জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট juniv-admission.org এ প্রকাশিত হয়েছে। আজকের এই পোস্টে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবেদন যোগ্যতা ২০২২ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু : ১৮ মে
আবেদন শেষ : ১৬ জুন
প্রবেশপত্র ডাউনলোড : ২৩ জুন থেকে
ভর্তি পরীক্ষার তারিখ : ৩১ জুলাই থেকে ১১ আগস্ট
ফি : A,B,C,E = 900 ; D = 600
আবেদনের লিংক : univ-admission.org
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবেদন যোগ্যতা ২০২২
- ২০১৮ সাল ও তার পরবর্তী বছরসমূহের মাধ্যমিক/সমমানের পরীক্ষা এবং ২০২০ ও ২০২১ সালের উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
- মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার ৪র্থ বিষয়সহ মোট জিপিএ গণনা করা হবে।
- জি.সি.ই. ২০১৬ সাল থেকে তৎপরবর্তী সাল পর্যন্ত লেভেল পরীক্ষায় অন্তত ৫টি (পাঁচ) বিষয়ে এবং ২০২০ অথবা ২০২১ সালের A লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে।
- আবেদনকারীর লেভেল এবং A লেভেলের মোট ৭ (সাত)টি বিষয়ের মধ্যে ৪ (চার)টি বিষয়ে কমপক্ষে B গ্রেড ও ৩ (তিন)টি বিষয়ে কমপক্ষে C গ্রেড থাকতে হবে। প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী যে কোন ইউনিটে আবেদন করতে পারবে।
ইউনিট ভিত্তিক আবেদন যোগ্যতা
- A ইউনিট – মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
- B ইউনিট – মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। তবে আইন বিভাগের জন্য ৪.০০ থাকতে হবে।
- C ইউনিট – মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
- D ইউনিট – মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
- E ইউনিট – মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে মানবিক/ব্যবসায় শিক্ষা/সমমান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৭৫ এবং বিজ্ঞান শাখায় ৪.০০ থাকতে হবে।
A ইউনিট

B ইউনিট


C ইউনিট

D ইউনিট

E ইউনিট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২২ প্রকাশিত হয়েছে। ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ৩১ জুলাই থেকে ১১ আগস্ট । তবে এখন পর্যন্ত ইউনিট ভিত্তিক তারিখ প্রকাশিত হয়নি। বিস্তারিত সার্কুলার দেখতে এখানে ক্লিক কর।