গুচ্ছ খ ইউনিট রেজাল্ট ২০২২ প্রকাশিত হয়েছে। আজকে আমরা গুচ্ছ খ ইউনিটের রেজাল্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
গুচ্ছ খ ইউনিট রেজাল্ট ২০২২
‘বি’ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ৯০ হাজার ৬৩৭ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৮৫ হাজার ৫১২ জন। অনুপস্থিত ছিল ৫ হাজার ১২৫ জন।
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। এতে ৫৬ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ৪৮ হাজার ১০৬ জন শিক্ষার্থী ৩০ এর বেশি নম্বর পেয়ে কৃতকার্য হয়েছে । অন্যদিকে ৪৩ দশমিক ৬৮ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে। এবারের ‘বি’ ইউনিটের পরীক্ষায় ৩৭ হাজার ৩৫১ জন শিক্ষার্থী ৩০ এর কম নম্বর পেয়ে অকৃতকার্য হয়েছে।
প্রথম হয়েছে দিগন্ত বিশ্বাস। দিনাজপুর ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিল। ভর্তি পরীক্ষায় সে ৮২ দশমিক ২৫ নম্বর পেয়েছে।
গুচ্ছ বি ইউনিটে কত পেলে চান্স পাবে? বা কাট মার্কস কত, তা জানতে এখানে ক্লিক কর।
- ৮০ এর ওপর পেয়েছে = ১ জন
- ৭৫ কিংবা তার অধিক নম্বর পেয়েছে = ৩২ জন
- ৭০ কিংবা তার অধিক পেয়েছে= ১৮৬ জন
- ৬৫ কিংবা তার অধিক পেয়েছে= ৭৬৫ জন
- ৬০ কিংবা তার বেশি পেয়েছে= ২ হাজার ২৯৩ জন
- ৫৫ কিংবা তার বেশি পেয়েছে= ৫ হাজার ৭২৩ জন
- ৫০ কিংবা তার বেশি পেয়েছে= ১১ হাজার ৪২৫
- ৪৫ কিংবা তার বেশি পেয়েছে= ১৯ হাজার ২১৪
- ৪০ কিংবা তার বেশি পেয়েছে= ২৮ হাজার ৫৬২ জন
- ৩৫ কিংবা তার বেশি পেয়েছে= ৩৮ হাজার ২৬৫ জন
- ৩০ কিংবা তার বেশি পেয়েছে= ৪৮ হাজার ১০৬ জন

গুচ্ছ বি ইউনিট রেজাল্ট দেখার নিয়ম
- প্রথমে গুচ্ছ ভর্তি পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইট https://gstadmission.ac.bd/ প্রবেশ করতে হবে ।
- এরপর তোমরা লগইন করার অপশন দেখতে পাবে।
- লগইন ক্লিক করলে সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয়ার অপশন থাকবে।
- সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- লগইন করার পর তুমি তোমার সকল তথ্য দেখতে পাবে।
- এবং সেখানেই রেজাল্ট অংশে তোমরা তোমাদের কাঙ্খিত ফলাফল পেয়ে যাবে।
- রেজাল্টে মূলত সাবজেক্ট তোমার নম্বর ও মোট কত নাম্বার পেয়েছ তা উল্লেখ থাকবে।
কাট মার্কস কত?
গুচ্ছ বি ইউনিটে কত পেলে চান্স পাবে? বা কাট মার্কস কত, তা জানতে এখানে ক্লিক কর।