বিচিত্রা/অভিযাত্রী (যেকোন একটা)
- এটিএম
- শিকর প্রশ্ন পাঠ (এমসিকিউ প্রাক্টিসের জন্য)
যে টপিকগুলো থেকে প্রশ্ন আসবেই-
টপিক | গতবছর এসেছিল | এবার আসতে পারে | যতটুকু গুরুত্ব |
---|---|---|---|
বাংলা ১ম পত্র | ১১ টি | ১০-১২ টি | *** |
সহপাঠ | ১ টি | ১-২ টি | ** |
বর্ণ | ১ টি | ১-২ টি | ** |
শব্দ | ৩ টি | ২-৩ টি | *** |
বাক্য | ২ টি | ১-২ টি | *** |
উপসর্গ | ১ টি | ১-২ টি | ** |
সমার্থক শব্দ | ২ টি | ২-৩ টি | *** |
বিপরীত শব্দ | ১ টি | ১-২ টি | ** |
এক কথায় প্রকাশ | ১ টি | ১-২ টি | *** |
প্রকৃতি-প্রত্যয় | ১ টি | ১-২ টি | *** |
লিঙ্গান্তর | ১ টি | ১ টি | ** |
ক্রিয়া | ১ টি | ১ টি | * |
বাচ্য | ১ টি | ১ টি | * |
বাগধারা | ১ টি | ১-২ টি | *** |
সমাস | ১ টি | ১-২ টি | *** |
অব্যয় | ১ টি | ১ টি | * |
পারিভাষিক শব্দ | ১ টি | ১-২ টি | ** |
জিএসটি গুচ্ছ ইংরেজি প্রস্তুতি
ইংরেজি থেকে মোট ৩৫ টি প্রশ্ন থাকবে, তাই ইংরেজিতে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। চলো এবার দেখে নেই কিভাবে পড়লে আমরা ইংরেজিতে ৩৫ এ নূন্যতম ৩০/৩২ পেতে পারি।
যেভাবে প্রস্তুতি নেবে –
- ইংরেজি মূলত ২ টি অংশে বিভক্ত । ১ম পত্র ও ২য় পত্র। ২০১৯-২০ সেশনে ১ম পত্র থেকে অনেক কম প্রশ্ন এসেছে। অধিকাংশ প্রশ্ন এসেছে ইংরেজি ২য় পত্র থেকে। সে অনুযায়ী তোমাকে পড়তে হবে।
- ১ টি প্যাসেজ অবশ্যই আসবে যেখানে প্রায় ৪-৫ টি প্রশ্ন থাকবে। তাই অবশ্যই প্যাসেজ নিয়মিত প্রাক্টিস করতে হবে।
- অবশ্যই ভালো প্রস্তুতির জন্য বিগত সালের সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করতে হবে।প্রশ্নব্যাংক কিংবা বিভিন্ন বইয়ের অধ্যায়ের শেষে পাবে।
যে বইগুলো পড়বে –
- ইংরেজি বোর্ড বই (১ম পত্র)
- English Master/Tutor
যে টপিকগুলো থেকে প্রশ্ন আসবেই-
টপিক | গতবছর এসেছিল | এবার আসতে পারে | যতটুকু গুরুত্ব |
---|---|---|---|
Passage | 5 | 5 | *** |
Sentence Correction | 2 | 2-3 | *** |
Appropriate word (Blank) | 3 | 3-4 | *** |
Spelling | 1 | 1-2 | ** |
Right form of verb | 4 | 3-5 | *** |
Preposition | 4 | 3-4 | *** |
Idiom | 2 | 2-3 | *** |
Correct option (Blank) | 5 | 4-5 | *** |
জিএসটি গুচ্ছ আইসিটি প্রস্তুতি
আইসিটি থেকে মোট ২৫ টি প্রশ্ন থাকবে, তাই গুরুত্ব দিতে হবে। চলো এবার দেখে নেই কিভাবে পড়লে আমরা আইসিটিতে ২৫ এ নূন্যতম ২২/২২ পেতে পারি।
যেভাবে প্রস্তুতি নেবে –
- মূল বইয়ের বোল্ড করা অংশগুলো ভালোভাবে পড়তে হবে।
- মূল বই দাগায় রিডিং পড়তে হবে।
- নূন্যতম ৩ টি বোর্ড বইয়ের অধ্যায়ের শেষে থাকা এমসিকিউ প্রশ্নগুলো ভালোকরে পড়তে হবে।
- এইচএসসি বিগত সালের বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে।
- বিসিএস এ আসা আইসিটি এর প্রশ্ন সমাধান করতে হবে।
- অবশ্যই ভালো প্রস্তুতির জন্য বিগত সালের সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করতে হবে।
যে বইগুলো পড়বে –
- বোর্ড বই
- ICT Knowlwdge
আশাকরি আজকের এই লেখাটি তোমাদের বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে অনেক সাহায্য করবে। আমাদের একটাই উদ্দেশ্য, তোমাদেরকে স্বপ্নের ঠিকানায় পৌছে দেয়া। শুভকামনা।