রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিট ফলাফল ২০২০-২১
রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিট ভর্তি পরীক্ষা গত ৬ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিট রেজাল্ট প্রকাশিত হয়েছে। নিচে বর্ণিত পদ্ধতির মাধ্যমে সহজেই রাবি এ ইউনিট এর ফলাফল দেখতে পাবে।
রাবি বি ইউনিট রেজাল্ট ২০২০-২১
রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিট রেজাল্ট ২০২০-২১ প্রকাশিত হয়েছে।
রাবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২০-২১

- প্রথমে https://admission.ru.ac.bd/undergraduate/ এই লিংকে প্রবেশ করতে হবে।
- এরপর রেজাল্ট সেকশন এ নিজের ইউনিট সিলেক্ট করতে হবে।
- ইউনিট এর নিচের রাবির এডমিট কার্ড এ দেয়া রোল লিখতে হবে।
- এরপর সাবমিট করলে তুমি তোমার ফলাফল দেখতে পারবে।
- বিজ্ঞান, জীব ও ভূ-বিজ্ঞান, কৃষি ও প্রকৌশল অনুষদ-এর ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বি.এস-সি./বি.ফার্ম.(সম্মান)/বি.এস-সি.এ-জি./ডি.ভি.এম./ বি.এস-সি, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয় ভর্তি ওয়েবসাইট https://admission.ru.ac.bd/undergraduate/ -তে প্রকাশ করা হবে।
- উত্তীর্ণ ভর্তিচ্ছুদের আগামী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে ভর্তির বিভাগের পছন্দক্রম পূরণ করতে হবে।
- কোন ভর্তিচ্ছু নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম পূরণ করতে না পারলে সি-ইউনিটে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং সি-ইউনিটের কোন বিভাগে ভর্তির আর কোন সুযােগ থাকবে না। পছন্দক্রম পূরণ করার সময় কোন ভর্তিচ্ছু কোন বিভাগে ভর্তি হতে আদৌ আগ্রহী না হলে সেটি পছন্দক্রম থেকে বাদ রাখতে পারবে। তবে পছন্দক্রম প্রদানের পর তা অনুযায়ী কোন বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হলে সেই বিভাগে অবশ্যই ভর্তি হতে হবে, নতুবা সি-ইউনিটে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং পরবর্তীতে সি-ইউনিটের কোন বিভাগে ভর্তির আর কোন সুযােগ থাকবে না।
রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিট প্রশ্ন সমাধান দেখতে ক্লিক কর ।