1.
অংশীদারদের চলিত হিসাবের ডেবিট উদ্বৃত্ত কী প্রকাশ করে ?
2.
'ক' ও 'খ' কারবারের মুনাফা ২ঃ১ অনুপাতে নিয়ে থাকে। তাহলে মূলধনের সমাপনী জের যথাক্রমে ১,৭০,০০০ টাকা ও ১,১০,০০০ টাকা। বছর শেষে নিট লাভ ৪৫,০০০ টাকা। 'ক' ও 'খ'-এর প্রারম্ভিক মূলধন কত টাকা ।
3.
বছর শেষে অংশীদার ‘ গ ’ এর মূলধন ছিল ৳ ২৮,০০০। সে ঐ বছর উত্তোলন করে ৳ ১০,০০০। লভ্যাংশ বাবদ ৳ ৫,০০০ এবং মুলধনের সুদ ৳ ৩,০০০ পায়। তার প্রারম্ভিক মূলধন ছিল-
4.
অংশীদারি কারবারে অংশীদারদের মধ্যে প্রধানত কীসের ভিত্তিতে লাভ বণ্টিত হয় ?
5.
অংশীদারদের উত্তোলনের উপর সুদের হার কত ?
6.
কমিশন পরবর্তী নিট লাভের উপর অংশীদার 'গ' এর জন্য নির্ধারিত ৫% কমিশন বাবদ সে ১,০০০ টাকা পেল। সে 'ক' ও 'খ'-এর সাথে সম অংশীদার। লাভের অংশ 'গ' কত টাকা পাবে ?
7.
অংশীদারগণের চলতি হিসাব খোলা উচিত যখন তাদের মূলধন হয়-
8.
লিখিত চুক্তির অবর্তমানে কোন অংশীদার নিচের কোনটি দাবি করতে পারে ?
9.
অংশীদারগণের উত্তোলনের তারিখ উল্লেখ না থাকলে কত মাসের উত্তোলনের সুদ নির্ণয় করা হয় ?
10.
যদি স্থায়ী মূলধন পদ্ধতি অনুসরণ করা হয়, তাহলে অংশীদারদের লভ্যাংশের শেয়ার অংশীদারদের-
11.
ক একটি অংশীদারি ব্যবসায়ের অংশীদার। সে ১৯৯৯ সালে বার্ষিক ৬% হার সুদ ৬,০০০ টাকা উত্তোলন করেছিল। তার উত্তোলনের সুদ কত টাকা ?
12.
জনাব x ও জনাব Y দুইজন অংশীদার যারা ৩: ২ অনুপাতে লাভ-ক্ষতি ভােগ করে। তারা জনাব Z কে নতুন অংশীদার হিসেবে ১/৪ অংশ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তাদের লাভ-ক্ষতি ভােগের নতুন অনুপাত কত?
13.
বাংলাদেশে প্রচলিত অংশীদারি আইন কত সালে প্রণীত ?
14.
একটি অংশীদারি কারবারের অবসায়নের ক্ষেত্রে কারবারের নগদ অর্থ অংশীদারদের মধ্যে বণ্টিত হবে-
15.
বিথী ও চৈতী একটি অংশীদারি ব্যবসায়ের দুইজন অংশীদারি। তাদের মুনাফা বণ্টন অনুপাত ৩ঃ২। তারা সাথীকে ১/৩ অংশ মুনাফা বণ্টনের চুক্তিতে ব্যবসায়ে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে। বিথী,চৈতী ও সাথীর মধ্যে মুনাফার নতুন অনুপাত কত হবে ?
16.
চুক্তির অবর্তমানে অংশীদারি কারবারের সদস্যগণকে নিম্নের কোনটি বাধ্যতামূলক ধরতে হয়-
17.
টুটুল ও রাতুল কারবারের মুনাফা ২ঃ১ অনুপাতে বন্টন করে থাকে। তাদের মূলধন হিসাবের সমাপনী উদ্বৃত্ত যথাক্রমে ৩,৬০,০০০ টাকা ও ২,০০,০০০ টাকা। বছর শেষে বন্টনযোগ্য মুনাফা ৯০,০০০ টাকা । রাতুলের প্রারম্ভিক মূলধন কত ?
18.
অংশীদারি কারবার অবসায়ন হলে সমাপনী মুজত অংশীদারগণের মধ্যে যে ভাবে ভাগ করা হয়-
19.
অংশীদারি ব্যবসায়ে কোন ব্যক্তি মূলধন বিনিয়োগ না করে অংশীদার হিসেবে তার নাম ব্যবহারের অনুমতি দেয়-তাকে কী বলে ?
20.
রাকিব ও শাকিব একটি অংশীদারি কারবারের দুইজন অংশীদার। উক্ত কারবারের নিট মুনাফা ৬০,০০০ টাকা। রাকিবের উত্তোলন (১০ % হার সুদে) ১০,০০০ টাকা এবং শাকিবের বেতন ৫,০০০ টাকা। মুনাফা বণ্টনের হার যদি ৩: ২ হয় তবে রাকিব ও শাকিব যথাক্রমে পাবে-