জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট juniv-admission.org এ প্রকাশিত হয়েছে। এই পোস্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ই ইউনিট ভর্তি তথ্য অর্থাৎ জাবি ভর্তি যোগ্যতা , মানবন্টন, আসন সংখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। জাবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২ দেখতে এখানে ক্লিক কর।
ই ইউনিট গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু : ১৮ মে
আবেদন শেষ : ১৬ জুন
প্রবেশপত্র ডাউনলোড : ২৩ জুন থেকে
ভর্তি পরীক্ষার তারিখ : ৩১ জুলাই থেকে ১১ আগস্ট
ফি : ৬০০ টাকা
মোট আসন : ২৫০ টি
আবেদনের লিংক : univ-admission.org
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ই ইউনিট আবেদন যোগ্যতা
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে মানবিক/ব্যবসায় শিক্ষা/সমমান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৭৫ এবং বিজ্ঞান শাখায় ৪.০০ থাকতে হবে।
বিষয় | মােট জিপিএ | যোগ্যতা |
ফিন্যান্স এন্ড ব্যাংকিং মার্কেটিং একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস ম্যানেজমেন্ট স্টাডিজ | বিজ্ঞান: ৮.৫০ ব্যবসায় শিক্ষা /মানবিক ও অন্যান্য শাখা: ৮.০০ | ইংরেজি এবং গণিত/অর্থনীতি/ হিসাববিজ্ঞান/ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় A- |
বিবিএ | বিজ্ঞান: ৯.০০ ব্যবসায় শিক্ষা /মানবিক ও অন্যান্য শাখা: ৮.৫০ | বিজ্ঞান: ইংরেজি এবং গণিত/পরিসংখ্যানে A- অন্যান্য শাখা: ইংরেজি এবং গণিত/অর্থনীতি/ হিসাববিজ্ঞান/ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায়/ ফাইন্যান্স/ ব্যাংকিং এবং ইন্সুরেন্সে A- |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ই ইউনিট মানবন্টন
বিষয় | নম্বর |
বাংলা | ১০ |
ইংরেজি | ৩০ |
গনিত | ২৫ |
সমসাময়িক ব্যবসায়িক বিষয়াবলী | ১৫ |
জিপিএ নম্বর | ২০ |
মোট নম্বর | ১০০ |
জাবি ই ইউনিট পরীক্ষা পদ্ধতি
- ৮০ নম্বরের MCQ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ৫৫মিনিট। তবে OMR পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেয়া হবে।
- নেগেটিভ মার্ক্স ০.২০ ।
- পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে।
- গ্রেডিং পদ্ধতিতে শিক্ষার্থীর মাধ্যমিক/সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-কে ১.৫ দ্বারা এবং উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-কে ২.৫ দ্বারা গুন করে জিপিএ ফলাফল তৈরি করা হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ই ইউনিট আসন সংখ্যা
ইউনিট | ছেলে | মেয়ে | মোট আসন |
ই ইউনিট | ১২৫ | ১২৫ | ২৫০ |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ই ইউনিট পাস নম্বর
- MCQ পরীক্ষার পাশ নম্বর ন্যূনতম ৩৩% অথবা ২৬.৪০ নম্বর।
- বিবিএ বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি অংশে পৃথকভাবে নূন্যতম ৪০% নম্বর পেতে হবে।
ই ইউনিট প্রবেশপত্র ডাউনলোড
২৩ জুন ২০২২ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ই ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ডাউনলোডের নিয়ম –
- juniv-admission.org ওয়েবসাইটে প্রবেশপত্র ডাউনলোড মেনুতে ক্লিক করতে হবে।
- এবার আবেদনকারীর স্ক্যান করা ছবি এবং স্বাক্ষর আপলােড করতে হবে।
- অতঃপর বাটনে ক্লিক করে প্রাপ্ত Admit Card টি সংরক্ষণ করতে হবে।
জাবি ই ইউনিট ফলাফল
পরীক্ষায় অংশগ্রহণের পর সর্বোচ্চ তিন (০৩) দিনের ভেতর শিক্ষার্থীদের নিজ নিজ জাবি স্টুডেন্ট লগইন অ্যাকাউন্ট (ভর্তি পরীক্ষায় আবেদনকালীন তৈরিকৃত অ্যাকাউন্ট) – এ প্রকাশ করা হবে। এছাড়াও আবেদনের সময় প্রদানকৃত মোবাইল নাম্বারে এসএমএস মাধ্যমে জানানো হবে।
- প্রতিটি ইউনিটের রেজাল্ট আলাদাভাবে প্রকাশিত হবে।
- প্রতিটি ইউনিটের পরীক্ষা সমাপ্তির সর্বোচ্চ তিন (০৩) দিনের ভেতর ফলাফল প্রকাশিত হবে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট- https://juniv-admission.org/ এ প্রবেশ কর এবং আপনার জাবি ভর্তি সম্পর্কিত অ্যাকাউন্ট- এ লগইন কর।
- আপনার অ্যাকাউন্টে প্রবেশের পরবর্তীতে জাবি ভর্তি পরীক্ষার ফলাফল পেয়ে যাবে।
- এছাড়াও ফলাফল আপনার প্রদানকৃত মোবাইল নাম্বারে এসএমএস সার্ভিসের মাধ্যমে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে।