জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার ২০২০-২১ প্রকাশিত হয়েছে। জবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ বিশ্ববিদ্যালয়টির ভর্তি বিষয়ক ওয়েবসাইট admissionjnu.info তে প্রকাশ করা হয়েছে । আজকে আমরা জবি ভর্তি সার্কুলার, আবেদন যোগ্যতা ও অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ।
আবেদনের টুকিটাকি
আবেদন শুরু : ১৫-১১-২০২১
আবেদন শেষ : ২৫-১১-২০২১
আবেদন ফি : ৬০০/- + সার্ভিস চার্জ *
আবেদনের লিংক : https://www.jnu.ac.bd/
আবেদনের নূন্যতম যোগ্যতা
যে সকল শিক্ষার্থী ২০১৭ বা ২০১৮ সালে এসএসসি/সমমান এবং ২০২০ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ তারা আবেদন করতে পারবে। |
ইউনিট/বিভাগ। | ন্যূনতম যােগ্যতা | পরীক্ষার বিষয় |
ইউনিট-১ বিজ্ঞান শাখা | এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মােট জিপিএ ৮.০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.৫ এর নিচে নয় | i) পদার্থবিজ্ঞান, ii) রসায়ন, iii) গণিত, আইসিটি অথবা জীববিজ্ঞান |
ইউনিট-২ মানবিক শাখা | এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মােট জিপিএ ৭.০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত। এবং জিপিএ ৩.৫০ এর নিচে নয়। | i) বাংলা, ii) ইংরেজি, iii) বাংলাদেশ ও সমসাময়িক বিশ্ব (শিল্প সাহিত্য অথবা আর্থ সামাজিক বিষয়ে বাংলা এবং/অথবা ইংরেজিতে সীমিত সংখ্যক বাক্য লিখতে হবে) এবং সাধারণ বুদ্ধিমত্তা |
ইউনিট-৩ বাণিজ্য শাখা | এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মােট জিপিএ ৭.৫ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত এবং গাণিতিক বুদ্ধিমত্তা, জিপিএ ৩.৬০ এর নিচে নয়। | i) হিসাব বিজ্ঞান, ii) ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ব্যবসায় নীতি ও প্রয়ােগ iii) ভাষাজ্ঞান (সমসাময়িক ব্যবসায় ও অর্থনীতি সংক্রান্ত বিষয়ে বাংলা এবং ইংরেজিতে সীমিত সংখ্যক বাক্য লিখতে হবে |