রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেকশন রেজাল্ট ১৫ জুন প্রকাশিত হয়েছে । আজকে আমরা রাবি সিলেকশন রেজাল্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত বিস্তারিত সকল তথ্য জানতে এখানে ক্লিক কর।
এডুকেশন লাইভ বিডির পক্ষ থেকে গুচ্ছ ভর্তি প্রস্তুতি আরো মজবুত করতে ১৫ জুন থেকে শুরু হচ্ছে এক্সাম ব্যাচ। যদি কেউ আমাদের রুটিন অনুযায়ী পড়াশুনা করে ভালো মত পরীক্ষাগুলো দেয়, কথা দিচ্ছি, নিরাশ হবেনা। যেহেতু শর্ট সিলেবাসের উপর পরীক্ষা হবে, তাই যারা রাবির প্রস্তুতি নিচ্ছো, তারাও ভর্তি হতে পারবে।
ভর্তির জন্য যোগাযোগ – ০১৭৭৮৩২৭৯৫৬ (হোয়াটসঅ্যাপ)
রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেকশন রেজাল্ট ২০২২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটে কোন বিভাগে কত জিপিএ পর্যন্ত সিলেক্ট হয়েছে তার অফিশিয়াল নোটিশ :

এইচএসসি তে যাদের জিপিএ নিম্নোক্ত বা এর চেয়ে বেশি তারা সবাই সিলেক্ট হয়েছে।
A ইউনিট
বিজ্ঞান – ৫.০০
মানবিক – ৪.৫৭
বাণিজ্য – ৪.৯২
B ইউনিট
বিজ্ঞান – ৫.০০
মানবিক – ৪.৫৮
বাণিজ্য – সবাই সিলেক্টেড
C ইউনিট
বিজ্ঞান – ৫.০০
মানবিক – ৫.০০
বাণিজ্য – ৫.০০
উল্লেখ্য, এখানে এইচএসসির জিপিএ কাউন্ট হয়েছে। একাধিক জিপিএ যাদের সমান রয়েছে তাদের ক্ষেত্রে এইচএসসির মার্ক দেখা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি/ সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি ইউনিটে বিশেষ কোটাসহ সর্বোচ্চ ৭২ হাজার আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা চার শিফটে অনুষ্ঠিত হবে। প্রতি শিফটে সর্বোচ্চ ১৮ হাজার আবেদনকারীর ভর্তি পরীক্ষা নেয়া হবে।
যেভাবে সিলেকশন রেজাল্ট দেখবে
মূলত এ আবেদনের ফল রোল নম্বর ভিত্তিক দেওয়া হয়। জিপিএ’র ভিত্তিতে করা এ ফল সিরিয়ালভিত্তিক ওয়েবসাইটে দেওয়া হবে। ভর্তিচ্ছুরা ওয়েবসাইটে লগইন করে জানতে পারবে চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত হয়েছেন নাকি হননি।
চূড়ান্ত আবেদন কিভাবে করবে জানতে ভিজিট কর এখানে।
দৃষ্টি আকর্ষণ
যারা সিলেক্ট হয়নি তাদের দেখিয়েছে যে, রেজাল্ট প্রকাশিত হয়নি। এমনটা দেখালে বুঝবে, তুমি সিলেক্ট হওনি। নিচের ছবির মত –

আর যারা সিলেক্ট হয়েছে, তাদের সিলেক্ট হওয়া ইউনিট দেখিয়েছে। নিচের ছবির মত –

রাজশাহী বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা
ইউনিট | আসন |
এ ইউনিট | ২০১৯ টি |
বি ইউনিট | ৫৬০ টি |
সি ইউনিট | ১৫৬০ টি |
মোট আসন | ৪১৭৩ টি |
Vai selection list r link den