GST COMMERCE LESSON FINAL 2

GST COMMERCE LESSON FINAL 2

EXAM TIME: 30 MINS

MARKS: 50

Name
Roll
1. 
He Said, "All must go". What is the correct indirect speech -

2. 
'You should have done it' Passive is -

3. 
ব্যাংক সমম্বয় বিবরণীতে ব্যাংকে উপস্থাপিত না হওয়া চেক-

4. 
The correct Passive of 'I had written the letter' -

5. 
ইমেইলের ব্যান্ডউইথ কত ?

6. 
কি কারণে একমালিকানা কারবারের বিরুদ্ধে মামলা করা যায় না ?

7. 
He said, "I shall go to office". Indirect speech -

8. 
একটি অংশীদারি ব্যবসায়ের সুষ্ঠ পরিচালনার জন্য নিম্নের কোন ব্যবস্থাটি অধিকতর ভূমিকা রাখে ?

9. 
কোনটি একমূখী ডেটা প্রবাহ ?

10. 
সবচেয়ে নিরাপদ চেক কোনটি ?

11. 
সাধারণ অংশীদারি ব্যবসায়ে সর্বোচ্চ সদস্য সংখ্যা থাকে কতজন ?

12. 
He Said, "Let me have some milk". What is the correct indirect speech -

13. 
জনাব হিউসল ২,০০০ টাকার চেক ইস্যু করেন কিন্তু এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি। এছাড়া ব্যাংক সুদ মঞ্জর করে ৫০০ টাকা কিন্তু নগদান বইয়ে হিসাবভুক্ত হয়নি। এক্ষেত্রে নগদান বই ও পাশ বইয়ের গড়মিলের পরিমাণ কত ?

14. 
ব্যাংক সমম্বয় বিবরণী কে প্রস্তুত করেন ?

15. 
কোন প্রযুক্তি ওয়্যারলেস প্লান এর জন্য ব্যবহার করা যায়?

16. 
শূন্য ব্যালেন্সর নির্দেশক কোনটি ?

17. 
অংশীদারি ব্যবসায় নাবালক অংশিদার কি নামে পরিচিত পায়?

18. 
কম্পিউটারের একটি ক্যারেক্টারের জন্য কতটুকু মেমরি প্রয়োজন?

19. 
একটি হিসাবের জের ৯০ টাকা যা রেওয়ামিলের ভুল পার্শ্বে দুইবার লেখা হয়েছে। অন্যান্য সবকিছু ঠিক থাকলে দুই পার্শ্বের পার্থক্য হবে -

20. 
The correct Passive of 'Fortune favours the brave' -

21. 
বাংলাদেশের ব্যবসায় জগতের শতকরা কতভাগ একমালিকানার কারবার প্রতিষ্ঠা দ্বারা পরিব্যাপ্ত ?

22. 
নতুন পণ্যের বাজার সৃষ্টি ও বন্টনে একমালিকানা ব্যবসায় গুরুত্বপূর্ণ কেন ?

23. 
Which is the correct voice form?

24. 
'He Made us work' Make it passive-

25. 
He said to me, "Do it now". Indirect speech -

26. 
নাবালক অংশীদার চুক্তি করতে পারে না কত সালের চুক্তির আইন অনুযায়ী?

27. 
ক্যাশ বই অনুযায়ী ব্যালেন্স ২,৯০০ টাকা; ইস্যুকৃত কিন্তু অনুপস্থিত চেক ৮০০ টাকা; ব্যাংক কর্তৃক আদায়কৃত বিল ২,২০০ টাকা; জমাকৃত কিন্তু অমর্যাদাকৃত চেক ৩,০৯০ টাকা হলে পাশ বইয়ের ব্যালেন্স কত ?

28. 
উপভাড়াটিয়ার নিকট থেকে পাপ্ত ৬,০০০ টাকা যার মধ্যে ৪,০০০ টাকা পাওয়া গেছে এবং ২,০০০ টাকা বকেয়া আছে। এক্ষেত্রে ২,০০০ টাকা রেওয়ামিলের কোথায় বসবে ?

29. 
নিচের কোনটি অলীক সম্পত্তি ?

30. 
ব্যাংক সমম্বয় বিবরণী প্রস্তুতের প্রধান উদ্দেশ্য হলো-

31. 
সেলুলার ফোনে কোন টপোলজি ব্যবহৃত হয়?

32. 
কোনটি রেওয়ামিলে ক্রেডিট করা হয় না ?

33. 
দায়দায়িত্বের বিবেচনায় কোন ধরনের ব্যবসায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ?

34. 
অংশীদারি আইনের কত ধারায় ঐচ্ছিক অংশীদারি ব্যবসার উল্লেখ করা আছে?

35. 
চুক্তিতে উল্লেখ না থাকলে ঋনের উপর কত হারে সুদ দিতে হয়?

36. 
সম্প্রসারণের অসুবিধা সবচেয়ে কোন ব্যবসায়ে বেশি-

37. 
রনি, জনি ও সনি মিলে একটি বইয়ের দোকান দিলেন। সনি মূলধন দিলেও ব্যবসা পরিচালনায় অংশগ্রহন করে না। সনি কোন ধরনের অংশীদার?

38. 
ব্যাংক সমম্বয় বিবরণীতে নিচের কোনটি ক্রেডিট মেমোরেন্ডামের উদাহরণ ?

39. 
পৌর এলাকায় একমালিকানা ব্যবসায় পরিচালনা করতে কোন ধরনের সনদ দরকার হয়-

40. 
সিটি কর্পোরেশন এলাকায় একমালিকানা ব্যবসায় পরিচালনার জন্য কোন ধরনের সনদ সংগ্রহ করতে হয় ?

41. 
অ্যাসিনোক্রোনাস ট্রান্সমিশনে প্রতিবারে কত বিট করে ডেটা ট্রান্সমিট করে ?

42. 
UTP এর পুর্ণরুপ কি?

43. 
অংশীদারি ব্যবসায়ের লিখিত চুক্তিকে বলা হয় ?

44. 
অনিশ্চিত হিসাব কোন ধরনের হিসাব ?

45. 
সাদীর নিকট হতে ৫,০০০ টাকা প্রাপ্তি মিজানের হিসাবে ক্রেডিট করা হয়েছে। এটি কোন জাতীয় ভুল ?

46. 
ভয়েস ব্যান্ডের ডেটার সর্বোচ্চ গতি কত?

47. 
হিসাবের ভুলতুটি সংশোধন করা হয় কোন জাবেদার মাধ্যেমে ?

48. 
ডাটা কমিউনিকেশনের প্রধান উপাদান কতটি?

49. 
ইন্টারনেটের গতি কিসের উপর নির্ভর করে?

50. 
You said to me, "You are right". Indirect speech -

Related Posts

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!