১ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হয়। এবছরের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর অন্যান্য ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২১-২২ দেখার প্রয়োজন হয়। প্রশ্ন দেখে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে পারে। ১ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর এই অংশে প্রশ্ন আপলোড করা হয়েছে ।
১ এপ্রিল ২০২২ রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই ভর্তি অনুষ্ঠিত হয়। এবার মেডিকেলে ৪ হাজার ৩৫০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে ৩৩ জনের বেশি শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২১-২২
জীববিজ্ঞান প্রশ্ন
১. জবার অমরাবিন্যাস – অক্ষীয়
২. cell mediated immunuty – T lymohocyte
৩. কোন অঙ্গে সবচেয়ে বেশি রক্ত প্রবাহ হয় – যকৃত
৪. DNA সংশ্লেষ হয় কোন পর্যায়ে – S phase
৫. পত্ররন্ধ্র খোলা তরাণ্বিত করে – নীল আলো
৬. গবলেট কোষ কোথায় থাকে – মিউকোসা
৭.কোনটা লালারসে থাকে – টায়ালিন
৮. আমিষ পরিপাকে – ট্রিপসিন
৯. মায়ের দুধে – IgA
১০. পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে – মেসোফিল
১১. অদ্রবনীয় প্রোটিন – গ্লুটামিন
১২. কোষের অভ্যন্তরীন pH নিয়ন্ত্রন করে – কোষ গহ্বর
১৩. কোন আয়ন দ্রুত শোষিত হয় – K+
১৪. দেহের ক্ষত নিরাময়ে কোন বিভাজন – মাইটোসিস
১৫. হৃদপিন্ডের কোন প্রাচীর পুরু – বাম ভেন্ট্রিকল
১৬. চর্মরোগের ওষুধ – Cycas circinalis
১৭. কোনটা Autosomal recessive এর রোগ – থ্যালাসেমিয়া
১৮.হৃদস্পন্দন শুরু হয় – 6 th week
১৯. কেচো শ্বাস নেয় – ত্বক
২০. প্রজাপতির প্রতিসাম্যতা – দ্বিপার্শ্বীয়
২১.সালোকসংশ্লেষণে কয় অক্সিজেন তৈরি হয় – ৬ অনু
২২. প্রস্বেদন কখন বেশি হয় – আদ্রতা কম থাকলে
২৩. অক্সিজেন বিহীন শ্বসনের ধাপ – গ্লাইকোলাইসিস
২৪. নিষেক ছাড়া ভ্রূণ হয় – Apogamy
২৫. জুভেনাইল হরমোন ক্ষরণ হয় – করপোরা এলাটা
২৬.করোনা ভ্যাক্সিন তৈরি হয় না কোন পদ্ধতিতে – টক্সোয়েড
২৭.বংশগতির বাহক কে – ক্রোমসোম
২৮. অক্সিজেন ও রক্তচাপ মাপা যায় – পালস অক্সিমিটার
২৯.টিস্যু কালচারের মাধ্যমে সফল ভাবে উৎপাদিত হচ্ছে – স্ট্রবেরি
পদার্থবিজ্ঞান প্রশ্ন
১)অক্সিজেনের গড় বর্গমূল বৰ্গবেগ কত? Ans. 461 m/s
২)কোন নিত্যতার সূত্র রকেটের কার্যনীতির ভিত্তি?–রৈখিক ভরবেগ।
৩)সরল দোলকের সময়কাল দ্বিগুন করতে হলে এর দৈর্ঘ -৪গুন বাড়াতে হবে ।
৪)ডায়ােড বিমূখী বায়াস হলে নিঃশেষিত স্তর-বৃদ্ধি পায়
৫)১০ কেজি ভরের বস্তুর উপর ১০০ নিউটন বল প্রয়গে ত্বরণ হবে-১০m-s^2
৬)সালাম ওয়াইনবার্গ কোন দুটি বল একিভূত করছেন-তাড়িতচৌম্বক ও দুর্বল নিউক্লিয় বল।
৭)কোন রঙ এর আলােক তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম-বেগুনী।
৮)তাপগতিবিদ্যার কোন সূত্র এর উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরী করা হয়?-শূন্যতম।
৯)আলাের অপবর্তন কোনটির জন্য ঘটে?- ব্যাতিচার
১০)1 KWh=?- 3.6×10^6
১১)কোনটি যান্ত্রিক ত্রুটি নয় কোনটি?-সূচক ত্রুটি
১২)কোনটি SI একক নয়?- লিটার
১৩) জড়তার ভ্রামক নির্ভর করে কোনটির ওপর?- ভর ও ঘূর্ণন অক্ষের ওপর।
১৪)CGS এ পরিবাহীতার একক কোনটি?–Blank
১৫)অক্সিজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল কত?-461m/s
১৬)নিচের কোন যন্ত্রের সাহায্যে বিভব পার্থক্য ও তড়িচ্চালক শক্তি নির্ণয় করা যায়?- পােটেনশিওমিটার
১৭)একটি ২২০ ভােল্ট ও ৪০ ওয়াট বাল্বে তড়িৎ প্রবাহ কত?-0.2 A.
১৮)একটি ধাতব পৃষ্ঠে UV রশ্মি পড়লে কোনটি নির্গত হয়?-ইলেকট্রন।
১৯)দূর্বল নিউক্লিয় বল সৃষ্টির জন্য দায়ী-বিটা ক্ষয়
২০)বল ও সরণের মধ্যবর্তী কোন 0° হলে কাজ কত?-শূন্য
রসায়ন প্রশ্ন
1. কোন স্তর সূর্যের uV রশ্মিকে বাধা দেয়? – স্ট্রাটোস্ফিয়ারে থাকা ওজন স্তর।
2. নিচের কোনটি কার্বিল এমিন পরীক্ষা দেয়? – R-NH2
3. NH4+ + CI- এখানে অনুবন্ধী ক্ষারক কোনটি? – CI
4. তীব্র এসিড ও দূর্বল ক্ষারের টাইট্রেশনের নির্দেশক কোনটি? – মিথাইল অরেঞ্জ
5. RCH2-Br+ NaOH(aq) এর বিক্রিয়া কোনটি? -কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন
6. হেক্সিন-৩ কোন ধরণের সমানুতা দেখায়? – সিস/ট্রান্স সমাণুতা
7. কোনাে পরমাণুর ধণাত্মক আয়নে পরিণত হওয়ার শক্তিকে কী বলে? – আয়নীকরণ শক্তি
8. কোনটি অর্থ, প্যারা নির্দেশক? -Br
9. এমিনাে এসিড ও কার্বোহাইড্রেট কোন প্রক্রিয়ায় পৃথক করা যায়? – কলাম ক্রোমাটোগ্রাফি
10. কোনটি অধিক সমযােজী? – AICI3
11. পানির আয়নিক গুণফল কত? -10^-14
12. ১০% Na2CO3 এর মােলারিটি কত? -0.943
13. কোয়ান্টাম মেকানিক্সের নামকরণ করেন কে? -ম্যাক্স প্ল্যাংক
14. কোনটির আয়নিকরণ শক্তি সর্বনিম্ন? – Cs
15. ইথানয়িক এনহাইড্রেট এর সংকেত কী? – CH3-COO-CO0-CH3
16. নিচের দ্রাবকে তিনটি পদার্থের দ্রাব্যতা ১২,২৫ ৬২ পৃথকীকরণ পদ্ধতি কোনটি? – আংশিক পাতন।
17. নিচের কোন বিক্রিয়াটিতে সাম্যাবস্থায় চাপের প্রভাব নেই? -H2+2= 2HL
18. স্থির তাপমাত্রায় দুই বিক্রিয়াহীন গ্যাস মিশ্রিত করা হয়, তখন মিশ্রণের মােট চাপ কত হবে? – গ্যাস দুইটির আংশিক চাপের যােগফল।
19. নিচের কোন এসিড ও ক্ষারকের বিক্রিয়াটি সঠিক? – HCl+ NH3 = NH4++ CI
20. কোন রঙের আলাের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? – বেগুনী
21. জ্যামিতিক সমাণুতার শর্ত কোনটি? – প্রতিস্থাপিত এলকিন
22. মিঠাপানির উৎস কোনটি? – দক্ষিণ মেরুর বরফ
23. কোনটি তাড়িৎচৌম্বকীয় তরঙ নয়? – আন্ট্রাসাউন্ড
24. 1000 ml পানিতে 58.5g NaCl দ্রবীভূত। দ্রবণকে কী বলা হয়? -১ মােলার দ্রবণ
25. নিচের কোনটি দিয়ে ক্ষারীয় বাফার তৈরী করা হয়? -NH4Cl and NH4OH
26.ভূপৃষ্ঠের পানিতে দ্রবীভূত অক্সিজেনের (DO) জন্য কোন বাক্যটি সঠিক? –
সাধারণ জ্ঞান প্রশ্ন
১।বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি? – ৪ টি।
২।বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন ই ছিল স্বাধীনতার মূল দলিল এইটা কে বলেছিলেন? – নেলসন ম্যান্ডেলা
৩।মুজিব বর্ষ ক্ষন গননা শুরু হয় কবে থেকে? – ১০ জানুয়ারি, ২০২০
৪।ঢাবি থেকে বঙ্গবন্ধুর বহিষ্কার প্রত্যাহার করা হয় কবে? – ১৪ আগস্ট, ২০১০
৫।জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে? – ২রা মার্চ, ১৯৭১
৬।বাংলাদেশের বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলা কোনটি? – রাঙ্গামাটি,নারায়ণগঞ্জ
৭।বঙ্গবন্ধু কে poet of politics ঘােষণা করে? – নিউজ উইক পত্রিকা
৮।এম এ হান্নান কোথা থেকে স্বাধীনতার ঘােষণাপত্র পাঠ করে? – কালুরঘাট বেতারকেন্দ্র থেকে
৯।স্বাধীন বাংলাদেশের ১ম শিক্ষা কমিশন কোনটি? – কুদরাত ই খােদা কমিশন
১০।সবচেয়ে বেশি গনহত্যা কোথায় হয়? – চুকনগর।
ইংরেজি প্রশ্ন
1. Are you an early riser? here early- adjective
2.Spelling-sovereignty
3.Look (up) the word in the dictionary
4. Synonym of unwavering: steady
5. You have to cut (down) your expenditure
6. spelling – entrepreneur
7. synonymous pair: acclimatize-accustom
8. masculine of bee: drone
9. Passive of who taught you english – By whom were you taught english?
10. Bizarre antonym- normal
11. A teacher not only teaches us but also discovers the talent hidden each___ students. – in
12. I have not heard from him – for long/ for a long time.
13. I am glad at your result.
14. Laud antonym – abhor
15. Present participle of “I have just seen Mithila”: Blank

