জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ২০২২ । জাবি ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়েছে। আজকে আমরা জাবি ভর্তি পরীক্ষার তারিখ ২০২২ নিয়ে আলোচনা করব। জাবি ভর্তি সার্কুলার দেখতে এখানে ক্লিক কর।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ
২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তারিখ আগামী ৩১ জুলাই থেকে ১১ আগস্ট । ইউনিট ভিত্তিক সম্ভাব্য তারিখ নিচে দেয়া হলো।
ইউনিট | পরীক্ষার তারিখ |
এ ইউনিট | ২ ও ৩ আগস্ট |
বি ইউনিট | ১ আগস্ট |
সি ইউনিট | ৩১ জুলাই |
ডি ইউনিট | ৩ ও ৪ আগস্ট |
ই ইউনিট | ৪ আগস্ট |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসন বিন্যাস ২০২২

জাবি পরীক্ষা পদ্ধতি
- সকল ইউনিটে ৮০ নম্বরের MCQ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ৫৫মিনিট। তবে OMR পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেয়া হবে।
- নেগেটিভ মার্ক্স ০.২০ ।
- গ্রেডিং পদ্ধতিতে শিক্ষার্থীর মাধ্যমিক/সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-কে ১.৫ দ্বারা এবং উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-কে ২.৫ দ্বারা গুন করে জিপিএ ফলাফল তৈরি করা হবে।
- এমসিকিউ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে জিপিএ নম্বর যোগ করে মােট সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে সংশ্লিষ্ট ইউনিট/বিভাগের আসন সংখ্যা সর্বাধিক ১০ (দশ) গুন শিক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হবে ।
জাবি আসন সংখ্যা
ইউনিট | ছেলে | মেয়ে | মোট আসন |
এ ইউনিট | ২৩৮ | ২৩৭ | ৪৭৫ |
বি ইউনিট | ২০৫ | ২০০ | ৪০৫ |
সি ইউনিট | ২৪৫ | ২৪৫ | ৪৯০ |
ডি ইউনিট | ১৬৫ | ১৬৫ | ৩৩০ |
ই ইউনিট | ১২৫ | ১২৫ | ২৫০ |
মোট= | ৯৭৮ | ৯৭২ | ১৯৫০ |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পাশ নম্বর
সকল ইউনিটের জন্য MCQ পরীক্ষার পাশ নম্বর ন্যূনতম ৩৩% অথবা ২৬.৪০ নম্বরের এর কথা বলা হলেও কিছু ইউনিটের জন্য আলাদা কিছু শর্ত যোগ করা হয়েছে । যেমন-
- A ইউনিট – গণিত বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় গণিত অংশে ন্যূনতম ৫০%, রসায়ন বিভাগে ভর্তির জন্য ভর্তি
পরীক্ষায় রসায়ন অংশে ন্যূনতম ৫০% এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান অংশে পৃথকভাবে ন্যূনতম ৬০% নম্বর পেতে হবে। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগে ভর্তির জন্য পদার্থ, রসায়ন ও আইসিটিতে পৃথক পৃথক ভাবে ৫০% নম্বর পেতে হবে। - B ইউনিট- আইন ও বিচার বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি অংশে পৃথকভাবে ন্যূনতম ৬০% নম্বর পেতে হবে।
- C ইউনিট- বাংলা বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা অংশে ন্যূনতম ৫০% এবং ইরেজি অংশে ন্যূনতম ৪০%, ইংরেজি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজি অংশে ন্যূনতম ৫০%, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় আর্ন্তজাতিক বিষয়াবলী অংশে ৭০% এবং জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি অংশে পৃথকভাবে নূ্যনতম ৫০% নম্বর পেতে হবে। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে ভর্তির জন্য সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট বিষয়ে ৬০% নম্বর পেতে হবে।
- D ইউনিট- ফার্মেসি, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান ও মাইক্রবায়োলজি বিভাগে ভর্তির জন্য রসায়ন ও জীববিজ্ঞানে পৃথকভাবে ন্যুনতম ৫০% নম্বর পেতে হবে।
- E ইউনিট– বিবিএ বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি অংশে পৃথকভাবে নূন্যতম ৪০% নম্বর পেতে হবে।