ACCOUNTING SUBJECT FINAL

ACCOUNTING SUBJECT FINAL

EXAM TIME: 50 MINS

MARKS: 100

Name
Roll
1. 
মেশিন সংস্থাপন মজুরিকে মজুরি হিসাব ডেবিট করার ফলে কোন ধরনের ভুল হয় ?

2. 
নিচের কোনটি আয়-ব্যয় জাতীয় খরচ ?

3. 
একটি কম্পিউটার ক্র্য-বিক্রয়কারী প্রতিষ্ঠান কম্পিউটার ক্রয়কে পণ্য ক্রয় হিসাব ডেবিট করেছে। এটা কোন ধরনের ভুল ?

4. 
কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক তৈরি করতে যে অতিরিক্ত ব্যয় হয় তাকে বলে-

5. 
বিক্রয় ৫,০০,০০০ টাকা, বিক্রীত পণ্যের ব্যয় ৪,০০,০০০ টাকা, বিক্রয় পরিবহন ব্যয় ১০,০০০ টাকা, মোট মুনাফা-

6. 
আয় ও লাভের মধ্যকার কোন সম্পর্কটি সত্য ?

7. 
কোন ধরনের দাখিলা বাধ্যতামূলক নয় ?

8. 
অংশীদারি ব্যবসায়ে কোন ব্যক্তি মূলধন বিনিয়োগ না করে অংশীদার হিসেবে তার নাম ব্যবহারের অনুমতি দেয়-তাকে কী বলে ?

9. 
মেশিন সংস্থাপন খরচ ৫,০০০ টাকা মজুরি হিসাবে ৫,৫০০ টাকা ডেবিট করা হয়েছে। এটি :

10. 
প্রারম্ভিক পাওনাদার ২,৫০০ টাকা সমাপনী পাওনাদার ৪,২০০ টাকা এবং পাওনাদারদের পরিশোধ ৩২,০০০ টাকা হলে ক্রয় কত ?

11. 
অব্যবসায়ী প্রতিষ্ঠান আয়ের অন্যতম উৎস কোনটি ?

12. 
নিরাপত্তা প্রান্ত বৃদ্ধি পাবে যদি-

13. 
নিম্নের কোনটি মূলধন জাতীয় ব্যয় নয় ?

14. 
প্রারম্ভিক মজুত ৩০,০০০ টাকা, সমাপনী মজুত ৪০,০০০ টাকা, বিক্রয় ২,৫০,০০০ টাকা, মোট লাভ ৭৫,০০০ টাকা হলে বিক্রীত পণ্যের ব্যয় কত ?

15. 
প্রারম্ভিক মজুত প্রতি একক ১,৫০০ টাকা দরে ২০০ একক। প্রতি একক ১,৬০০ টাকা দরে ২৫০ একক ক্রয় করা হয়েছে। ২১৫ একক পণ্য বিক্রয় হয়েছে। FIFO পদ্ধতিতে সমাপনী মজুত পণ্যের মূল্য কত ?

16. 
মুনাফাজাতীয় ব্যয় কোনটি ?

17. 
৫৪,০০০ টাকার একটি মেশিনের আয়ুষ্কাল ২০ বছর এবং ভগ্নাংশের মূল্য ৫,০০০ টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার-

18. 
সারা বছরের চূড়ান্ত আর্থিক অবস্থা জানার জন্য প্রস্তুত করা হয়?

19. 
হিসাবনিকাশ কার্যক্রমে সুনির্দিষ্ট পদ্ধতিতে বিভিন্ন বছরের হিসাব পরিচালনা করা হয়-

20. 
কোন পদ্ধতিতে অবচয় নির্ণয় আয়কর আইন দ্বারা স্বীকৃত ?

21. 
করিমের নিকট হতে প্রাপ্ত ১০০ টাকা করিমের হিসাব ডেবিট করা হয়েছে। ভুল সংশোধনী জাবেদা কী ?

22. 
একটি কোম্পানির 'ব্যালেন্স শিট' বলতে কী বোঝায় ?

23. 
অব্যবসায়িক প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস কোনটি ?

24. 
উত্তোলনের উপর সুদ ২৫০ টাকার জন্য ডেবিট করতে হবে-

25. 
উত্তরা কোম্পানির ২০১৩ সালের সম্পত্তি হ্রাস পায় ৮০,০০০ টাকা এবং দায় বৃদ্ধি পায় ৩০,০০০ টাকা । তাহলে মালিকানা স্বত্বঃ

26. 
আজ থেকে ঠিক ৪ বছর আগে রহিম ১০% সুদে ব্যাংকে ১০,০০০ টাকা জমা রেখেছিল। জমাকৃত ঐ টাকার আজকের মূল্য কত টাকা ?

