জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট juniv-admission.org এ প্রকাশিত হয়েছে। এই পোস্টে জাবি এ ইউনিট ভর্তি তথ্য অর্থাৎ জাবি ভর্তি যোগ্যতা , মানবন্টন, আসন সংখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। জাবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২ দেখতে এখানে ক্লিক কর।
এ ইউনিট গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু : ১৮ মে
আবেদন শেষ : ১৬ জুন
প্রবেশপত্র ডাউনলোড : ২৩ জুন থেকে
ভর্তি পরীক্ষার তারিখ : ৩১ জুলাই থেকে ১১ আগস্ট
ফি : ৯০০ টাকা
মোট আসন : ৪৭৫ টি
আবেদনের লিংক : univ-admission.org
জাবি এ ইউনিট আবেদন যোগ্যতা
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
বিভাগের নাম | মােট জিপিএ | বিশেষ যোগ্যতা |
গণিত | ৮.০০ | গণিতে A- (মাইনাস) গ্রেড |
পরিসংখ্যান | ৮.০০ | পরিসংখ্যান/গণিতে নূন্যতম A- গ্রেড |
রসায়ন | ৮.৫০ | রসায়নে নূন্যতম A এবং গণিতে নূন্যতম A- গ্রেড। |
পদার্থবিজ্ঞান | ৮.০০ | পদার্থবিজ্ঞান ও গণিতে নূন্যতম A গ্রেড। |
ভূতাত্ত্বিক বিজ্ঞান | ৮.৫০ | পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে A- (মাইনাস) গ্রেড |
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং | ৯.০০ | পদার্থবিজ্ঞান ও গণিতে নূন্যতম A+ গ্রেড |
পরিবেশ বিজ্ঞান | ৮.৫০ | গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান ও জীববিদ্যায় A- (মাইনাস) গ্রেড |
ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি | ৯.০০ | পদার্থবিজ্ঞান ও গণিতে A+ গ্রেড |
জাবি এ ইউনিট মানবন্টন
বিষয় | নম্বর |
বাংলা | ৩ |
ইংরেজি | ৩ |
গণিত | ২২ |
পদার্থবিজ্ঞান | ২২ |
রসায়ন | ২২ |
আইসিটি | ৮ |
জিপিএ নম্বর | ২০ |
মোট নম্বর | ১০০ |
জাবি এ ইউনিট পরীক্ষা পদ্ধতি
- ৮০ নম্বরের MCQ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ৫৫মিনিট। তবে OMR পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেয়া হবে।
- নেগেটিভ মার্ক্স ০.২০ ।
- পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে।
- গ্রেডিং পদ্ধতিতে শিক্ষার্থীর মাধ্যমিক/সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-কে ১.৫ দ্বারা এবং উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-কে ২.৫ দ্বারা গুন করে জিপিএ ফলাফল তৈরি করা হবে।
জাবি এ ইউনিট আসন সংখ্যা
ইউনিট | ছেলে | মেয়ে | মোট আসন |
এ ইউনিট | ২৩৮ | ২৩৭ | ৪৭৫ |
পাস নম্বর
- MCQ পরীক্ষার পাশ নম্বর ন্যূনতম ৩৩% অথবা ২৬.৪০ নম্বর।
- গণিত বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় গণিত অংশে ন্যূনতম ৫০%, রসায়ন বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় রসায়ন অংশে ন্যূনতম ৫০% এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান অংশে পৃথকভাবে ন্যূনতম ৬০% নম্বর পেতে হবে। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগে ভর্তির জন্য পদার্থ, রসায়ন ও আইসিটিতে পৃথক পৃথক ভাবে ৫০% নম্বর পেতে হবে।