জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবিক ইউনিটের পরীক্ষা ১৩ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। আজকে আমরা গুচ্ছ বি ইউনিট প্রশ্ন সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করব।
বাংলা প্রশ্ন সমাধান
- ০১। ‘মাঠে পাকা ধান দেখে যাদের মনে ভক্তিভাব জেগে ওঠে মজিদের দৃষ্টিতে তারা কীসের পূজারী? উত্তর: ভূত
- ০২। মজিদকে প্রথমবার দেখে জমিলা কী ভেবেছিল? উত্তর: শ্বশুর
- ০৩। গঠনরীতির দিক থেকে ‘তাহারেই পড়ে মনে’ কী ধরনের রচনাবলী? উত্তর: সংলাপনির্ভর
- ০৪। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস নয়? উত্তর: ব্যথার দান
- ০৫। অসমাপ্ত আত্মজীবনীতে কত সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ঘটনাবলি স্থান পেয়েছে? উত্তর: ১৯৫৫
- ০৬। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় সালামের হাত থেকে নক্ষত্রের মতো কী ঝরছে? উত্তর: বর্ণমালা
- ০৭। ‘…. অনাহারে মরিয়া যাইবার জন্য এ পৃথিবীতে কেহ আইসে নাই’- উক্তিটি কার? উত্তর: মার্জার
- ০৮। ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কাব্যাংশটুকু মেঘনাদবধ কাব্যর কোন সর্গ থেকে নেয়া হয়েছে? উত্তর: ষষ্ঠ
- ০৯। ‘আহ্বান’ গল্পে বুড়ি কে? উত্তর: জমির করাতির স্ত্রী
- ১০। ‘trilogy’ এর পরিভাষা কী? উত্তর: ত্রয়ী
- ১১। কোনটি ফারসি উপসর্গ? উত্তর: নিম
- ১২। ‘সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের পর’ কী নাম তার? উত্তর: শঙ্খমালা
- ১৩। যে উপমায় উপমেয়, উপমান, সাধারণ ধর্ম তুলনাবাচক শব্দ উপস্থিত থাকে তাকে কী বলা হয়? উত্তর: পূর্ণোপমা
- ১৪। ধ্বনি পরিমাপের ক্ষুদ্রতম মানদণ্ডকে কী বলা হয়? উত্তর: মাত্রা
- ১৫। ‘তদন্ত’ শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর: অনুশীলন
- ১৬। ‘সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান’ হচ্ছে উত্তর: কবিতা
- ১৭। ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় ‘প্রাণের জাহাজ দ্বারা কী বোঝায়? উত্তর: জনতা ও জনসম্পদ
- ১৮। বাংলাদেশ জাতীয় জাদুঘর কত সালে যাত্রা শুরু করে? উত্তর: ১৯১৩
- ১৯। কোনটি রোকেয়া সাখাওয়াত হোসেনের গ্রন্থ নয়? উত্তর: উদাত্ত পৃথিবী
- ২০। বৃক্ষ কীসের ইঙ্গিত দেয়? উত্তর: বৃদ্ধি ও প্রশান্তি
- ২১। ‘মনু + ষ্ণ’-এর মূল ভাব কোনটি? উত্তর: মানব
- ২২. বাগযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? উত্তর: জিহ্বা
- ২৩। চৌঠা কোন বাচক শব্দ? উত্তর: তারিখবাচক
- ২৪। নূরলদীন কোন অঞ্চলের কৃষকনেতা ছিলেন? উত্তর: রংপুর-দিনাজপুর
- ২৫। কোনটি ‘সড়গড়’ শব্দের অর্থ নয়? উত্তর: অসংগত
- ২৬। কোনটি অনুকার অব্যয়ের দ্বিরুক্তি নয়? উত্তর: লাল লাল
- ২৭। বিদেশি শব্দের বানানের ক্ষেত্রে কোন ধ্বনির ব্যবহারের প্রয়োজন নেই? উত্তর: ষ
- ২৮। ‘আহ্বান’ শব্দটির শুদ্ধ উচ্চারণ কোনটি? উত্তর: আওভান
- ২৯। সিরাজ-উদ্-দৌলা নাটকে ঘসেটি বেগমের পালক পুত্রের নাম কী? উ ত্তর: শওকত জং
- ৩০। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ঐকতান’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে? উত্তর: জন্মদিন
- ৩১। ‘আব্বুকে ছোটোমামার মতো দেখাচ্ছে। আব্বু তা হলে মুক্তিবাহিনী তাই না?’ এখানে আব্বুর নাম কী? উত্তর: নূরুল হুদা
- ৩২। ‘কথায় পটু’ কোন ধরনের সমাস? উত্তর: অলুক বহুব্রীহি
- ৩৩। মাঘের শেষ দিনকে এক কথায় কী বলা হয়? উত্তর: সংক্রান্তি
- ৩৪। শব্দের শেষে কোনটি যুক্ত হওয়ার পরে আর কিছু যুক্ত হয় উত্তর: বিভক্তি