27. 
নিম্নলিখিত সমন্বয় জাবেদা লিখনটির জন্য সর্বোত্তম ব্যাখ্যা নির্বাচন কর। কু-ঋণ খরচ হিসাব ডেবিট ৬৩৫ টাকা; কু-ঋণ সঞ্চিতি হিসাব ক্রেডিট ৬৩৫ টাকা ।

28. 
একটি মেশিনের ক্রয়মূল্য ৳ ১০,০০০। ৫ বছর পর ভগ্নাবশেষ মূল্য হবে ৳ ৩১২ এর ১/২। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার হবে-

29. 
নিচের কোনটি রূপান্তর ব্যয়ের অংশ নয় ?

30. 
জনাব মনির ১ জুলাই তারিখে ৪ মাস, ৯% হারে ১০,০০০ টাকার একটি নোট পায়। এই নোটের দেয় তারিখ ও মোট সুদের পরিমাণ কত ?

31. 
ব্যাংক সমন্বয় বিবরণী যে দফার জন্য আমানতকারীকে সমন্বয় দাখিলা দিতে হয়, তা কী ?

32. 
পরিবর্তনশীল মূলধনের ক্ষেত্রে সচ্ছল অংশীদারগণ দেউলিয়া অংশীদারদের ঘাটতি বহন করবে-

33. 
ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংক পার্শ্বে কোন দফাটি দেখানো হয় ?

34. 
নিচের কোন অনুপাতটি প্রতিষ্ঠানের দক্ষতার পরিমাপক ?

35. 
নিচের কোনটিকে আন্তঃলেনদেন হিসেবে চিহ্নিত করা যায়-

36. 
প্রত্যক্ষ কাঁচামাল ১০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ৫,০০০ টাকা, কারখানা উপরি ব্যয় প্রত্যক্ষ মজুরির ৫০% হলে কারখানা ব্যয় কত ?

37. 
রেওয়ামিলে সমন্বিত ক্রয় থাকলে নিচের কোনটি রেওয়ামিলে দেখাতে হবে ?

38. 
বাংলাদেশের প্রচলিত কোম্পানি আইন কত সালের ?

39. 
বিক্রয় ৮,০০,০০০ টাকা। পরিবর্তনশীল ব্যয় ২,০০,০০০ টাকা, স্থায়ী ব্যয় ৪,০০,০০০ টাকা । নিরাপত্তা প্রান্ত কত টাকা ?

40. 
উত্তোলনের উপর সুদ ২৫০ টাকার জন্য ডেবিট করতে হবে-

41. 
বাটা জুতার প্রকৃত ও ব্রেক-ইভেন বিক্রয় যথাক্রম ৪০ ও ২৫ লক্ষ টাকা। নিরাপত্তা প্রান্ত শতাংশে-

42. 
শেয়ার অধিহার কোম্পানির চূড়ান্ত পত্রের-

43. 
ফেরত শর্তে প্রেরিত পণ্য বিক্রয় হিসাব গণ্য হয় না কোন নীতি অনুযায়ী ?

44. 
কারবারে ব্যবহ্নত দীর্ঘমেয়াদি মূলধনকে কী বলে ?

45. 
নিচের কোনটি ব্যয়- পরিমাণ - মুনাফা বিশ্লেষণের একটি ধারণা

46. 
মীনা ও টিনার মূলধনের পরিমাণ যথাক্রমে ২,০০,০০০ টাকা এবং ২,৫০,০০০ টাকা। টিকা তার মূলধনের ১/৫ অংশ রীনার নিকট ৬০,০০০ টাকায় বিক্রয়ের সিদ্ধান্ত নিলে রীনাকে সুনাম বাবদ কত টাকা দিতে হবে ?

47. 
একটি ফার্মের নিট মুনাফা এ বছর ৫,০০০ টাকা হলে এবং কর হার ৪০% হলে করপূর্ব মুনাফা কত ?

48. 
কোন পদ্ধতিতে হিসাব সংরক্ষণে কোন সুনির্দিষ্ট নীতি অনুসৃত হয় না ?

49. 
অশুদ্ধ রেওয়ামিল শুদ্ধ করার পদ্ধতি কয়টি ?

50. 
বিজ্ঞাপন খরচ যা চার বছরের জন্য প্রদান করা হয়েছে। এটি কোন ধরনের ব্যয় ?

51. 
ধর, একটি কোম্পানির চলতি অনুপাত ১.৫ এবং কার্যকরী মূলধন ২৫,০০০ টাকার সমান। মোট চলতি দায় সমান হবেঃ

52. 
নিচের কোনটি প্রত্যক্ষ পদ্ধতিতে তৈরিকৃত নগদ প্রবাহ বিবরণীতে দেখানো হয় ?

