জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট juniv-admission.org এ প্রকাশিত হয়েছে। এই পোস্টে জাবি এ ইউনিট ভর্তি তথ্য অর্থাৎ জাবি ভর্তি যোগ্যতা , মানবন্টন, আসন সংখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। জাবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২ দেখতে এখানে ক্লিক কর।
এ ইউনিট গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু : ১৮ মে
আবেদন শেষ : ১৬ জুন
প্রবেশপত্র ডাউনলোড : ২৩ জুন থেকে
ভর্তি পরীক্ষার তারিখ : ৩১ জুলাই থেকে ১১ আগস্ট
ফি : ৯০০ টাকা
মোট আসন : ৪৭৫ টি
আবেদনের লিংক : univ-admission.org
জাবি এ ইউনিট আবেদন যোগ্যতা
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
বিভাগের নাম | মােট জিপিএ | বিশেষ যোগ্যতা |
গণিত | ৮.০০ | গণিতে A- (মাইনাস) গ্রেড |
পরিসংখ্যান | ৮.০০ | পরিসংখ্যান/গণিতে নূন্যতম A- গ্রেড |
রসায়ন | ৮.৫০ | রসায়নে নূন্যতম A এবং গণিতে নূন্যতম A- গ্রেড। |
পদার্থবিজ্ঞান | ৮.০০ | পদার্থবিজ্ঞান ও গণিতে নূন্যতম A গ্রেড। |
ভূতাত্ত্বিক বিজ্ঞান | ৮.৫০ | পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে A- (মাইনাস) গ্রেড |
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং | ৯.০০ | পদার্থবিজ্ঞান ও গণিতে নূন্যতম A+ গ্রেড |
পরিবেশ বিজ্ঞান | ৮.৫০ | গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান ও জীববিদ্যায় A- (মাইনাস) গ্রেড |
ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি | ৯.০০ | পদার্থবিজ্ঞান ও গণিতে A+ গ্রেড |
জাবি এ ইউনিট মানবন্টন
বিষয় | নম্বর |
বাংলা | ৩ |
ইংরেজি | ৩ |
গণিত | ২২ |
পদার্থবিজ্ঞান | ২২ |
রসায়ন | ২২ |
আইসিটি | ৮ |
জিপিএ নম্বর | ২০ |
মোট নম্বর | ১০০ |
জাবি এ ইউনিট পরীক্ষা পদ্ধতি
- ৮০ নম্বরের MCQ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ৫৫মিনিট। তবে OMR পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেয়া হবে।
- নেগেটিভ মার্ক্স ০.২০ ।
- পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে।
- গ্রেডিং পদ্ধতিতে শিক্ষার্থীর মাধ্যমিক/সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-কে ১.৫ দ্বারা এবং উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-কে ২.৫ দ্বারা গুন করে জিপিএ ফলাফল তৈরি করা হবে।
জাবি এ ইউনিট আসন সংখ্যা
ইউনিট | ছেলে | মেয়ে | মোট আসন |
এ ইউনিট | ২৩৮ | ২৩৭ | ৪৭৫ |
পাস নম্বর
- MCQ পরীক্ষার পাশ নম্বর ন্যূনতম ৩৩% অথবা ২৬.৪০ নম্বর।
- গণিত বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় গণিত অংশে ন্যূনতম ৫০%, রসায়ন বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় রসায়ন অংশে ন্যূনতম ৫০% এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান অংশে পৃথকভাবে ন্যূনতম ৬০% নম্বর পেতে হবে। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগে ভর্তির জন্য পদার্থ, রসায়ন ও আইসিটিতে পৃথক পৃথক ভাবে ৫০% নম্বর পেতে হবে।
প্রবেশপত্র ডাউনলোড
২৩ জুন ২০২২ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ডাউনলোডের নিয়ম –
- juniv-admission.org ওয়েবসাইটে প্রবেশপত্র ডাউনলোড মেনুতে ক্লিক করতে হবে।
- এবার আবেদনকারীর স্ক্যান করা ছবি এবং স্বাক্ষর আপলােড করতে হবে।
- অতঃপর বাটনে ক্লিক করে প্রাপ্ত Admit Card টি সংরক্ষণ করতে হবে।
ফলাফল
পরীক্ষায় অংশগ্রহণের পর সর্বোচ্চ তিন (০৩) দিনের ভেতর শিক্ষার্থীদের নিজ নিজ জাবি স্টুডেন্ট লগইন অ্যাকাউন্ট (ভর্তি পরীক্ষায় আবেদনকালীন তৈরিকৃত অ্যাকাউন্ট) – এ প্রকাশ করা হবে। এছাড়াও আবেদনের সময় প্রদানকৃত মোবাইল নাম্বারে এসএমএস মাধ্যমে জানানো হবে।
- প্রতিটি ইউনিটের রেজাল্ট আলাদাভাবে প্রকাশিত হবে।
- প্রতিটি ইউনিটের পরীক্ষা সমাপ্তির সর্বোচ্চ তিন (০৩) দিনের ভেতর ফলাফল প্রকাশিত হবে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট- https://juniv-admission.org/ এ প্রবেশ কর এবং আপনার জাবি ভর্তি সম্পর্কিত অ্যাকাউন্ট- এ লগইন কর।
- আপনার অ্যাকাউন্টে প্রবেশের পরবর্তীতে জাবি ভর্তি পরীক্ষার ফলাফল পেয়ে যাবে।
- এছাড়াও ফলাফল আপনার প্রদানকৃত মোবাইল নাম্বারে এসএমএস সার্ভিসের মাধ্যমে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে।