1.
ধর, একটি কোম্পানির চলতি অনুপাত ১.৫ এবং কার্যকরী মূলধন ২৫,০০০ টাকার সমান। মোট চলতি দায় সমান হবেঃ
2.
দীর্ঘমেয়াদি দায় ২০,০০০ টাকা; চলতি সম্পত্তি ২৫,০০০ টাকা এবং চলতি অনুপাত ৫:২ হলে মোট দায় কত ?
3.
প্রারম্ভিক মজুত ৩,০০০ টাকা, সমাপনী মজুত ৫,০০০ টাকা, বিক্রয় ৪০,০০০ টাকা এবং লাভের হার ২০% হলে মজুত পণ্যের আবর্তন আনুপাত কত ?
4.
নিট কার্যকরী মূলধনের পরিমাণ ৬৫,৯০০ টাকা এবং চলতি অনুপাত হলো ৭:৩। স্বল্পমেয়েদি দায়ের পরিমাণ কত ?
5.
একটি কোম্পানির ২০১৭ সনের তথ্যসমূহ নিম্নরূপ: নিট বিক্রয় ১,৭৫,০০০ টাকা, নিট আয় ৯৫,০০০ টাকা, মোট সম্পত্তির প্রারম্ভিক ও সমাপনী জের যথাক্রমে ৩,০০,০০০ টাকা এবং ৪,০০,০০০ টাকা। কোম্পানির সম্পত্তির আবর্ত্ন অনুপাত কত ?
6.
দায়-মালিকানা অনুপাত ১:২। মালিকানা তহবিল ৳ ২,০০০ হলে মোট দায় হবে-
7.
একটি কোম্পানির বিক্রয় ১০,০০,০০০ টাকা এবং ক্রয় মূল্যের উপর মুনাফার হার ২৫%। যদি মজুত আবর্তন ৫ বার হয় এবং প্রারম্ভিক মজুত পণ্যের মূল্য ৮০,০০০ টাকা হয়, তবে সমাপনী মজুত পণ্যের মূল্য কত টাকা ?
8.
নিচের কোনটি মুনাফা অর্জন ক্ষমতার অনুপাত নয় ?
9.
৩১ ডিসেম্বর ২০১২ তারিখে রহিম ট্রেডার্সের হিসাব নিচের তথ্য দেখাচ্ছেঃ প্রারম্ভিক মজুত ৯০,০০০ টাকা; সমাপনী মজুত ৭০,০০০ টাকা; বিক্রীত পণ্যের ব্যয় ৬,৬,০০০ টাকা এবং বিক্রয় ৯০,০০০ টাকা । রহিম ট্রেডার্সের ২০১২ সনে মজুতের দিন ছিলঃ
10.
নিম্নের কোনটি স্বল্পকালীন তারল্যের মাপকাঠি হিসেবে কম গুরুত্বপূর্ণ-
11.
'Capital Gearing' অনুপাতের আর্দশ মান কত ?
12.
যদি বাকিতে বিক্রয় ১৫,০০০ টাকা, বিক্রীত পণ্যের ব্যয় ১০,০০০ টাকা এবং দেনাদার আবর্তন হার ৫ হয়, তাহলে গড় দেনাদার কত ?
13.
প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের ক্ষমতা নির্ণয় করা যায় কীসের মাধ্যমে ?
14.
সাধারণত মোট দেনাদারের নিকট হতে প্রাপ্য টাকা ও অনাদায়ী পাওনার অনুপাতের আদর্শ গড় মান কত ?
15.
চলতি দায় মিটানোর ক্ষমতা কোন অনুপাতের দ্বারা নির্ণয় করা হয় ?
16.
বিক্রয়ের পরিমাণ ৮০,০০০ টাকা এবং বিনিয়োজিত মূলধনের পরিমাণ ১,০৬,২০০ টাকা হলে, বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত কত ?
17.
দায়-মালিকানাস্বত্ব অনুপাত ৩০%। মোট দায় ৩৬,০০০ টাকা হলে মোট সম্পত্তির পরিমাণ কত ?
18.
ত্বরিত অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে নিচের কোনটি বিবেচনা করা হয় না ?
19.
দীর্ঘমেয়াদি দায় ৩০,০০০ টাকা, চলতি সম্পদ ২৭,০০০ টাকা এবং চলতি অনুপাত ৩ : ১ হলে মোট দায় কত টাকা ?
20.
নিট বিক্রয় ২১,০০০ টাকা, লাভ ক্রয় মূল্যের উপর ২৫% প্রারম্ভিক মজুত ২,০০০ টাকা, সমাপনী মজুত ৩,০০০ টাকা। মজুত আবর্তন অনুপাত কত ?