ACCOUNTING 2ND PAPER FINAL

ACCOUNTING 2ND PAPER FINAL

EXAM TIME: 25 MINS

MARKS: 50

Name
Roll
1. 
চলতি দায় মিটানোর ক্ষমতা কোন অনুপাতের দ্বারা নির্ণয় করা হয় ?

2. 
বিক্রয় ২,৫০,০০০ টাকা। বিক্রয়ের উপর মুনাফা ২৫%। ক্রয় ২,০০,০০০। প্রারম্ভিক মজুত ২০,০০০ টাকা হলে সমাপনী মজুত পণ্য কত টাকা ?

3. 
ডেলটা লি. ১০ টাকা মূল্যের ৪০,০০০ শেয়ার ইস্যু করে,যা পুণর্মূল্য পরিশোধিত। চলতি বছরে বণ্টনযোগ্য মুনাফার পরিমাণ ২,৬০,০০০ টাকা। ১০% হারে ঘোষণা করা হলে ঘোষিত লভ্যাংশের পরিমাণ-

4. 
সমচ্ছেদ বিন্দু হতে প্রকৃত বিক্রয় কতটুকু বেশি তাকে কি বলে ?

5. 
বিক্রয়ের পরিমাণ ৮০,০০০ টাকা এবং বিনিয়োজিত মূলধনের পরিমাণ ১,০৬,২০০ টাকা হলে, বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত কত ?

6. 
যদি স্থায়ী মূলধন পদ্ধতি অনুসরণ করা হয়, তাহলে অংশীদারদের লভ্যাংশের শেয়ার অংশীদারদের-

7. 
কোনটি কোম্পানির দায় ?

8. 
অ-ব্যবসায়ী প্রতিষ্ঠানের যাবতীয় মুনাফা জাতীয় লেনদেন যে হিসাবে হিসাবভুক্ত করা হয় তাকে বলে-

9. 
নিট কার্যকরী মূলধনের পরিমাণ ৬৫,৯০০ টাকা এবং চলতি অনুপাত হলো ৭:৩। স্বল্পমেয়েদি দায়ের পরিমাণ কত ?

10. 
শেয়ার বাজেয়াপ্ত হলে নিচের কোনটি সঠিক নয় ?

11. 
মোট লাভ ১,৫০,০০০ টাকা; নিট লাভ ৮০,০০০ এবং বিপণন ব্যয় ৩০,০০০ টাকা হলে প্রশাসনিক ব্যয়ের পরিমাণ কত ?

12. 
নিচের কোনটি মুনাফা জাতীয় খরচ ?

13. 
কোন প্রতিষ্ঠানে আয়-ব্যয় হিসাব প্রস্তত করা হয় ?

14. 
যদি শেষ মজুত বেশি দেখানো হয়, তাহলে নিচের কোনটি সত্য ?

15. 
কোনটি নিয়ন্ত্রণযোগ্য ব্যয় ?

16. 
ইস্যুকৃত মালের মূল্যায়ন পদ্ধতি কোনটি ?

17. 
১৫% ভ্যাটসহ ক্রয় ৬০,৫০০ টাকা, ক্রয় ফেরত ৩,০০০ টাকা হলে ক্রয় বাবদ প্রহত্ত ভ্যাটের পরিমাণ কত ?

18. 
অনগদ কার্যক্রম কোনটি ?

19. 
নিচের কোনটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের বিশেষ তহবিলের উদাহারণ নয় ?

20. 
নিত্য মজুত ব্যবস্থায় কখন সমাপনী মজুত পণ্যের পরিমাণ নির্ণয় করা হয় ?

21. 
বিক্রীত পণ্যের উপর মোট লাভের হার ২০% এবং বিক্রয়ের পরিমাণ ৩,০০,০০০ টাকা হলে মোট লাভ হবেঃ

22. 
প্রতিটি ১০০ টাকা মূল্যের ১,০০০টি শেয়ারের বিক্রয়মূল্য ১,০৫,০০০ টাকা, অন্যদিকে ৩,০০০টি শেয়ারের বিক্রয়মূল্য ২,৯৪,০০০ টাকা। বাট্রার পরিমাণ কত ?

23. 
IAS-7 অনুযায়ী নগদ প্রবাহ বিবরনীতে নগদ কার্যক্রম কত ভাগে দেখানো হয় ?

24. 
বিথী ও চৈতী একটি অংশীদারি ব্যবসায়ের দুইজন অংশীদারি। তাদের মুনাফা বণ্টন অনুপাত ৩ঃ২। তারা সাথীকে ১/৩ অংশ মুনাফা বণ্টনের চুক্তিতে ব্যবসায়ে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে। বিথী,চৈতী ও সাথীর মধ্যে মুনাফার নতুন অনুপাত কত হবে ?

25. 
'Budget' শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?

26. 
একটি কোম্পানির বিক্রয় ১০,০০,০০০ টাকা এবং ক্রয় মূল্যের উপর মুনাফার হার ২৫%। যদি মজুত আবর্তন ৫ বার হয় এবং প্রারম্ভিক মজুত পণ্যের মূল্য ৮০,০০০ টাকা হয়, তবে সমাপনী মজুত পণ্যের মূল্য কত টাকা ?

