রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট admission.ru.ac.bd এ প্রকাশিত হয়েছে। এই পোস্টে রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট ভর্তি তথ্য অর্থাৎ ভর্তি যোগ্যতা , মানবন্টন, আসন সংখ্যা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। রাবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২ দেখতে এখানে ক্লিক কর।
একনজরে রাবি এ ইউনিট ভর্তি তথ্য
প্রাথমিক আবেদন | ২৫ মে থেকে ৯ জুন ২০২২ |
চূড়ান্ত আবেদন | ১৫ জুন থেকে ২৮ জুন ২০২২ |
প্রাথমিক আবেদন ফি | ৫৫/- টাকা |
চূড়ান্ত আবেদন ফি | ১১০০/- টাকা |
মোট আসন | ১৫৬০ টি |
ভর্তি পরীক্ষা | ২৫ জুলাই ২০২২ |
আবেদনের ঠিকানা | admission.ru.ac.bd |
রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট আবেদন যোগ্যতা
- মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখা হতে ২০২০ ও ২০২১ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা A, B ও C তিনটি ইউনিটেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে। আবেদনকারী যে ইউনিটেই আবেদন করুক না কেন সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
- ২০২০ ও ২০২১ সালের এইচএসসি/সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভকেশনাল), A লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় [এইচএসসি সমমান নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদন সাপেক্ষে] উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। সনাতন পদ্ধতিতে ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন করতে পারবে না। কেবল বিএফএ (প্রাক) ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল এখনও সনাতন পদ্ধতিতে হওয়ায় তাদের আবেদন গ্রহণযোগ্য হবে, তবে তাদের মার্কশিট/সার্টিফিকেট থাকতে হবে।
- কারিগরী শিক্ষা বোর্ডের অধীন কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবে তবে তাদের প্রাপ্ত জিপিএ ৫.০০ স্কেলে নির্ধারিত হবে।
এইচএসসি গ্রুপ ভিত্তিক যোগ্যতা
মানবিক | মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে। |
বাণিজ্য | বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ পেতে হবে। |
বিজ্ঞান | বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে। |
জিসিই O লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় অন্ততঃ ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে B গ্রেড এবং ৩টি বিষয়ে কমপক্ষে C গ্রেড পেতে হবে। O লেভেল, A লেভেল এবং ইংলিশ ভার্সন (ন্যাশনাল কারিকুলাম) পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের প্রশ্ন প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনুবাদ করা হবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনকালে অবশ্যই অনলাইনে ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফরম পূরণ করতে হবে। অন্যথায় ইংরেজি প্রশ্নপত্র সরবরাহ করা হবে না। |
প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি/ সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি ইউনিটে বিশেষ কোটাসহ সর্বোচ্চ ৭২ হাজার আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা চার শিফটে অনুষ্ঠিত হবে। প্রতি শিফটে সর্বোচ্চ ১৮ হাজার আবেদনকারীর ভর্তি পরীক্ষা নেয়া হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট মানবন্টন
১০০ নম্বরের ভর্তি পরীক্ষার সময়সীমা হবে ১ ঘণ্টা। যেখানে মোট প্রশ্ন থাকবে ৮০টি। বহুনির্বাচনি প্রতিটি প্রশ্নের মান হবে ১.২৫।
বিজ্ঞান বিভাগের জন্য
বিষয় | নম্বর | প্রশ্ন সংখ্যা |
পদার্থ | ৩১.২৫ | ২৫ টি |
রসায়ন | ৩১.২৫ | ২৫ টি |
আইসিটি | ৬.২৫ | ৫ টি |
জীববিজ্ঞান | ৩১.২৫ | ২৫ টি |
গনিত | ৩১.২৫ | ২৫ টি |
জীববিজ্ঞান+গনিত | ৩১.২৫ | ২৫ টি |
মোট | ১০০ | ৮০টি |
জীববিজ্ঞান বা গনিত বা জীববিজ্ঞান ও গনিত এই তিনটির মাঝে যেকোন একটি দাগাতে হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট আসন সংখ্যা
ইউনিট | আসন |
সি ইউনিট | ১৫৬০ টি |
বিজ্ঞান অনুষদ
- গনিত-১১০
- রসায়ন-১০০
- পদার্থবিজ্ঞান-৯০
- পরিসংখ্যান-৯০
- প্রান রসায়ন ও অনুপ্রান বিজ্ঞান-৫০
- ফার্মেসি-৫০
- পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট-৬০
- ফলিত গনিত-৮০
- শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান-৩০
জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ
- মনোবিজ্ঞান-৭০
- উদ্ভিদবিজ্ঞান-৭০
- প্রানিবিদ্যা-৮০
- জেনেটিক ইন্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি-৪০
- চিকিৎসা মনোবিজ্ঞান-৩০
- মাইক্রোবায়োলজি-৩০
কৃষি অনুষদ
- এগ্রোনমি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগ-৫৬
- ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি-৫৬
প্রকৌশল অনুষদ
- ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল-৭০
- কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং-৫০
- ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইন্জিনিয়ারি-৪৬
- ম্যাটেরিয়াল্স সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং-৫০
- ইলেকট্রনিকাল এন্ড ইলেকট্রনিক এন্ড ইন্জিনিয়ারিং-৫০
ভূ-বিজ্ঞান অনুষদ
- ভূগোল পরিবেশবিদ্যা – ৭৬
- ভূ-তত্ত্ব – ৬০
ফিশারীজ অনুষদ
- ফিশারীজ- ৫০
ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদ
- ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স-৫০
রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট বিষয় সমূহ
বিজ্ঞান অনুষদ:
(১) গণিত, (২) পদার্থবিজ্ঞান, (৩) রসায়ন, (৪) পরিসংখ্যান, (৫) প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, (৬) ফার্মেসী, (৭) পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, (৮) ফলিত গণিত এবং (৯) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ
জীববিজ্ঞান অনুষদ:
(১) মনোবিজ্ঞান, (২) উদ্ভিদবিজ্ঞান,(৩) প্রাণিবিদ্যা, (৪) জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি, (৫) চিকিৎসা মনোবিজ্ঞান এবং (৬) মাইক্রোবায়োলজি বিভাগ
কৃষি অনুষদ:
(১) এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন এবং
(২) ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগ
প্রকৌশল অনুষদ:
(১) ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল, (২) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, (৩) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং , (৪) ম্যাটেরিয়াল্স সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং (৫) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ
ভূ-বিজ্ঞান অনুষদ:
(১) ভূগোল ও পরিবেশবিদ্যা এবং (২) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ
ফিশারীজ অনুষদ:
ফিশারীজ বিভাগ
ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ:
ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগ