রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিট মানবন্টন নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো। রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি সম্পর্কিত সকল তথ্য জানতে এখানে ক্লিক কর।
রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিট মানবন্টন
১০০ নম্বরের MCQ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় হবে ১ ঘন্টা। প্রতিটি ইউনিটে ৮০ টি প্রশ্ন থাকবে ।
এমসিকিউ পরীক্ষা | ১০০ নম্বর |
পাশ নম্বর | ৪০ নম্বর |
প্রতি ৫ টি ভুল উত্তরের জন্য নম্বর কর্তন | ১ নম্বর |
রাবি বি ইউনিট ভর্তি পরীক্ষার মানবন্টন
বি ইউনিটে বাণিজ্য এবং অবাণিজ্য শাখার শিক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারবে। ১০০ নম্বরের ভর্তি পরীক্ষার সময়সীমা হবে ১ ঘণ্টা। যেখানে মোট প্রশ্ন থাকবে ৮০টি। বহুনির্বাচনি প্রতিটি প্রশ্নের মান হবে ১.২৫।
বানিজ্য বিভাগের জন্য
বিষয় | নম্বর | প্রশ্ন সংখ্যা |
বাংলা | ১০ | ৮ টি |
ইংরেজি | ২৫ | ২০ টি |
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা | ২৫ | ২০ টি |
হিসাববিজ্ঞান | ২৫ | ২০ টি |
আইসিটি | ১৫ | ১২ টি |
মোট | ১০০ | ৮০ টি |
বিজ্ঞান ও মানবিক বিভাগের জন্য
বিষয় | নম্বর | প্রশ্ন সংখ্যা |
বাংলা | ২০ | ১৬ টি |
ইংরেজি | ৩০ | ২৪ টি |
সাধারণ জ্ঞান | ২৫ | ২০ টি |
আইসিটি | ২৫ | ২০ টি |
মোট | ১০০ | ৮০ টি |
বি ইউনিট ভর্তি পরীক্ষার সিলেবাস –
বিষয় | ১ম পত্র | ২য় পত্র |
বাংলা | অপরিচিতা, আমার পথ, বায়ন্নর দিনগুলো, রেইনকোট, নেকলেস, ঐকতান, সাম্যবাদী, তাহারই পড়ে মনে, সেই অস্ত্র, ফেব্রুয়ারি ১৯৬৯ | বানান শুদ্ধি, প্রয়োগ-অপপ্রোয়গ, বাক্য, সমাস, উপসর্গ, পারিভাষিক শব্দ, অনুবাদ, উচ্চারণ, পদ, শব্দ |
ইংরেজি | 1,2,3,4,5,6,7,12 Unit | Modifier, Punctuation, Vocabulary, Phrase, Clause, Preposition, Right from of verb, Adverb, Tense, Narration, Noun |
আইসিটি | ১,২,৩,৪ অধ্যায় | |
একাউন্টিং | ২,৩,৪,৮,৯ অধ্যায় | ২,৪,৫,৬,৮ অধ্যায় |
ম্যানেজমেন্ট | ১,২,৩,৪,৫,১২ অধ্যায় | ১,২,৩,৪,৫,৬,১০ অধ্যায় |
সাধারণজ্ঞান | কোন সিলেবাস নেই |
একনজরে রাবি বি ইউনিট ভর্তি টুকিটাকি
প্রাথমিক আবেদন | ২৫ মে থেকে ৯ জুন ২০২২ |
চূড়ান্ত আবেদন | ১৫ জুন থেকে ২৮ জুন ২০২২ |
প্রাথমিক আবেদন ফি | ৫৫/- টাকা |
চূড়ান্ত আবেদন ফি | ১১০০/- টাকা |
ভর্তি পরীক্ষা | ২৭ জুলাই |
আবেদনের ঠিকানা | admission.ru.ac.bd |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের নিয়ম
- প্রথমত, RU ভর্তির আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট admission.ru.ac.bd-এ যাও এবং “আবেদন শুরু করুন” বোতামে ক্লিক কর।
- তোমার একাডেমিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন এবং সাবমিট বোতামে ক্লিক কর।
- ইচ্ছা ইউনিটে টিক চিহ্ন দাও। (একাধিক ইউনিটে আবেদন জমা দিতে পারবে)।
- সমস্ত আবেদন তথ্য সঠিক হলে, শুধু “আবেদন জমা দিন” এ ক্লিক কর।
- এখন সমস্ত অ্যাপ্লিকেশন তথ্যের পাশাপাশি অর্থপ্রদানের তথ্য দেখতে পার।
- “পেস্লিপ ডাউনলোড করুন” এ ক্লিক করে এই পৃষ্ঠাটিকে PDF হিসেবে সংরক্ষণ কর।
- সমস্ত প্রক্রিয়া জটিলতার পরে, আপনার আবেদন ফি প্রদান করুন।
- আবেদনের ৭২ ঘন্টার মধ্যে আপনার পেমেন্ট সম্পন্ন কর।
উক্ত ফি মোবাইল ব্যাংকিং (ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং/রকেট) এর মাধ্যমে নিম্নে উল্লেখিত পদ্ধতিতে পরিশোধ করতে হবে।
ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং/রকেট এর যে কোন Customer Account থেকে ফি প্রদান প্রক্রিয়াঃ
Step-1: | *322# ডায়াল করতে হবে। |
Step-2: | “1. Bill Pay” অপশন সিলেক্ট করতে হবে। |
Step-3: | “2. Other” অপশন সিলেক্ট করতে হবে। |
Step-4: | “Enter Payer Mobile No.” এর স্থলে প্রার্থীর মোবাইল নম্বর দিতে হবে। |
Step-5: | “0. Other” অপশন সিলেক্ট করতে হবে। |
Step-6: | Enter Biller ID. এর স্থলে ‘377‘ টাইপ করতে হবে। |
Step-7: | Enter Bill Number এর স্থলে অবশ্যই স্লিপে প্রদত্ত Bill Number টি প্রদান করতে হবে। |
Step-8: | Enter Amount এর স্থলে স্লিপে প্রদত্ত সর্বমোট ফি এর পরিমাণ দিতে হবে। |
Step-9: | Enter PIN এর স্থলে Customer এর রকেট Account এর PIN নম্বর দিতে হবে। |
Step-10: | Payment Confirmation SMS আসবে। এই SMS থেকে Transaction ID (TxnID) সংরক্ষণ করতে হবে। |