জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে অন্যতম। প্রতিবছরের পরিসংখ্যান মতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের সময়ে অনুষ্ঠিত হয়ে থাকে।
২০২০-২১ সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১ অক্টোবর থেকে শুরু হবে, তবে
এখন পর্যন্ত জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষার আনুষ্ঠানিক কোন তারিখ ঘোষণা করেনি। এর পেছনে প্রধান কারণ, জাবি করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে এমন একটি তারিখ নির্ধারণ করতে চাচ্ছে যা আর পেছাতে হবেনা। সম্ভবত এই উদ্দেশ্যেই তাদের সার্কুলার ও আবেদন কার্যক্রম শুরু হলেও এখন পর্যন্ত তারিখ ঘোষণা হয়নি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ না করলেও এই সম্পর্কে একটু ধারণা নেয়া যাক। প্রথমেই বলে রাখছি, এটি একান্ত আমার মতামত।
জাবি পরীক্ষা নিতে চাইলে ৩ টি সময়কে প্রাধান্য দিতে পারে।
১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগে : যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অক্টোবরের ১ তারিখ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাইলে পরীক্ষা সেপ্টেম্বরের ২০ থেকে ৩০ তারিখের মাঝে নিতে পারবে। এক্ষেত্রে ঢাবি ও জাবির পরীক্ষার সময়টা কাছাকাছি থাকবে।
২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফাঁকে :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফাঁকে কিছু দিন গ্যাপ থাকে। এই গ্যাপে পরীক্ষা নিতে পারে তারা। তবে এক্ষেত্রে সমস্যা, ঢাবির পরীক্ষা হবে বিভাগীয় শহরে। কিন্তু জাবির নিজস্ব ক্যাম্পাসে। এক্ষেত্রে যাতায়াত নিয়ে সমস্যা দেখা দেবে। তাই এই সময়ে পরীক্ষা নেয়াটা অনেকটা কষ্টসাধ্য হয়ে যাবে।
৩. ঢাবির ভর্তি পরীক্ষার পর:
এক্ষেত্রে সম্ভাবনা অনেক বেশি। রাবি ও চবির সাথে মিল রেখে অক্টোবর মাসে, বড়জোর নভেম্বরের ১৫ তারিখের মাঝে পরীক্ষা নেয়া যেতে পারে। তবে জাবি চাইবে, অক্টোবরের মাঝেই ভর্তি পরীক্ষা নেয়ার জন্য।
উপরের আলোচনা থেকে আশাকরি স্পষ্ট হতে পেরেছো বিষয়টি। এরপরেও কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারো।