GST COMMERCE LESSON FINAL 6

GST COMMERCE LESSON FINAL 6

EXAM TIME: 30 MINS

MARKS: 50

Name
Roll
1. 
ক একটি অংশীদারি ব্যবসায়ের অংশীদার। সে ১৯৯৯ সালে বার্ষিক ৬% হার সুদ ৬,০০০ টাকা উত্তোলন করেছিল। তার উত্তোলনের সুদ কত টাকা ?

2. 
অংশীদারি কারবারে অংশীদারদের মধ্যে প্রধানত কীসের ভিত্তিতে লাভ বণ্টিত হয় ?

3. 
অংশীদারদের চলিত হিসাবের ডেবিট উদ্বৃত্ত কী প্রকাশ করে ?

4. 
'আকাশ' এর সমার্থক শব্দ কি ?

5. 
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন কত সালে-

6. 
মূলধন তহবিল নির্ণয়ে কোনটি বিবেচিত হয় না ?

7. 
ব্যবসায়ের সব থেকে মর্যাদার বিষয় কোনটি ?

8. 
বাংলাদেশের সর্বপ্রথম ATM কার্ড প্রবর্তন করে কোন ব্যাংক ?

9. 
কোনটি উচ্চস্তরের ভাষা?

10. 
The Correct Antonym of the word 'superficial' is-

11. 
'সূর্য' সমার্থক শব্দ কি ?

12. 
৩য় প্রজন্মের ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং ভাষা কোনটি?

13. 
অনুবাদক প্রোগ্রামটি -

14. 
পণ্যমূল্য স্থিতিশীল রাখার মাধ্যমে কার প্রতি সামাজিক দায়িত্ব পালন করা হয় ?

15. 
The Correct Antonym of the word 'Urbane' is-

16. 
টুটুল ও রাতুল কারবারের মুনাফা ২ঃ১ অনুপাতে বন্টন করে থাকে। তাদের মূলধন হিসাবের সমাপনী উদ্বৃত্ত যথাক্রমে ৩,৬০,০০০ টাকা ও ২,০০,০০০ টাকা। বছর শেষে বন্টনযোগ্য মুনাফা ৯০,০০০ টাকা । রাতুলের প্রারম্ভিক মূলধন কত ?

17. 
ই-ব্যাংকিং এর কার্যক্রম শুরু হয় কত সালে ?

18. 
অংশীদারদের উত্তোলনের উপর সুদের হার কত ?

19. 
বাংলাদেশে মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু হয় কত সালে ?

20. 
Antonym of the word 'meek' is-

21. 
প্রোগ্রামিং ভাষার নিয়ম কানুনকে কি বলে?

22. 
What is the Antonym of 'Abduct'?

23. 
কোনটি সি ভাষার ফাংশন?

24. 
অংশীদারগণের চলতি হিসাব খোলা উচিত যখন তাদের মূলধন হয়-

25. 
চেক এর আধুনিক বিকল্প কোনটি ?

26. 
ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালনের উদ্দেশ্য কোনটি ?

27. 
অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য কী ?

28. 
ব্যবসায় কর্তৃক সামাজিক দায়িত্ব পালনের ফলে প্রথমত কী বৃদ্ধি পায় ?

29. 
মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নিম্নোক্ত কোন কাজ করা যায় ?

30. 
বাংলাদেশে কত সালের পরিবেশ সংরক্ষণ আইন প্রচলিত রয়েছে ?

31. 
কোনটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন জাতীয় আয় ?

32. 
অব্যবসায়ী প্রতিষ্ঠানে অগ্রিম চাঁদা প্রাপ্তি -

33. 
এ বছর চাঁদা বাবদ আয় ৫,০০০ টাকা, গত বছরের অগ্রিম চাঁদা প্রাপ্তি ১,০০০ টাকা। এ বছর অগ্রিম চাঁদা প্রাপ্তি ১,৫০০ টাকা, গত বছরের বকেয়া চাঁদা প্রাপ্তি ৫০০ টাকা এ বছরের বকেয়া চাঁদা ২০০ টাকা। অতএব, এ বছরের নগদ প্রাপ্তি হবে-

34. 
কোন ধরনের পরিবেশ দূষণের কারণে মানুষের সুস্থ চিন্তায় বাধার সৃষ্টি হয় ?

35. 
কোন কোম্পানি সর্বপ্রথম ই-বিজনেস প্রবর্তন করে ?

36. 
মেশিন ল্যাঙ্গুয়েজের পর কোন ল্যাঙ্গুয়েজ তৈরি হয়?

37. 
'C' ভাষাটি কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করে তৈরি করা হয়েছে?

38. 
ইলেকট্রনিক পদ্ধতিতে কখন ক্রেতা ও বিক্রেতা উভয়ই ব্যবসায়ী ?

39. 
Antonym of the word 'Venerate' is-

40. 
একটি সংঘের সদস্য সংখ্যা ৫০ জন। চাঁদার হার প্রতি মাসে ৬০ টাকা। ১৫ জন সদস্য চলতি বছরে ৩ মাসের চাঁদা প্রদান করেনি, এ বছর আয়-ব্যয় হিসাব চাঁদা বাবদ কত টাকা দেখাতে হবে ?

41. 
C++ ভাষা কে উদ্ভাবন করে?

42. 
'ক' ও 'খ' কারবারের মুনাফা ২ঃ১ অনুপাতে নিয়ে থাকে। তাহলে মূলধনের সমাপনী জের যথাক্রমে ১,৭০,০০০ টাকা ও ১,১০,০০০ টাকা। বছর শেষে নিট লাভ ৪৫,০০০ টাকা। 'ক' ও 'খ'-এর প্রারম্ভিক মূলধন কত টাকা ।

43. 
CSR এর পূর্ণরূপ কী ?

44. 
১৫% হারে ১ বছরের বিনিয়োগের সুদ পাওয়া গেল ৯,০০০ টাকা, এক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ কত ?

45. 
' শমনী' এর সমার্থক শব্দ নয় কোনটি?

46. 
Perl প্রোগ্রামিং ভাষাটি কত সালে আবিষ্কার করা হয়?

47. 
প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণের জন্য কোন প্রতিকটি ব্যবহৃত হয়?

48. 
একটি অংশীদারি কারবারের অবসায়নের ক্ষেত্রে কারবারের নগদ অর্থ অংশীদারদের মধ্যে বণ্টিত হবে-

49. 
'অখিল' এর সমার্থক শব্দ কি?

50. 
'ধরাধর' এর সমার্থক শব্দ -

Related Posts

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!