53. 
মূলধন জাতীয় প্রাপ্তি ও প্রদান দ্বারা কী বোঝায় ?

54. 
কু-ঋণ সঞ্চিতির পরিমাণ ২,০০০ টাকা কমাতে হবে। রেওয়ামিলে কু-ঋণ সঞ্চিতির পরিমাণ দেওয়ার আছে ৬,০০০ টাকা। নতুন কু-ঋণ সঞ্চিতির পরিমাণ কত হবে ?

55. 
বছরের মাঝামাঝি সময়ে কোনো অংশীদারি ব্যবসায়ে ৫০,০০০ টাকা ঋণ প্রদান করলে, ঋণের সুদের পরিমাণ কত হবে ?

56. 
আদনান কোম্পানির কর পরবর্তী মুনাফা ২,০০,০০০ টাকা, করের হার ৫০% হলে, কর পূববর্তী মুনাফা কত ?

57. 
জনাব আহমেদ এ্যান্ড সন্স এর ২০১২ সালের প্রদেয় হিসাবের প্রারম্ভিক ও সমাপনী উদ্বৃত্ত ছিল ৭০,০০০ টাকা ও ৭৫,০০০ টাকা। ২০১২ সালের ক্রয়ের পরিমাণ ছিল ৩,৫০,০০০ টাকা। প্রদেয় হিসাবের বিপরীতে নগদ প্রদানের পরিমাণ কত ?

58. 
একটি যন্ত্রপাতির ক্রয়মূল্য ১০,০০০ টাকা, এর আয়ুকাল ১০ বছর, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ৪র্থ বছরে উক্ত যন্ত্রপাতির অবচয় কত ?

59. 
নিচের কোনটি মুনাফা অনুপাত ?

60. 
অবিরত মজুত পদ্ধতিতে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে নিম্নের কোন হিসাবটি ক্রেডিট করতে হয় ?

61. 
কোন ঘটনাটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্ততে বিবেচিত হয় না ?

62. 
নিপা, দিপা ও রীপা তাদের লাভ-ক্ষতি ৪:৩:২ হারে বন্টন করে। দিপা এর অবসর গ্রহণের ফলে তাদের নতুন অনুপাত দাঁড়ায় ৩:২। তাদের লাভের অনুপাত কত ?

63. 
ধারে বিক্রয় ৬০০ টাকা বিক্রয় হিসাব ও দেনাদার হিসাবে ক্রেডিট করা হয়েছে। এর প্রভাব কী ?

64. 
যারা কোম্পানির শেয়ার বা ঋণপত্র বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করেন তাদের বলে-

65. 
কোনো পণ্যের ক্রয়মূল্য ৮০ টাকা। বিক্রয়মূল্য ক্রয় মূল্যের ৩০০% হলে লাভের পরিমাণ কত ?

66. 
একজন শ্রমিকদের জন্য নিচের কোনটি অনার্থিক সুবিধা ?

67. 
লিমিটেড কোম্পানির কোন বিষয়টি লিমিটেড ?

68. 
প্রারম্ভিক কাঁচামাল ১৫,০০০ টাকা, সমাপনী মজুত ৩৯,০০০ টাকা, ক্রয় ৪৫,০০০ টাকা। ব্যবহ্নত কাঁচামালের ব্যয় কত ?

69. 
দায়-মালিকানা অনুপাত ১:২। মালিকানা তহবিল ৳ ২,০০০ হলে মোট দায় হবে-

70. 
মজুত বলতে বুঝায়-

71. 
ধারে কম্পিউটার ক্রয় ৫০,০০০ টাকা, হিসাব সমীকরণের কোন কোন উপাদানে প্রভাব পড়বে ?

72. 
৫,০০০ টাকার একটি মেশিন নষ্ট হয়ে গেলে এবং কোনো বিক্রয় মূল্য পাওয়া না গেলে তাকে বলে-

73. 
৭,০০০ টাকার সেবা প্রদান করে ৪,০০০ টাকা নগদে পাওয়া গেলে এবং অবশিষ্ট অংশ বকেয়া রইল। নিচের কোনো পরিবর্তনটি সংঘটিত হবে ?

74. 
১২% বিনিয়োগ ৫০,০০০ টাকা, সুধ প্রাপ্তি ৪,০০০ টাকা হলে উদ্বৃত্তপত্রে বিনিয়োগের অনাদায়ী সুদ কত টাকা দেখাতে হবে ?

75. 
বিন কার্ড সংরক্ষণ করেন কে ?

76. 
জুতা তৈরির ক্ষেত্রে আরোপণ যোগ্য ব্যয় কোনটি ?