- ৩৫। ‘ভূষণ্ডির কাক’ বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত? উত্তর: দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি
ইংরেজি প্রশ্ন সমাধান
- 1. The passage mentions a theory of dream that suggests that when we sleep, we receive stimuli from Answer: sources that lie outside of the body
- 2. In place of the word ‘unravelling’ we can use Answer: untangling
- 3. The passage suggests that Answer: science is still clueless about the real purpose of sleep
- 4. The passage is about Answer: understanding the purpose and function of dreams
- 5. By the cognitive elements of our brain, the passage suggests Answer: elements are connected to reasoning, learning and conceptionalizing
- 6. Wisdom is better than strength. Here ‘strength’ is a/an Answer: abstract noun
- 7. He who opens a school door, closes a prison,” said by Answer: Victor Hugo
- 8. Which one of the pairs shows a similar relationship to Water Bone? Answer: Milk-Cup
- 9. He replied that he would come. The underlined part of the sentence is a/an Answer: noun clause
- 10. The word “emancipation means Answer: liberation
- 11. Which one is a correct sentence? Answer: The sun is a star
- 12. Which sentence does not have a misplaced modifier? Answer: While will a girl, I went in the fair with my father.
- 13. Which one is correct in spelling? Answer: Personnel
- 14. A disease that affects a large number of people within a community is called Answer: epidemic
- 15. The adjective of the ward Mountain is Answer: mountainous
- 16. Which word wrongly spelt Answer: Reciept
- 17. Which is an appropriate passive form of the sentence ‘They are organizing a search party.’ Answer: A such panty is being organized by them.
- 18. In Which sentence maintains subject and verb agreement” Answer: Sumita and her brothers are at school.
- 19. ‘I Will water the plants tomorrow’. Here the wond ‘water’ is Answer: a verb
- 20. Which me is not included in Types of Conflict? Answer: Self conflict
- 21. A warrior of hight his world with the people he loves. Answer: shares
- 22. You have made your bed and now you may on it Answer: lie
- 23. The setting of the story A Mother in Mamunville is in the Answer: Winter
- 24. Have you ever to Canada? Answer: been
- 25. I wish I a child again Answer: were
- 26. The child like an angel Answer: slept
- 27. Choose the right meaning of the idiom ‘Hang fire’ Answer: Delay
- 28. Which one is correct in spelling Answer: Etiquette
- 29. ‘Orpheos’ is related to Answer: (C) myths
- 30. The host was the member of guests Answer: counting
- 31. It is a bit risky to generalize one set of results. Answer: from
- 32. Artists have been painting nature centuries Answer: for
- 33. The man died …. Hungar Answer: of
- 34. He has great affection Answer: for
- 35. Choose the correct sentence: Answer: who does the book belong to?
