1.
বেঙ্গল লিমিটেড ১,০০,০০০ টাকায় একটি সম্পত্তি ক্রয় করে। সম্পত্তিটি ২০-০২-২০২১ তারিখ হতে ব্যবহার উপযোগী করার জন্য আরো ১০,০০০ টাকা ব্যয় করে। সম্পত্তির আয়ুষ্কাল ১০ বছর। ২০২১ সনের শেষে এর অবচয় কত হবে ?
2.
কোন পদ্ধতিতে অবচয় নির্ণয় আয়কর আইন দ্বারা স্বীকৃত ?
3.
একটি যন্ত্রপাতির ক্রয়মূল্য ১০,০০০ টাকা, এর আয়ুকাল ১০ বছর, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ৪র্থ বছরে উক্ত যন্ত্রপাতির অবচয় কত ?
4.
একটি আসবাবপত্রের ক্রয় মূল্য ১৬,৮০০ টাকা। আসবাবপত্রটির আয়ুষ্কাল ৪ বছর। সরলরৈখিক পদ্ধতিতে আসবাবপত্রটির পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ ৩,৫০০ টাকা। আসবাবপত্রটি ব্যবহার হয়েছে-
5.
৫৪,০০০ টাকার একটি মেশিনের আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৪,০০০ টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয় হার কত ?
8.
বার্ষিক ১০% হারে ১,২০,০০০ টাকার একটি মেশিনের এক মাসের অবচয়-
9.
যন্ত্রপাতির জের জানুয়ারি ১, ২০০৭ তারিখে ৮০,০০০ টাকা। বছরে ৪০,০০০ টাকার যন্ত্রপাতি ক্রয় করা হলো। যন্ত্রপাতি যার ক্রয় মূল্য ছিল ২০,০০০ টাকা এবং অবচয় সঞ্চিতি ৫,০০০ টাকায়। ২০০৭ সালের ৩০ নভেম্বর যন্ত্রপাতি জের টাকায় হবে-
10.
একটি স্থায়ী সম্পদের অবচয় ১০% স্থির কিস্তি পদ্ধতিতে ধার্য করা হয়। ১৫% হারে অবচয় ধার্য করলে বাৎসরিক অবচয়ের পার্থক্য ২৫০ টাকা। সম্পদের মূল্য ছিল-
11.
অবচয় নির্ণয় করার সময় ভগ্নাবশেষ মূল্য বিবেচিত হয় না-
12.
একটি মেশিনের ক্রয়মূল্য ৳ ১০,০০০। ৫ বছর পর ভগ্নাবশেষ মূল্য হবে ৳ ৩১২ এর ১/২। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার হবে-
13.
কোনটি অবচয় নিরূপণের উপাদান নয় ?
14.
একটি সম্পদের আয়ুষ্কাল ১০ বছর হলে উক্ত সম্পদের সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার কত হবে ?
15.
নিচের কোনটি অবচয়ের ক্ষেত্রে সঠিক ?
16.
কোন অবচয় পদ্ধতিতে সময়ের ভিত্তিতে অবচয় নিরূপণ করা হয় না?
17.
মেশিন স্থাপনের জন্য ২০,০০০ টাকা মজুরি খরচ হয়, যার জন্য ডেবিট করতে হবে-
18.
সরলরৈখিক পদ্ধতিতে ৭ বছরের আয়ুষ্কাল সম্পন্ন একটি বার্ষিক অবচয় ৫,০০০ টাকা। সম্পক্তির ক্রয় মুল্য ৪০,০০০ টাকা হলে এর ভগ্নাবশেষ মূল্য কত টাকা হবে ?
19.
৫৪,০০০ টাকার একটি মেশিনের আয়ুষ্কাল ২০ বছর এবং ভগ্নাংশের মূল্য ৫,০০০ টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার-
20.
একটি ব্যবসা প্রতিষ্ঠান ৩,২০,০০০ টাকা দিয়ে একটি যন্ত্র ক্রয় করেছে। ক্রমহ্রাসমান জের পদ্ধতি অনুযায়ী ২৫% হারে অবচয় ধার্য করতে হবে। ২ বছর শেষে অবশিষ্ট বইমূল্য কত হবে ?
21.
আসবাবপত্রের ক্রয়মূল্য ২,৫০,০০০ টাকা, মেরামত খরচ ১০,০০০ টাকা, আয়ুষ্কাল ২০ বছর, ভগ্নাবশেষ মূল্য ৫০,০০০ টাকা, বার্ষিক অবচয় হার ১০% । ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ৫ম বছরের শেষে বহিঃমূল্য কত ?
22.
বার্ষিক ১০% অবচয় হারে ২৫,০০০ টাকায় ক্রয়কৃত একটি মেশিনের পুঞ্জীভূত অবচয় ১৫,০০০ টাকা। মেশিনটি ক্রয় করা হয়-
23.
একটি যন্ত্রের ক্রয়মূল ৬০,০০০ টাকা। ব্যবহারিক জীবকাল ১০ বছর ও শেষ উদ্ধারকৃত মূল্য ৫,০০০ টাকা। Sum of years digit পদ্ধতি ব্যবহার করে সপ্তম বছরের অবচয় নির্ণয় কর ?
24.
অবচয় চার্জ বা হিসাবভুক্ত না করা হলে কী হবে ?
25.
একাটি মেশিনের মূল্য ১০,০০০ টাকা, ভাগ্নাবশেষ মূল্য ১,০০০ টাকা এবং ৩য় বছরের রক্ষণাবেক্ষণ খরচ ২০০ টাকা হলে ১০% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে মেশিনটির ৩য় বছরের অবচয় কত ?