5.
বসুন্ধরা লিমিটেড ৫০,০০০ টাকার একটি মেশিন ক্রয় করে। উহার পরিবহন খরচ ২০০ টাকা, এবং সংস্থাপন ২,০০০ টাকা মেশিনটি চালু করার আগে রং খরচ ১,০০০ টাকা। এক্ষেত্রে মেশিন হিসেবে কত টাকা ডেভিট করা হবে ?
11.
নির্দিষ্ট সময় শেষে ক্রয় ফেরত বহির যোগফল স্থানান্তরিত হয়-
12.
একটি হিসাবকালের প্রারম্ভে একটি কোম্পানির মোট মালিকানাস্বত্ব ছিল ৭,২০,০০০ টাকা ও দায় ছিল ৬,০০,০০০ টাকা। উক্ত হিসাবকালে সম্পদ ৪,২০,০০০ টাকায় ও দায় ১,৮০,০০০ টাকায় বৃদ্ধি পায়। উক্ত বর্ষে নতুন করে ১,২০,০০০ টাকা মূলধন সংগ্রহীত হয় ও ১,০০,০০০ টাকা লভ্যাংশ বিতরণ করা হয়। উক্ত হিসাবকালে কতটাকা মুনাফা অর্জিত হয়েছে ?
24.
একটি ক্রয় চালানে প্রতিটি ৮০০ টকার ৫টি পণ্য অন্তর্ভুক্ত রয়েছে, যাতে শতকরা ২৫ টাকা হারে কারবারি বাট্রা ও শতকরা ৫ টাকা হারে নগদ বাট্রা রয়েছে। যদি ধারে ক্রয়ের সময়কালের মধ্যে পরিশোধিত হয় তাহলে চেকটি কত টাকার হবে ?
34.
ব্যাংকে জমাকৃত ১০,০০০ টাকার চেক প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসে। হিসাব সমীকরণে এর প্রভাব কী হবে ?
49.
মি. কবির তাৎক্ষণিকভাবে ২,০০,০০০ টাকা নগদ প্রদান করে এবং তিন মাসের মধ্যে পরিশোধ্য ৫,০০,০০০ টাকার একটি বিল স্বাক্ষর করে ৭,০০,০০০ টাকার গাড়ি ক্রয় করল। এ লেনদেনের ফলে হিসাব সমীকরণে কী হয়েছে ?