1.
অবচয় ও করের আগে আয়ের পরিমাণ ১,৮০,০০০ টাকা । চলতি বছরে অবচয় খরচ ২০,০০০ টাকা । কর হার ৪৫% হলে, নিট আয় কত ?
2.
'সাধারণ সঞ্চিতি' একটি ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য-
3.
নিচের কোনটি ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুসারে উদ্দ্বৃত্তপত্রের ছক ?
4.
১০% হারে কর প্রদানের পর একটি প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণ ৪৫,০০০ টাকা হলে, প্রতিষ্ঠান্টির প্রদত্ত করের পরিমাণ কত ?
5.
কোনো একটি ফার্মের বা কোম্পানির হিসাব সমীকরণের সম্পত্তির পরিমাণ ৳ ৫৬,৫০০/- এবং মালিকানাস্বত্ব ৳ ২৫,৭০০/- হলে কোম্পানির দায় কত হবে ?
6.
স্পর্শনীয় সম্পদ কোনটি ?
7.
অবচয় ও করের আগে আয়ের পরিমান ১৮০০০০ টাকা । চলতি বছর অবচয় খরচ ২০০০০ টাকা । কর হার ৪৫ % হলে , নিট আয় কত ?
8.
আগুনে বিনষ্ট পণ্য ৫০,০০০ টাকার বিপরীতে বিমা কোম্পানি ৩০,০০০ টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হলে সম্পদ হিসাবে দেখনো হবে-
9.
কোন সম্পদটি ত্বড়িত সম্পদ হিসেবে পরিচিত নয় ?
10.
মোট লাভ ১,৫০,০০০ টাকা; নিট লাভ ৮০,০০০ এবং বিপণন ব্যয় ৩০,০০০ টাকা হলে প্রশাসনিক ব্যয়ের পরিমাণ কত ?
11.
২০০৫ সালে ৮ বছরের জন্য ৬০,০০০ টাকা বিনিয়োগ করা হলো। বিনিয়োগের উপর সুদের হার ১০ টাকা। ৩১ ডিসেম্বর বকেয়া সুদ আয় বাবদ ৩,৫০০ টাকার সমম্বয় দাখিলা প্রদান করা হয়। সারাবছর ধরে কোনো নগদ সুদ প্রাপ্তি ছিল না বিনিয়োগের তারিখ ছিল-
12.
সারা বছরের চূড়ান্ত আর্থিক অবস্থা জানার জন্য প্রস্তুত করা হয়?
13.
কোনো বছরের নভেম্বরে ৪ মাসের জন্য উপভাড়া প্রাপ্তি ২,০০০ টাকা। উক্ত বছরের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য প্রস্ততকৃত বিশদ আয় বিবরণীতে উপভাড়া-দেখাতে হবে ?
14.
২০১১ সালে ষ্কয়ার ফার্মাসিউটিক্যালস লি. এর সম্পত্তি ৫০,০০০ টাকা কমেছে এবং দায় ৯০,০০০ টাকা কমেছে। এর ফলে মালিকানা স্বত্ব টাকায়ঃ
15.
একটি ফার্মের নিট মুনাফা এ বছর ৫,০০০ টাকা হলে এবং কর হার ৪০% হলে করপূর্ব মুনাফা কত ?
16.
১৫% ভ্যাটসহ ক্রয় ৬০,৫০০ টাকা, ক্রয় ফেরত ৩,০০০ টাকা হলে ক্রয় বাবদ প্রহত্ত ভ্যাটের পরিমাণ কত ?
17.
একটি কোম্পানি ১ মে ২০১১ থেকে ৩০ এপ্রিল ২০১২ পর্যন্ত ১,৮০০ টাকা বাড়ি ভাড়া প্রদান করে। ৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত বছরে উদ্বৃত্ত পত্রে অগ্রিম ভাড়া কত দেখাতে হবে ?
18.
উদ্বৃত্তপত্রে দেখানো হয় না কোন সঞ্চিতি ?
19.
আয় ও লাভের মধ্যকার কোন সম্পর্কটি সত্য ?
20.
কোম্পানি কর্তৃক সংগৃহীত VAT হলো-
21.
আলফা কোম্পানির ১০০০০০০ টাকা প্রাপ্য রয়েছে যা ৩৫০ দিনের মধ্যে প্রাপ্য । এটি প্রদর্শিত হবেঃ
22.
হিসাবকাল নীতি অনুযায়ী কোন হিসাবখাতগুলো বছর শেষে বন্ধ করে দিতে হয় ?
23.
সমাপনী মজুতপণ্য অতি মূল্যায়িত হলে নিচের সবগুলোকে অতি মূল্যায়িত করবে একটি ব্যতিত-
24.
যদি কোনো হিসাবকালের শেষ কর্মদিবসে কোনো কর্মচারী ৩,০০০ টাকা অর্জন করে তবে সঠিক সমন্বয় দাখিলা কী হবে ?
25.
আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধৃত্তপত্রের মৌলিক সীমাবদ্ধতা হলো-