রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট admission.ru.ac.bd এ প্রকাশিত হয়েছে। এই পোস্টে রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিট ভর্তি তথ্য অর্থাৎ ভর্তি যোগ্যতা , মানবন্টন, আসন সংখ্যা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। রাবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২ দেখতে এখানে ক্লিক কর।
একনজরে রাবি বি ইউনিট ভর্তি তথ্য
প্রাথমিক আবেদন | ২৫ মে থেকে ৯ জুন ২০২২ |
চূড়ান্ত আবেদন | ১৫ জুন থেকে ২৮ জুন ২০২২ |
প্রাথমিক আবেদন ফি | ৫৫/- টাকা |
চূড়ান্ত আবেদন ফি | ১১০০/- টাকা |
মোট আসন | ৫৬০ টি |
ভর্তি পরীক্ষা | ২৭ জুলাই ২০২২ |
আবেদনের ঠিকানা | admission.ru.ac.bd |
রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিট আবেদন যোগ্যতা
- মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখা হতে ২০২০ ও ২০২১ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা A, B ও C তিনটি ইউনিটেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে। আবেদনকারী যে ইউনিটেই আবেদন করুক না কেন সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
- ২০২০ ও ২০২১ সালের এইচএসসি/সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভকেশনাল), A লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় [এইচএসসি সমমান নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদন সাপেক্ষে] উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। সনাতন পদ্ধতিতে ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন করতে পারবে না। কেবল বিএফএ (প্রাক) ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল এখনও সনাতন পদ্ধতিতে হওয়ায় তাদের আবেদন গ্রহণযোগ্য হবে, তবে তাদের মার্কশিট/সার্টিফিকেট থাকতে হবে।
- কারিগরী শিক্ষা বোর্ডের অধীন কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবে তবে তাদের প্রাপ্ত জিপিএ ৫.০০ স্কেলে নির্ধারিত হবে।
এইচএসসি গ্রুপ ভিত্তিক যোগ্যতা
মানবিক | মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে। |
বাণিজ্য | বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ পেতে হবে। |
বিজ্ঞান | বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে। |
জিসিই O লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় অন্ততঃ ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে B গ্রেড এবং ৩টি বিষয়ে কমপক্ষে C গ্রেড পেতে হবে। O লেভেল, A লেভেল এবং ইংলিশ ভার্সন (ন্যাশনাল কারিকুলাম) পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের প্রশ্ন প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনুবাদ করা হবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনকালে অবশ্যই অনলাইনে ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফরম পূরণ করতে হবে। অন্যথায় ইংরেজি প্রশ্নপত্র সরবরাহ করা হবে না। |
প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি/ সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি ইউনিটে বিশেষ কোটাসহ সর্বোচ্চ ৭২ হাজার আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা চার শিফটে অনুষ্ঠিত হবে। প্রতি শিফটে সর্বোচ্চ ১৮ হাজার আবেদনকারীর ভর্তি পরীক্ষা নেয়া হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিট মানবন্টন
১০০ নম্বরের MCQ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় হবে ১ ঘন্টা। প্রতিটি ইউনিটে ৮০ টি প্রশ্ন থাকবে ।
এমসিকিউ পরীক্ষা | ১০০ নম্বর |
পাশ নম্বর | ৪০ নম্বর |
নেগেটিভ মার্কস | ০.২০ নম্বর |
বানিজ্য বিভাগের জন্য
বিষয় | নম্বর | প্রশ্ন সংখ্যা |
বাংলা | ১০ | ৮ টি |
ইংরেজি | ২৫ | ২০ টি |
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা | ২৫ | ২০ টি |
হিসাববিজ্ঞান | ২৫ | ২০ টি |
আইসিটি | ১৫ | ১২ টি |
মোট | ১০০ | ৮০ টি |
বিজ্ঞান ও মানবিক বিভাগের জন্য
বিষয় | নম্বর | প্রশ্ন সংখ্যা |
বাংলা | ২০ | ১৬ টি |
ইংরেজি | ৩০ | ২৪ টি |
সাধারণ জ্ঞান | ২৫ | ২০ টি |
আইসিটি | ২৫ | ২০ টি |
মোট | ১০০ | ৮০ টি |
রাবি বি ইউনিট ভর্তি পরীক্ষার সিলেবাস
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এইচএসএসি ২০২১ এর সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী হবে। নিচে সংক্ষিপ্ত সিলেবাস তুলে ধরা হলো-
বিষয় | ১ম পত্র | ২য় পত্র |
বাংলা | অপরিচিতা, আমার পথ, বায়ন্নর দিনগুলো, রেইনকোট, নেকলেস, ঐকতান, সাম্যবাদী, তাহারই পড়ে মনে, সেই অস্ত্র, ফেব্রুয়ারি ১৯৬৯ | বানান শুদ্ধি, প্রয়োগ-অপপ্রোয়গ, বাক্য, সমাস, উপসর্গ, পারিভাষিক শব্দ, অনুবাদ, উচ্চারণ, পদ, শব্দ |
ইংরেজি | 1,2,3,4,5,6,7,12 Unit | Modifier, Punctuation, Vocabulary, Phrase, Clause, Preposition, Right from of verb, Adverb, Tense, Narration, Noun |
আইসিটি | ১,২,৩,৪ অধ্যায় | |
একাউন্টিং | ২,৩,৪,৮,৯ অধ্যায় | ২,৪,৫,৬,৮ অধ্যায় |
ম্যানেজমেন্ট | ১,২,৩,৪,৫,১২ অধ্যায় | ১,২,৩,৪,৫,৬,১০ অধ্যায় |
সাধারণজ্ঞান | কোন সিলেবাস নেই |
রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিট আসন সংখ্যা
ইউনিট | আসন |
বি ইউনিট | ৫৬০ টি |
বিজনেস স্টাডিজ অনুষদ
- হিসাববিজ্ঞান তথ্য ও ব্যবস্থাপনা-১১০
- ম্যানেজমেন্ট স্টাডিজ-১০০
- মার্কেটিং-১১০
- ফাইনান্স-১০০
- ব্যাংকিং ও ইন্সুইরেন্স-৬০
- ট্যুরিজম এন্ড হসপিটালিটি-৩০
ব্যবসায় প্রশাসন ইনস্টিউট (আইবিএ)
- মোট আসন সংখ্যা-৫০ টি
রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিট বিষয় সমূহ
বিজনেস স্টাডিজ অনুষদ:
(১) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা, (২) ম্যানেজমেন্ট স্টাডিজ, (৩) মার্কেটিং, (৪) ফাইন্যান্স, (৫) ব্যাংকিংও ইনস্যুরেন্স এবং (৬) ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ
ইনস্টিটিউট:
ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট