ACCOUNTING 1ST PAPER FINAL

ACCOUNTING 1ST PAPER FINAL

EXAM TIME: 25 MINS

MARKS: 50

Name
Roll
1. 
শরীফের নিকট প্রাপ্য হিসাবের ১০% বা ১,০০০ টাকা তাকে মওকুফ করা হলো। এর হিসাব কোনটি ?

2. 
উদ্বৃত্তপত্রে দেখানো হয় না কোন সঞ্চিতি ?

3. 
অবচয় ও করের আগে আয়ের পরিমান ১৮০০০০ টাকা । চলতি বছর অবচয় খরচ ২০০০০ টাকা । কর হার ৪৫ % হলে , নিট আয় কত ?

4. 
কার্যপত্র তৈরিকরণ হিসাব প্রক্রিয়ার কোন ধরনের ধাপ ?

5. 
যদি কোন রেওয়ামিলের যোগফল না মিল তবে যোগফল ব্যবধান অবশ্যই কথায় অন্তভুক্ত করতে হবে?

6. 
একটি প্রতিষ্ঠানের মোট সম্পত্তি ৬০,০০০ টাকা। দায় মোট সম্পত্তির ১/৪ অংশ। কারবারের মূলধন কত ?

7. 
আর্থিক অবস্থার বিবরণীতি প্রাপ্য হিসাব কোন মূল্যে দেখানো হয় ?

8. 
নগদান বই ও পাশ বই এর জের এর গরমিলের কারণ নয় কোনটি ?

9. 
মালিকের ব্যক্তিগত প্রয়োজনে আসবাবপত্র ক্রয় করা হয়। সঠিক জাবেদা হবে-

10. 
'ধারে বিক্রয়' এর উপর নির্দিষ্ট হারে কুঋণ সঞ্চিতি সংরক্ষণ পদ্ধতি হিসাব বিজ্ঞানের কোন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ ?

11. 
যন্ত্রপাতির বার্ষিক মেরামত ব্যয় ৫০০০ টাকা , যন্ত্রপাতি হিসাবে ডেবিট করা হলো । এটি কোন ধরণের ভুল ?

12. 
একটি কোম্পানির উদ্বৃপত্র প্রস্তুতকালে হিসাববিজ্ঞানের নিচের কোন ধারনাটি গন্য করা হয় না ?

13. 
নিচের কোনটি ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুসারে উদ্দ্বৃত্তপত্রের ছক ?

14. 
মি. রহিমের নিকট থেকে ১০০০ টাকার মাল ক্রয় করা হয়েছে । কিন্তু ইহা ক্রয় হিসাবে পরিবর্তে আসবাপত্র হিসাবে ডেবিট করা হয়েছে । এই ভুল সংশোধন করতে জাবাদে -

15. 
আলফা কোম্পানির ১০০০০০০ টাকা প্রাপ্য রয়েছে যা ৩৫০ দিনের মধ্যে প্রাপ্য । এটি প্রদর্শিত হবেঃ

16. 
একটি কোম্পানির বিক্রয় ছিল ২০,০০,০০০ এবং দেনাদার বিক্রয়ের ৫%। কোম্পানিটি দেনাদারের ৪% অনাদায়ী সঞ্চিতি রাখলে অনাদায়ী সঞ্চিতির পরিমাণ কত ?

17. 
Apprenticeship Premium একটি-

18. 
ব্যাংক বিবরণী ও নগদান বহির মিলকরণের কাজটি করে থাকে-

19. 
রেওয়ামিলে সম্ভারের উদ্ধৃত্ত ১,৩৫০ টাকা ও সম্ভার খরচ ০ (শূন্য) দেখায়। হিসাবকাল শেষে যদি হাতে ৮০০ টাকার সম্ভার থাকে তবে সমম্বয় জাবেদা হবে-

20. 
নিচের কোনটি হিসাব চক্রের ধাপ নয় ?

21. 
৩১ ডিসেম্বর ২০১০ স্টেনল্যান্ড কোম্পানির সম্পত্তি ৩,৫০০ টাকা এবং স্বত্বাধিকারী ২,০০০ টাকা। স্টেনল্যান্ড কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১০ এর দায় টাকায় কত হবে ?

22. 
১ ডিসেম্বর ৪ মাসের বেতন অগ্রিম প্রদান করা হয়েছে কিন্তু ৩১ ডিসেম্বর তারিখে এর সমন্বয় এন্ট্রি ভুলক্রমে বাদ পড়েছে। ফলে সঠিক হবে না-

23. 
আধুনিক কারবার জগতে হিসাব বিজ্ঞানের প্রাধান উদ্দেশ্য হলোঃ

24. 
মালিকানা প্রারম্ভিক মূলধন ৭০,০০০ টাকা। বছর কারবারের ক্ষতি ৮,০০০ টাকা ও মালিকের উত্তলনের ১০,০০০ টাকা। সমাপনী মূলধন কত ?

