“Every” থাকলে কেন subject & possessive হিসেবে “They/their” ব্যবহার করা হয়?
Test:
Q: Everybody hates a liar, don’t they.= কেন “they”দিলাম?
Q: Every person knows it. But they are confused.= কেন “they”দিলাম?
Q: Every person is busy with their activities.= কেন “their”দিলাম?
☑ তাহলে কি শুধু মুখস্ত রাখতে হবে “Every/One/Each” থাকলেই “they/their” বসে?
না ,আজকের পর শুধু মুখস্ত রাখবো না বিষয়টির কারণ অনুসন্ধান করব গভীর থেকে |
“Old English” অনুযায়ী “Every” কে শুধুমাত্র “Masculine Gender” অর্থাৎ “পুলিঙ্গ” ভেবে “He/his” ব্যবহার করা হতো |
পরবর্তীতে পরিবর্তন আসলো “Every” দ্বারা শুধু “Masculine Gender” কে বোঝায় না, বরং তা “Feminine Gender” কেউ বোঝায় |
এজন্য বাক্যগুলোতে নিরপেক্ষতায় “He/She এবং His/her” ব্যবহার করা হতো |
যেমন:
i. Everybody is doing his/her duty.
ii. Everybody is successful. He/she will get award.
এই ধারাটি দীর্ঘদিন ধরে English Grammar-এ ব্যবহার হচ্ছিল, তবে এ এই ধরনের সমাধান কে Modern English (Clumsy solution বা আনাড়ি সমাধান) বলছে |
According to Modern Grammar:
Indefinite Pronouns: Everybody, Anybody, Somebody, Nobody, Each one, Anyone, Everyone, No one, Someone etc. এগুলোকে “Masculine” এবং “Feminine” উভয় Gender বিবেচনায় “They/their” ব্যবহার করতে বলে |
সেজন্য বাক্য গুলোকে এমন দেখায়:
Everybody hates a liar, don’t they?
তবে, Old English অনুযায়ী: Everybody hates a liar, doesn’t he/she?( এটিও সঠিক)
Every person knows it. But they are confused.
তবে, Old English অনুযায়ী: Every person knows it. But he/she is confused. ( এটিও সঠিক)
Every person is busy with their activities.
তবে, Old English অনুযায়ী: Every person is busy with his/her activities. ( এটিও সঠিক)