জিকে প্রশ্ন সমাধান
- পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? উত্তর: ৬.১৫ কিমি
- 02. ‘সবার জন্য শিক্ষা’ শ্লোগানটি কোথায় মুদ্রিত আছে। উত্তর: দুই টাকার মুদ্রায়
- 03. ‘মুজিব শতবর্ষ’ লোগোর নকশাকার কে? উত্তর: সব্যসাচী হাজরা
- 04. কোনটি করোনা ভাইরাসের ভ্যারিয়েন্ট নয়? উত্তর: সঠিক উত্তর নেই
- 05. ডনবাস কী? উত্তর: ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার একটি যুদ্ধক্ষেত্র
- 06. ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে কোন জাতীয়তাবাদ ভূমিকা পালন করেছিল? উত্তর: বাঙালি
- 07. অসাম্প্রদায়িক মূল্যবোধের প্রধান নিয়ামক কোনটি? উত্তর: ধর্ম ও বর্ণের নির্দিষ্টতার প্রয়োগ নেই
- 08. সামাজিক অসমতার প্রাতিষ্ঠানিক প্রকাশরূপ হলো উত্তর: সামাজিক স্তরবিন্যাস
- 09. প্রতিটি সংঘের নির্দিষ্ট নাম ও থাকে উত্তর: উদ্দেশ্য
- 10. শিল্পায়ন ও নগরায়ণের ফলে কোন ধরনের পরিবার গড়ে ওঠে? উত্তর: অণু পরিবার
- 11. কার্ল মার্কসের সামাজিক স্তরবিন্যাস তত্ত্বের ভিত্তি কী? উত্তর: অর্থনীতি
- 12. কোন লেখকদ্বয়ের লেখনী ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেছিল? উত্তরঃ রুশো ও ভলতেয়ার
- 13. বঙ্গভঙ্গ-এর প্রতিক্রয়ায় গড়ে ওঠা আন্দোলনের নাম কী? উত্তর: স্বদেশী আন্দোলন
- 14. চরমপত্র কী? উত্তরঃ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান
- 15. রাজনৈতিক স্বাধীনতার সঠিক উদাহরণ কোনটি? উত্তর: ভোটদান
- 16. বেঙ্গল প্যাক্ট কী? উত্তর: একটি চুক্তি 17. টেরাকোটা কী? উত্তর: পোড়া মাটির ফলক
- 18. কোন ব্যাখ্যা ব্যক্তি ভেদে সর্বদা ভিন্ন হয়? উত্তর: সাধারণ
- 19. যুক্তিবিদ্যা যার সঠিকতা নিয়ে ব্যাপৃত থাকে তা হলো উত্তর: চিন্তা
- 20. সূর্য ও চাঁদের জোয়ার সৃষ্টি করার ক্ষমতার অনুপাত কত? উত্তর: ৫ : ১১
- 21. এল নিনো ঘটাতে পারে উত্তর: সবগুলোই
- 22. তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়? উত্তর: সিকিম পর্বত
- 23. পণ্যের দাম স্থিতিস্থাপকতার নির্ধারক (Determinant) নয় কোনটি? উত্তর: পণ্যের বিকল্প ও পরিপুরকে পর্যাপ্ততা
- 24. কোনটি প্রধান সামষ্টিক অর্থনৈতিক চলক নয়? উত্তর: স্বয়স্মূম্ভ বিনিয়োগ
- 25. ভোগ অপেক্ষক C = a + bYp এর মান কত হতে পারে? B উত্তর: ∝
- 26. অর্থনীতিতে ‘দীর্ঘকাল’ বলতে কী বুঝায়? উত্তর: যে সময়কালে উৎপাদনের সব উপকরণই পরিবর্তনশীল
- 27. জিডিপি (GDP) তে কোনটি অন্তর্ভুক্ত? উত্তর: গৃহস্থালির পণ্য হতে অর্জিত অর্থ
- 28. কম্পিউটার চালু হওয়ার সময় কোনটি প্রথমে ব্যবহৃত হয়? উত্তর: ROM
- 29. Google Drive কী ধরনের স্টোরেজ? উত্তর: ক্লাউড
- 30. কোন কোড ব্যবহার করা হয়? উত্তর: UNICODE
গুচ্ছ বি ইউনিট প্রশ্ন

