3.
৫৪,০০০ টাকার একটি মেশিনের আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৪,০০০ টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয় হার কত ?
4.
একাটি মেশিনের মূল্য ১০,০০০ টাকা, ভাগ্নাবশেষ মূল্য ১,০০০ টাকা এবং ৩য় বছরের রক্ষণাবেক্ষণ খরচ ২০০ টাকা হলে ১০% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে মেশিনটির ৩য় বছরের অবচয় কত ?
17.
একটি যন্ত্রের ক্রয়মূল ৬০,০০০ টাকা। ব্যবহারিক জীবকাল ১০ বছর ও শেষ উদ্ধারকৃত মূল্য ৫,০০০ টাকা। Sum of years digit পদ্ধতি ব্যবহার করে সপ্তম বছরের অবচয় নির্ণয় কর ?
20.
যন্ত্রপাতির জের জানুয়ারি ১, ২০০৭ তারিখে ৮০,০০০ টাকা। বছরে ৪০,০০০ টাকার যন্ত্রপাতি ক্রয় করা হলো। যন্ত্রপাতি যার ক্রয় মূল্য ছিল ২০,০০০ টাকা এবং অবচয় সঞ্চিতি ৫,০০০ টাকায়। ২০০৭ সালের ৩০ নভেম্বর যন্ত্রপাতি জের টাকায় হবে-
28.
BSTI এর মুখ্য কাজ কোনটি ?
30.
অগ্রপ্রদত্ত ভাড়ার প্রারম্ভিক জের ছিল ৫০০ টাকা, এবং সমাপনী জের ২,৮০০ টাকা। ভাড়া খরচ হিসাবে-এ সমম্বয় প্রক্রিয়ার কালে ১,৮০০ টাকা ডেবিট করা হয়েছে। ভাড়ার জন্য নগদ কত টাকা ব্যয়িত হয়েছিল ?
33.
সরলরৈখিক পদ্ধতিতে ৭ বছরের আয়ুষ্কাল সম্পন্ন একটি বার্ষিক অবচয় ৫,০০০ টাকা। সম্পক্তির ক্রয় মুল্য ৪০,০০০ টাকা হলে এর ভগ্নাবশেষ মূল্য কত টাকা হবে ?
38.
১ জানুয়ারি, ২০০০ সাল তারিখে যদি জমাকৃত মুনাফা হিসাবের জের ৬৩,০০০ টাকা হয় এবং কোম্পানি ২০০০ সালে নিট ক্ষতির পরিমাণ ১২,০০০ টাকা হয়, তবে সমাপনী দাখিলার অন্তর্ভূক্ত হবে-