77. 
আর্থিক বিবরণীয় চূড়াস্ত রূপ দেওয়ার পূর্বে কোনটি তৈরি করা হয় ?

78. 
রাহাত ট্রেডার্সের ২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে সন্দেহজনক পাওনা সঞ্চিতির পরিমাণ ছিল ২,৫০০ টাকা। এ বছর অনাদায়ী পাওনার পরিমাণ ১,৮০০ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৭ তারেখে সমন্বয়ের পূর্বে প্রাপ্য হিসাবের পরিমাণ ৩১,৫০০ টাকা। ৫% হারে সন্দেহজনক পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত কত ?

79. 
বর্তমানে ব্যাংক সমন্বয় বিবরণীর কোন পদ্ধতি অধিক গ্রহণীয় ?

80. 
অবচয় সঞ্চিতি হচ্ছে-

81. 
মাসের শুরুতে খুচরা নগন তহবিল ৫,০০০ টাকা, সারা মাসে খুচরা খরচের পরিমাণ ৩,৫০০ টাকা, অগ্র প্রদত্ত পদ্ধতিতে মাসের শেষে খুচরা নগদান উদ্বৃত্ত হবে-

82. 
লভ্যাংশ বাবদ বোনাস শেয়ার ইস্যু করা হলে-

83. 
হিসাববিজ্ঞানের যাবতীয় কার্যাবলি সম্পন্ন হয় কীসের উপর ভিত্তি করে-

84. 
অতিরিক্ত মূলধন ১,৬৫০ টাকা, উত্তোলন ১,২০০ টাকা, নিট ক্ষতি ৬২০ টাকা এবং সমাপনী মূলধন ২,৩০০ টাকা হলে প্রারম্ভিক মূলধন কত ?

85. 
সমাপনী মজুতপণ্য অতি মূল্যায়িত হলে নিচের সবগুলোকে অতি মূল্যায়িত করবে একটি ব্যতিত-

86. 
গ্রাহকদের নিকটি থেকে স্বীকৃতি পেলে কোন বইতে লেখা হয় ?

87. 
অনিশ্চিত হিসাবে একটি বড় ধরনের জের থাকলে কী করা হবে ?

88. 
প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের ক্ষমতা নির্ণয় করা যায় কীসের মাধ্যমে ?

89. 
আয়-ব্যয় হিসাব প্রকাশ করতে পারে-

90. 
আগুনে বিনষ্ট পণ্য ৫০,০০০ টাকার বিপরীতে বিমা কোম্পানি ৩০,০০০ টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হলে সম্পদ হিসাবে দেখনো হবে-

91. 
সমাপনী দাখিলা প্রয়োজন হয়-

92. 
অনাদায়ী পাওনা সঞ্চিতি হলো-

93. 
একটি পণ্যের প্রত্যক্ষ কাঁচামালের ১,০০০ টাকা, মুখ্য ব্যয় ১,৫০০ টাকা, কারখানার উপরি খরচ ৩০০ টাকা হলে রূপান্তর ব্যয় কত ?

94. 
ডেভিট কোম্পানি লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারে নিবন্ধিত। কোম্পানি ৩০,০০০ শেয়ার ৩,৭০,০০০ টাকায় এবং ৫০,০০০ শেয়ার ৬,৪০,০০০ টাকায় বিলি করে। মোট বিলিকৃত মূলধনের পরিমাণ কত ?

95. 
একটি লেনদেন মোট সম্পত্তি ও মোট দায় উভয়ই ১০,০০০ টাকা হ্রাস করে। এই লেনদেনটি হতে পারে-

96. 
কোন নীতি অনুযায়ী ব্যক্তিগত সম্পত্তি ব্যবসায়ের সম্পত্তি হিসেবে দেখানো হয় না ?

97. 
ধারে ক্রয় ৫,০০০ টাকা ভুলবশত ক্রয় ফেরত বহির মাধ্যমে লেখা হয়েছে । এ ভুল সংশোধনে পাওনাদার হিসাবে নিচের কোনটি হবে ?

98. 
কত সালের কত তারিখে ভ্যাট বিল জাতীয় সংসদে উপস্থাপন করা হয় ?

99. 
কোন পদ্ধতিতে হিসাব রাখলে রেওয়ামিলের দ্বারা গাণিতিক শুদ্ধতা পরীক্ষা করা যায় না ?

100. 
হিসাব বছরের মোট আয় হতে ঐ বছরের প্রকৃত ও সম্ভাব্য ব্যয় বাদ নিয়ে নিট মুনাফা নির্ণয় করা হয়। ইহা হিসাববজ্ঞানের কোন নীতির আওতাভুক্ত ?

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!