25. 
একটি আসবাবপত্রের ক্রয় মূল্য ১৬,৮০০ টাকা। আসবাবপত্রটির আয়ুষ্কাল ৪ বছর। সরলরৈখিক পদ্ধতিতে আসবাবপত্রটির পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ ৩,৫০০ টাকা। আসবাবপত্রটি ব্যবহার হয়েছে-

26. 
একতরফা দাখিলা পদ্ধতিতে অব্যক্তিবাচক হিসাবের মধ্যে যেগুলো সংরক্ষণ করা হয়-

27. 
একটি হিসাব জের ৮০ টাকা রেওয়ামিল ভুল পার্শ্বে বসানো হয়েছে । অন্যান্য সবকিছু ঠিক থাকলে রেওয়ামিলের দুই পার্শ্বের পার্থক্য টাকায় হবেঃ

28. 
কোনটি অভ্যন্তরীণ লেনদেনের উদাহরণ ?

29. 
স্পাইসি রেস্তেরাঁ ৫,০০০ টাকার দুধ আডং থেকে বাকিতে কিনেছে এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরও ৫,০০০ টাকা উত্তোলন করেছে। এতে রেস্তারাঁর-

30. 
ভূমি রেজিস্ট্রেশন খরচ ৫০০০ টাকা লাভ ক্ষতি হিসাবে ডেবিট করা হয়েছে । এটি-

31. 
হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসারে একটি প্রতিষ্ঠানের আয় নগদ আদায় এর পরিবর্তে অর্জিত হলেই হিসাবভুক্ত করা হয় ?

32. 
একটি ব্যবসা প্রতিষ্ঠান ৩,২০,০০০ টাকা দিয়ে একটি যন্ত্র ক্রয় করেছে। ক্রমহ্রাসমান জের পদ্ধতি অনুযায়ী ২৫% হারে অবচয় ধার্য করতে হবে। ২ বছর শেষে অবশিষ্ট বইমূল্য কত হবে ?

33. 
সমাপনী মূলধন ৩১০০০ টাকা অতিরিক্ত মূলধন ৮০০০ টাকা উত্তোলন ৪০০০ টাকা এবং বছরের নিট আয় ৮০০০ টাকা হলে , মালিকের প্রারম্ভিক মূলধন -

34. 
অতিরিক্ত মূলধন ১,৬৫০ টাকা, উত্তোলন ১,২০০ টাকা, নিট ক্ষতি ৬২০ টাকা এবং সমাপনী মূলধন ২,৩০০ টাকা হলে প্রারম্ভিক মূলধন কত ?

35. 
আমানতকারী কর্তৃক তার ব্যাংকারের উপর নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদানের জন্য শর্তহীন আদেশপত্রকে কী বলে ?

36. 
লেনদেন সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে জাবেদায় লিপিবদ্ধ করার কারণ কী ?

37. 
একটি সম্পদের আয়ুষ্কাল ১০ বছর হলে উক্ত সম্পদের সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার কত হবে ?

38. 
নিচের কোনটি অনাদায়ী দেনা সঞ্চিতি নির্ণয়ের পদ্ধতি নয় ?

39. 
মেশিন স্থাপনের জন্য ২০,০০০ টাকা মজুরি খরচ হয়, যার জন্য ডেবিট করতে হবে-

40. 
অবচয় চার্জ বা হিসাবভুক্ত না করা হলে কী হবে ?

41. 
মি. কামাল ২০১০ সালের ১ মে তারিখে মি. জামালের নিকট হতে ৪ মাস পরে দেয় ৫০০ টাকার একটি প্রাপ্য বিল পায় সে উক্ত বিলটি ১ মে তারিখে বার্ষিক ১২% হারে ব্যাংকে বাট্রা করলে বাট্রার পরিমাণ কত ?

42. 
পাশ বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ ২১,০০০ টাকা পাওনাদারকে ইস্যুকৃত ৪,৫০০ টাকার একখনা চেক ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি। নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ কত ?

43. 
প্রস্তাবিত নগদ লভ্যাংশ হিসাব সমীকরণের কোন দিক প্রভাবিত করে ?

44. 
এস কে এন্টারপ্রাইজ এর আর্থিক বিবরণীতে অবচয় ধার্যের পদ্ধতি সম্পর্কিত তথ্য বাদ পড়েছে । এটা হিসাববিজ্ঞান এর কোন নীতিকে লঙ্ঘন করে ?

45. 
একতরফা দাখিলায় কোনটি সংরক্ষণ করে না ?

46. 
নগদে আসবাবপত্র ক্রয় করা হলো ১০,০০০ টাকা-এ লেনদেনের অন্তর্ভূক্ত দুটি হিসাব-

47. 
নিচের কোন হিসাবকে হিসাবকাল নীতি অনুযায়ী বন্ধ করে দিতে হয় ?

48. 
প্রাপ্য সুদ ৭,০০০ টাকা, সঠিক সমন্বয় জাবেদা কোনটি ?

49. 
পাওনাদারকে দেওয়া ৩,৫২০ টাকার চেক ভুলে নগদ বইতে ৩,২৫০ টাকা লেখা হয়েছে। এই ভুলটি ব্যাংক সমন্বয় বিবরণীতে কিভাবে দেখতে হবে ?

50. 
হিসাবকাল নীতি অনুযায়ী কোন হিসাবখাতগুলো বছর শেষে বন্ধ করে দিতে হয় ?

Related Posts

Comments 1

  1. mou says:

    qus 39, ans please.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!