1.
কোন কণা 2m বৃত্তাকার পথে প্রতি মিনিটে 100 বার আবর্তন করে। এর রৈখিক বেগ কত?
2.
একটি বস্তুর সর্বোচ্চ বিস্তার 5.0m এবং 8.0s দোলনকালে সরল ছন্দিত গতি সম্পন্ন। বস্তুটির সর্বোচ্চ বেগ কত?
3.
ঘড়ির কাঁটার গতি কি ধরণের গতি?
4.
কোনটি জটিল গতির উদাহরণ?
6.
অর্ধসুর এর সুরানুপাত কত?
7.
তরল পদার্থের বাষ্পায়নের হার কোন বিষয়ের উপর নির্ভরশীল নয়?
8.
একটি সরল দোলকের দোলকপিন্ডটি পানি দ্বারা পরিপূর্ণ করলে দোলনকাল কি হবে?
9.
দ্রুব উষ্ণতায় কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন উহার উপর প্রযুক্ত চাপের -
10.
15kg ভরের একটি শিশু 4m দৈর্ঘ্যের একটি নাগর দোলনায় দুলছে। দোলনের বিস্তার 0.5m হলে দোলনকাল কত?
11.
যখন কোন বাষ্প ঘনীভূত হয়ে তরলে পরিণত হয় তখন -
12.
কার্বন ডাই অক্সাইডের সংকট আয়তন কত?
13.
একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 4 গুন বৃদ্ধি পেলে ইহার দোলনকাল কত সেকেন্ড?
14.
একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য যদি 2.25 গুণ করা হয়, তবে এর দোলনকাল -
15.
একটি সরল দোলকের দোলন কাল 8s হলে এর কম্পাঙ্ক কত?
16.
একটি সরল দোলকের ফাঁপা দোলক পিন্ডকে পারদ দ্বারা অর্ধপূর্ণ করলে এর দোলনকাল কি ঘটবে?
17.
একটি স্প্রিং এ 5kg ভর ঝুলান হল। এতে দৈর্ঘ্য 2cm বৃদ্ধি পেল। স্প্রিং ধ্রুবকের মান কত হবে?
18.
তাপমাত্রা বৃদ্ধি পেলে সরল দোলকের দোলনকাল কি হয়?
19.
যে তাপমাত্রায় তরল পদার্থের পৃষ্ঠটান বিলিন হয় তাকে কি বলে?
20.
একটি অজ্ঞাত ব্যাপন হার অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হারের ২.৯২ গুন হলে গ্যাসটির আনবিক ভর কত?