শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২২ । শাবিপ্রবি ভর্তি সার্কুলার ২০২২ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকের এই লেখায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, আবেদন সম্পর্কিত তথ্য, আসন সংখ্যা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে।
শাবিপ্রবি ভর্তি সার্কুলার ২০২২
সাস্ট ভর্তি সার্কুলার ২০২১-২২ এখনো অফিশিয়ালি প্রকাশিত হয়নি। তবে ভর্তি সম্পর্কিত কিছু তথ্য জানা গেছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদের ভর্তিসংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইট admission.sust.edu.bd এর মাধ্যমে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে। চার বছর মেয়াদি সম্মান ও ইঞ্জিনিয়ারিং বিষয় সমূহ নতুন শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা
শাবিপ্রবির ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী –
- শাবিপ্রবির ‘এ’ ইউনিটের Applied Sciences and Technology বিষয়ক বিভাগসমূহে (ARC, CEP, CEE, CSE, EEE, FET, IPE, MEE, PME, SWE) এবং Physical Sciences বিষয়ক বিভাগসমূহে (CHE, MAT OCG, PHY, STA) ভর্তির জন্য GST ভর্তি পরীক্ষায় গণিত বিষয়ে অংশগ্রহণ বাধ্যতামূলক। Biological Science বিষয়ক বিভাগসমূহে (GEB, BMB) ভর্তির জন্য GST ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে অংশগ্রহণ বাধ্যতামূলক।
- অর্থনীতি বিভাগে ভর্তি হতে হলে বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের GST ভর্তি পরীক্ষায় গণিত বিষয়ে কমপক্ষে ৪০% নম্বর পেতে হবে। এছাড়া ইংরেজি বিভাগে ভর্তির জন্য GST ভর্তি পরীক্ষায় ইংরেজিতে কমপক্ষে ৪০% নম্বর পেতে হবে।
- গুচ্ছ ভর্তি পরীক্ষায় যারা ঐচ্ছিক বিষয় হিসেবে গণিত ও জীববিজ্ঞান বিষয়ে অংশগ্রহণ করেছেন, তারা শাবিপ্রবির সকল ইউনিটের সকল বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
- ঐচ্ছিক বিষয় হিসেবে গণিত বিষয়ে অংশগ্রহণ করেছেন, তারা শাবিপ্রবির ‘ক’ ইউনিটের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি ও বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি ছাড়া সকল বিভাগে এবং ‘বি’ ও ‘সি’ ইউনিটের সকল বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
- ভর্তি পরীক্ষায় যারা ঐচ্ছিক বিষয় হিসেবে জীববিজ্ঞান বিষয়ে অংশগ্রহণ করেছেন তারা শাবিপ্রবির ‘এ’ ইউনিটের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, ভূগোল ও পরিবেশ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি ও বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগে এবং ‘বি’ ও ‘সি’ ইউনিটের অর্থনীতি ছাড়া সকল বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বর্তমানে ২৮টি বিভাগ চালু রয়েছে। জেনে নেওয়া যাক, শাবিপ্রবির আসন সংখ্যা সম্পর্কে।
বিজ্ঞান অনুষদ
সাবজেক্ট | আসন সংখ্যা |
গণিত | ৮০ |
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং | ১০০ |
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স | ৫০ |
পদার্থবিজ্ঞান | ৬৫ |
রসায়ন | ৬৫ |
পরিসংখ্যান | ৮০ |
ইন্ডাস্ট্রিয়াল এন্ড পডাকশন ইঞ্জিনিয়ারিং | ৫০ |
সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং | ৫০ |
ইলেক্টিক্যাল এন্ড ইলেক্টনিক্স ইঞ্জিনিয়ারিং | ৫০ |
ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি | ৪০ |
পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং | ৩৫ |
ভূগোল এন্ড পরিবেশ | ৫০ |
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং | ৩৫ |
সমুদ্রবিজ্ঞান | ৩০ |
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং | ৫০ |
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি | ৩৫ |
বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি | ৩৫ |
ফরেস্ট্রি এনভায়রনমেন্টাল সায়েন্স | ৫০ |
আর্কিটেকচার | ৩০ |
মোট | ৯৮৫ |
কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় অনুষদ
বিভাগ | বিজ্ঞান | মানবিক | বাণিজ্য | |
অর্থনীতি | ৪০ | ২০ | ০৬ | ৬৬ |
সমাজবিজ্ঞান | ৩০ | ৩০ | ০৬ | ৬৬ |
পলিটিক্যাল সায়েন্স | ২০ | ৪০ | ০৬ | ৬৬ |
নৃবিজ্ঞান | ২৫ | ৩৫ | ০৬ | ৬৬ |
লোক প্রশাসন | ২০ | ৪০ | ০৬ | ৬৬ |
সমাজকর্ম | ২৫ | ৩৫ | ০৬ | ৬৬ |
ব্যবসায় প্রশাসন | ৩০ | ১০ | ৩৫ | ৭৫ |
ইংরেজি | ৩০ | ৩৫ | ০৬ | ৭১ |
বাংলা | ০৫ | ৪৯ | ০৬ | ৬০ |
মোট | ২২০ | ২৯৯ | ৮৩ | ৬০২ |
এদিকে শাবিপ্রবির ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, মুক্তিযোদ্ধা কোটায় ২৮ জন, ক্ষুদ্র-নৃগোষ্ঠী/জাতিসত্তা/হরিজন-দলিত কোটায় ২৮ জন, বিকেএসপি কোটায় ছয়জন, চা শ্রমিক কোটায় চারজন, প্রতিবন্ধী কোটায় ১৪ জন, পোষ্য কোটায় ২০ জনসহ মোট ১০০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
রিলেটেড –
শাবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ , শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২১-২০২২ , শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২২, ভর্তি সার্কুলার ২০২২ ,গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২২, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা, জিএসটি ভর্তি বিজ্ঞপ্তি 2022 , শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিষয়সমূহ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২২-২০২৩ , শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউনিট সমূহ,
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২২ , শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২০ ২০২১,