ভর্তি যুদ্ধে নিজেকে এগিয়ে রাখতে প্রয়োজন সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভালোভাবে আয়ত্ত করা। এর জন্য ভর্তি পরীক্ষার্থীরা বিভিন্ন কোচিংয়ের লেকচার শিট পড়ে তাদের প্রস্তুতি আরো মজবুত করতে পারে। আমাদের লেকচার শিট সিরিজের মাধ্যমে আমরা বিভিন্ন কোচিং সেন্টারের লেকচার শীতের পিডিএফ প্রদান করে থাকি। যারা ভর্তি কোচিং করে না, অথবা অর্থের অভাবে করার সূযোগ পায়না, তারা যেন সহজেই এই পিডিএফগুলো থেকে তাদের ভর্তি প্রস্তুতি আরো মজবুত করতে পারে।
ইউসিসি লেকচার শিট পিডিএফ
ইউসিসি কোচিং বাংলাদেশের ভর্তি জগতে একটি অনন্য নাম। তারা যথেষ্ট পর্যালোচনা করে তাদের লেকচার শিট তৈরি করে থাকে। এই লেকচার শিটগুলো যদি কোন ভর্তি পরীক্ষার্থী মনোযোগ সহকারে পারে, তাহলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যথেষ্ট ভালো করার সূযোগ রয়েছে।
ইউসিসি জীববিজ্ঞান লেকচার শিট
এইচএসসি জীববিজ্ঞান ও প্রাণিবিজ্ঞান উভয় বিষয়ের উপর ইউসিসি জীববিজ্ঞান লেকচার শিট তৈরি করা হয়। ইউসিসি ভর্তি কোচিং কর্তৃক তৈরি এই লেকচার শিটগুলো কয়েক খন্ডে ভাগ করা। যেন শিক্ষার্থীরা ধাপে ধাপে তাদের প্রস্তুতিগুলো ভালোভাবে নিতে পারে।
যা যা আছে
ইউসিসি জীববিজ্ঞান লেকচার শিট ১ মূলত ৩টি অধ্যায়ের সমন্বয়ে তৈরি।
- চলন ও অঙ্গচালনা
- শ্বাস ক্রিয়া ও শ্বসন
- বর্জ্য ও নিষ্কাশন