27. 
পরোক্ষ পদ্ধতি কোন বিবরণীর পদ্ধতি হিসেবে ব্যবহ্নত হয় ?

28. 
কোন পদ্ধতিতে সম্পত্তির ক্রয় মূল্যের উপর প্রতিবছর নির্দিষ্ট হারে অবচয় ধার্য করা হয় ?

29. 
বাংলাদেশ লি. ২০০৬ সালে টাকা ৫,০০,০০০ বিক্রয় করে। কোম্পানি বিক্রয়ের উপর শতকরা ২০ টাকা হারে মুনাফার্জন করে। ২০০৬ সালে কোম্পানির বিক্রয়ের উৎপাদন ব্যয় কত ?

30. 
প্রারম্ভিক মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য এবং বিক্রীত পণ্যের খরচ যথাক্রমে ১০,০০০ টাকা, ১৫,০০০ টাকা এবং ২৫,০০০ টাকা। বিক্রয়যোগ্য পণ্যের খরচ টাকায় কত ?

31. 
বিক্রয় ২০,০০০ টাকা, প্রারম্ভিক মজুত ৫,০০০ টাকা, সমাপনী মজুত ৩,৫০০ টাকা, ক্রয় ১৫,০০০ টাকা এবং পরিবহণ ১,০০০ টাকা হলে বিক্রীত পণ্যের ব্যয়-

32. 
ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের হাতিয়ার কোনটি ?

33. 
নিচের কোনটি প্রত্যক্ষ খরচ নয় ?

34. 
মজুত সংরক্ষণের বৈজ্ঞানিক পদ্ধতি কোনটি ?

35. 
আচরণের ভিত্তিতে ব্যয় কত প্রকার ?

36. 
কমিশন পরবর্তী নিট লাভের উপর অংশীদার 'গ' এর জন্য নির্ধারিত ৫% কমিশন বাবদ সে ১,০০০ টাকা পেল। সে 'ক' ও 'খ'-এর সাথে সম অংশীদার। লাভের অংশ 'গ' কত টাকা পাবে ?

37. 
সাধারণত মোট দেনাদারের নিকট হতে প্রাপ্য টাকা ও অনাদায়ী পাওনার অনুপাতের আদর্শ গড় মান কত ?

38. 
নিট আয় নগদ প্রবাহ বিবরণীর কোন পদ্ধতিতে অন্তর্ভূক্ত করা হয়ে থাকে ?

39. 
লিখিত চুক্তির অবর্তমানে কোন অংশীদার নিচের কোনটি দাবি করতে পারে ?

40. 
কাঁচামাল ১,০০,০০০ টাকা, প্রত্যক্ষ শ্রম ৮০,০০০ টাকা, কারখানা ভাড়া ২০,০০০ টাকা, অফিস দালানকোঠার অবচয় ২০,০০০ টাকা। পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ কত ?

41. 
আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধৃত্তপত্রের মৌলিক সীমাবদ্ধতা হলো-

42. 
মূল্যবৃদ্ধির সময় কোন পদ্ধতি নিট আয় বেশি প্রদার্শন করবে ?

43. 
২০১১ সালে ষ্কয়ার ফার্মাসিউটিক্যালস লি. এর সম্পত্তি ৫০,০০০ টাকা কমেছে এবং দায় ৯০,০০০ টাকা কমেছে। এর ফলে মালিকানা স্বত্ব টাকায়ঃ

44. 
অংশীদারি কারবার অবসায়ন হলে সমাপনী মুজত অংশীদারগণের মধ্যে যে ভাবে ভাগ করা হয়-

45. 
একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানে নিচের কোন হিসাবটি রাখেন না ?

46. 
কোম্পানি কর্তৃক সংগৃহীত VAT হলো-

47. 
সান কোং এর ২০১০ সালের আয় বিবরণীতে পরিচালনা-সংক্রান্ত খরচ ছিল ৯,০০,০০০ টাকা। চলতি বছরে অগ্রিম খরচাবলি হ্রাস পেয়েছিল ৬০,০০০ টাকা। ২০১০ সালের পরিচালনা-সংক্রান্ত খরচের জন্য নগদ প্রদানের পরিমাণ কত ?

48. 
মার্শাল কোম্পানীর বিক্রয় ৬০০০০০ টাকা এবং সমচ্ছেদ বিন্দু ৪২০০০০ টাকা হলে, নিরাপত্তা প্রান্ত অনুপাত কত ?

49. 
ক্রয়মূল্যের উপর ২৫% মুনাফা হবে , বিক্রয়মুল্যের উপর মুনাফার হার কত ?

50. 
২০০৭ সালে অগ্রণী যুবসংঘের ভাড়ার খরচ প্রদান করা হয় ৭৫,০০০ টাকা যার মধ্যে ৩,০০০ টাকা অগ্রিম রয়েছে ২০০৮ সালের জন্য । এ বছরের বকেয়া ভাড়া মোট ভাড়ার ১/৫ অংশ হবে। মোট ভাড়া ও বকেয়া ভাড়ার পরিমাণ হবে-

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!