GST COMMERCE FINAL MODEL TEST 2

GST COMMERCE FINAL MODEL TEST 2

EXAM TIME: 60 MINS

MARKS: 100

Name
Roll
1. 
ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালনের উদ্দেশ্য হলো-

2. 
ব্যবসায় পরিবেশ ব্যবসায়ের উপর প্রভাব-

3. 
পৃথিবীর সকল দেশে কী ধরনের কারবারের সংখ্যা অধিক ?

4. 
১৯৩২ সালের অংশীদারি আইনের কোন ধারায় বিলোপসাধন সম্পর্কে বলা হয়েছে ?

5. 
পরিমেল নিয়মাবলিতে উল্লেখ থাকে না-

6. 
নিচের যে বিষয়টি প্রাইভেট লিঃ কোম্পানির উদ্বৃত্তপত্রে পরিলক্ষিত হয় না-

7. 
পৃথিবীর প্রথম সমবায় সমিতি কোনটি ?

8. 
বাংলাদেশে পোস্টাল কোড কত সালে চালু হয় ?

9. 
কপিরাইট আইন কত সালের ?

10. 
WASA কোন মালিকানায় প্রতিষ্ঠিত ?

11. 
ব্যবসায় সংগঠন ও পরিচালনায় ঝুঁকি গ্রহণ করেন কে ?

12. 
ই-মার্কেটিং এর অন্য নাম কী ?

13. 
মূল্য সংযোজন কর কিসের উপর ধার্য করা হয় ?

14. 
কোনটি প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যবস্থাপনার মানবীয় উপকরণ ?

15. 
Esprit de Corps একটি-

16. 
নিম্নের কোনটি পরিকল্পনার প্রকারভেদের মধ্যে পড়ে না ?

17. 
সরলরৈখিক সংগঠনকে অন্য কথায় বলে-

18. 
শুষ্ক পদোন্নতির (Dry Promotion) ক্ষেত্রে কী বৃদ্ধি পায় না ?

19. 
কোন ধরনের নেতৃত্বে কর্মীগণ স্বেচ্ছাচারী হয়ে উঠে ?

20. 
মাসলোর চাহিদা সোপান তত্ত্ব কোনটির ওপর ভিত্তি করে উদ্ভাবিত ?

21. 
Internet ব্যবহার শুরু হয় কোন দশক থেকে ?

22. 
প্রারম্ভে শুরুর নীতি ব্যবস্থাপনার কোন কাজের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ ?

23. 
ব্যবস্থাপনা কার্যক্রমের যে ধাপের আলোকে নতুন পরিকল্পনা গ্রহণ করা হয় ?

24. 
বিমাতে 'পেরিল' শব্দটি কি অর্থে ব্যবহ্নত হয় ?

25. 
একটি বৈধ্য চেকের মেয়াদ কত দিন ?

26. 
প্রভিডেন্ট ফান্ডে কোম্পানির দান ২০,০০০ টাকা কোন প্রকার লেনদেন ?

27. 
কোন লেনদেনের জন্য নগদ অর্থ ব্যয় হবে ?

28. 
দেনাদার এর American Term...........?

29. 
ক্রয় জাবেদার প্রতিটি এন্ট্রির জন্য-একটি করে এন্ট্রির প্রয়োজন হয় -

30. 
২০১৭ আর্থিক বছরে কোম্পানির সম্পদ ৭০,০০০ টাকা কমেছে এবং দায় ১,০০,০০০ টাকা কমেছে। কোম্পানির মালিকানাস্বত্ব কত ?

31. 
দাগকাটা চেকে পণ্য বিক্রয় করা হলে কোন হিসাব ডেবিট করতে হবে ?

32. 
কারবারের সামগ্রিক নগদ অবস্থা জানার উদ্দেশ্যে প্রস্তুত করা হয় কোনটি ?

33. 
উত্তোলনের উপর সুদ ২৫০ টাকার জন্য ডেবিট করতে হবে -

34. 
২০০ টাকার জায়গায় ২০ টাকা বা ৫১৩ টাকার জায়গায় ৩৫১ টাকা লেখাকে বলে-

35. 
রেওয়ামিল প্রণয়ন হিসাব চক্রের কোন ধাপ ?

36. 
বাংলাদেশে গৃহীত হিসাবের আদর্শমানকে কী বলে ?

37. 
২০১২ সালের ১ জানুয়ারি তারিখে প্রস্তুত ও স্বীকৃত ৩ মাস মেয়াদি বিলের মেয়াদপূর্তির দিবস কত ?

38. 
গ্রাহকের নিকট থেকে স্বীকৃতি পেলে কোন বহিতে লেখা হয় ?

39. 
ধারে ২০,০০০ টাকার আসবাবপত্র ক্রয়ের দ্বারা কী বৃদ্ধি পাবে ?

40. 
বার্ষিক ১০% হারে ১,২০,০০০ টাকার একটি মেশিনের এক মাসের অবচয়-

41. 
মোট সম্পত্তি ৫,৮০,০০০ টাকা, মূলধন ২,৯০,০০০ টাকা এবং মোট দায় ১,৫০,৫০০ টাকা হলে নিট মুনাফার পরিমান কত হবে ?

42. 
নিচের কোনটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের বিশেষ তহবিলের উদাহরণ নয় ?

43. 
অংশীদারগণের উত্তোলনের তারিখ উল্লেখ না থাকলে কত মাসের উত্তোলনের সুদ নির্ণয় করা হয় ?

44. 
কোন খরচটির জন্য নগদ অর্থ ব্যয় হয় না ?

45. 
বাংলাদেশের কত সালের আইন অনুযায়ী কোম্পানি গঠিত হয় ?

46. 
নিচের কোনটি কোম্পানির উদ্বৃত্তপত্রে চলতি দায় হিসাবে প্রদর্শিত হয় ?

47. 
প্রারম্ভিক মজুত, শেষ মজুত ও বিক্রয় করা পণ্যের মূল্য যথাক্রমে ৪০০ টাকা, ৭০০ টাকা ও ৩,৪০০ টাকা হলে, নিট ক্রয় কত ?

48. 
বিক্রয়মূল্যের ওপর ২০% হারে লাভ করতে চাইলে ক্রয়মূল্যের ওপর কত হারে লাভ করতে হবে ?

49. 
নিট বিক্রয় ও মোট মুনাফার পরিমাণ যথাক্রমে ৬০,০০০ টাকা এবং ১২,০০০ টাকা হলে ক্রয়মূল্যের উপর মুনাফার হার কত ?

50. 
বার্ষিক ১০% অবচয় হারে ২৫,০০০ টাকায় ক্রয়কৃত একটি মেশিনের পুঞ্জীভূত অবচয় ১৫,০০০ টাকা। মেশিনটি ক্রয় করা হয়-

51. 
আহবান গল্পের মূখ্য বিষয় -

52. 
'রেইনকোট' গল্পের পটভূমি কোন শহরের ?

53. 
নৌকাডুবি কি?

54. 
আজীবন সধবা যে নারী -

55. 
Forfeit এর অর্থ -

56. 
'ঊর্ণনাভ' শব্দটি দিয়ে বুঝায় -

57. 
'পাথরে পাঁচ কিল' এর অর্থ কি?

58. 
'মুখরতা' এর বিপরীত শব্দ -

59. 
'হারামণি' কোন সমাসের উদাহরণ?

60. 
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি?

61. 
নিচের কোনটি অর্ধ-তৎসম শব্দ ?

62. 
কোনটি সমষ্টিবাচক শব্দ নয় ?

63. 
'মাতাল ঋত্বিক' কার গ্রন্থের নাম?

64. 
The Correct Antonym of the word 'Enormous' is-

65. 
This is ____ heroic action.

66. 
Choose the correct Sentence -

67. 
'At baggers drawm' means -

68. 
Every member of my family _____ here tonight.

69. 
Many a _____ tried to complete the work.

70. 
Read to learn. (Complex)

71. 
"Come in,my friend" Said I . Indirect speech -

72. 
A Preposition used with a verb is an-

73. 
Choose the correct Spelling -

74. 
What is the synonym of 'efface'?

75. 
I feel _______ now.

76. 
কোন তত্ত্বের উপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত?

77. 
কোনটি জীবদেহে পরিবর্তন আনার জন্য প্রয়োজন?

78. 
আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স পদ্ধতি কোনটি ?

79. 
কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করা হয় কোন প্রজন্মের কম্পিউটারে?

80. 
যৌগিক গেট কোনটি?

81. 
যুক্তি এ্যালজেবরার উদ্ভাবক কে ?

82. 
কম্পিউটারের একটি ক্যারেক্টারের জন্য কতটুকু মেমরি প্রয়োজন?

83. 
ইমেইলের ব্যান্ডউইথ কত ?

84. 
UTP এর পুর্ণরুপ কি?

85. 
৩য় প্রজন্মের ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং ভাষা কোনটি?

86. 
কোনটি উচ্চস্তরের ভাষা?

87. 
Perl প্রোগ্রামিং ভাষাটি কত সালে আবিষ্কার করা হয়?

88. 
FF এর পরবর্তী মান কত?

89. 
আট বিটের বাইনারি সংখ্যায় +1 কে লেখা হয় -

90. 
ইমেইল এড্রেসের কয়টি অংশ থাকে?

91. 
থিননেট কোএক্সিয়াল ক্যাবলের ব্যাস কত?

92. 
ন্যারোব্যান্ডে সর্বনিম্ন ডেটা স্পিড কত বিপিএস ?

93. 
A0 এর দশমিক মান কত?

94. 
সোহানুরের বয়স বাইনারিতে ১১০১ , শুভ সোহানুরের চেয়ে ১ বছরের বড় হলে শুভর বয়স ডেসিমালে কত?

95. 
কোন পদ্ধতিতে কম্পিউটার বিয়গের কাজ সম্পন্ন করে?

96. 
ABC এর পূর্বের ও পরের সংখ্যার যোগফল কত?

97. 
-5 এর 2 এর পরিপূরক কত?

98. 
ভেরিয়েবল নামকরণে সর্বাধিক কত ক্যারেক্টর ব্যবহার করা যায়?

99. 
ডেটাবেজে Yes/No ডেটার সাইজ কত বাইট?

100. 
ডেটাবেজ এর প্রাণ -

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!